মাধ্যম নিউজ ডেস্ক: মঙ্গলে জোড়া সোনা জয় ভারতের। এদিন এশিয়ান গেমসে (Asian games 2023) ভারতকে সোনা এনে দিলেন অন্নু রানি। জ্যাভলিনে সোনা পেলেন তিনি। ৬২.৯২ মিটার ছুড়ে প্রথম হলেন তিনি। গত বছর বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ পেয়েছিলেন অন্নু। এদিনও প্রথম তিনটি থ্রোয়ে তিনি যে সোনা জিততে চলেছেন, তার আভাস মেলেনি। চতুর্থ প্রচেষ্টায় উল্টে দিলেন পাশার দান। ৬২.৯২ মিটার ছুড়লেন।
মহিলাদের ‘নীরজ চোপড়া’
চলতি মরশুমে নিজেকেই ছাপিয়ে গেলেন অন্নু। বুধে মাঠে নামবেন নীরজ চোপড়া। তার আগেই দেশকে সোনা এনে দিলেন অন্নু। অন্নুর সোনা জয়ের সঙ্গে সঙ্গেই ক্রীড়া ইতিহাসে নাম উঠল ভারতের। কারণ (Asian games 2023) অন্নুই প্রথম মহিলা, যিনি সোনা জিতলেন জ্যাভলিনে। ইতিমধ্যেই অন্নুকে মহিলাদের ‘নীরজ চোপড়া’ বলতে শুরু করেছেন সমর্থকরা। অন্নু হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি জ্যাভলিনে ৬০ মিটার দূরত্ব স্পর্শ করেছেন। তাঁর থ্রো ছিল ৬১.৮৬ মিটার। ইন্ডিয়ান ওপেনে তিনি জ্যাভলিন ছুড়েছিলেন ৬৩.৮২ মিটার।
সোনার মেয়ে পারুলও
অন্নুর এই সোনা জয়ের ঘণ্টাখানেক আগেই গোল্ড মেডেল জিতেছিলেন (Asian games 2023) পারুল চৌধুরী। তিনি প্রথম হয়েছেন মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে। ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। ২০১৮ সালে শেষবার দেশের হয়ে সোনা জিতেছিলেন পারুল। এদিন ৫ কিলোমিটার দৌড়ে প্রথম দিকে দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। শেষ ১৫০ মিটারে স্পিন্ট নেন।
Make way for Girl Boss, @Annu_Javelin
The #TOPSchemeAthlete absolutely threw her way into our hearts with her #Golden🥇Throw.
Congratulations on giving a majestic throw of 62.92 m💪🏻
Keep rocking Champ! #AsianGames2022#Cheer4India#HallaBol#JeetegaBharat#BharatAtAG22 pic.twitter.com/6iw1mFkv36
— SAI Media (@Media_SAI) October 3, 2023
টপকে যান প্রথমে থাকা জাপানের অ্যাথলিটকে। এ বছর এশিয়ান গেমসে পারুল হলেন তৃতীয় ট্র্যাক অয়ান্ড ফিল্ড অ্যাথলিট যিনি ভারত থেকে পদক জিতলেন। দ্বিতীয় হলেন জাপানের রিরিকা হিরোনাকা। সোমবারই মহিলাদের সিঙ্গলসে ৩ হাজার মিটার স্টিপলচেজে রুপো জিতেছিলেন পারুল। সময় নিয়েছিলেন ৯ মিনিট ২৭.৬৩।
আরও পড়ুুন: শবরীমালা মন্দিরে বিস্ফোরণের ছক কষেছিল ধৃত ‘ইঞ্জিনিয়ার’ আইএস জঙ্গি শাহনওয়াজ?
সব মিলিয়ে চলতি এশিয়ান গেমসে (Asian games 2023) মঙ্গলবার পর্যন্ত ভারতের ঝুলিতে এল ১৫টি সোনা, ২৬টি রুপো এবং ২৮টি ব্রোঞ্জ। পদকের সংখ্যা দাঁড়াল ৬৯টি। সব মিলিয়ে ২৯২টি পদক পেয়ে শীর্ষে রয়েছে চিন। তালিকায় চার নম্বরে জায়গা হয়েছে ভারতের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply