Asian Games 2023: সোনার পর শ্যুটিংয়ে রুপো এষার! এশিয়াড হকিতে প্রথম ম্যাচে বিশাল জয় ভারতের মেয়েদের

Womens-Hockey-Asian-Games-2023

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি এশিয়ান গেমসে (Asian Games 2023), একের পর এক পদক জিতে চলেছেন ভারতীয় শ্যুটাররা। মেয়েদের ২৫ মিটার পিস্তল শ্যুটিংয়ের  টিম ইভেন্ট থেকে সোনা জেতার পর এ বার ব্যক্তিগত বিভাগে রুপো পেলেন ভারতের এষা সিং (Esha Singh)। এছাড়াও এদিন হকিতে ঝড় তোলে ভারতের মেয়েরা। সিঙ্গাপুরকে তারা হারিয়ে দিয়েছে ১৩-০ গোলে। এখনও পর্যন্ত ভারত মোট ২২টি মেডেল জিতেছে। যার মধ্যে রয়েছে ৫টি সোনা, ৭টি রুপো ও ১০টা ব্রোঞ্জ। এর ফলে বর্তমানে পদক তালিকায় পাঁচ নম্বরে উঠল ভারত।

প্রশংসা প্রধানমন্ত্রীর 

অষ্টাদশী এষা মেয়েদের ২৫ মিটার পিস্তল শুটিং ফাইনালে ৩৪ পয়েন্ট নিয়ে শেষ করেন। এই ইভেন্টের ফাইনালে পদক জয়ের অন্যতম দাবিদার ছিলেন ভারতীয় অলিম্পিয়ান মানু ভাকের। কিন্তু ফাইনালে তিনি হতাশ করেছেন। ২১ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে শেষ করেন মানু। সোনা ও রুপো জয়ের জন্য এষাকে শুভেচ্ছা জনিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শ্যুটিংয়ে এদিনআরও একটা পদক জেতে ভারত। পুরুষদের শটগান স্কিটে রুপো জিতলেন অনন্ত নাকুরা। 

হকিতে দাপট

ছেলেদের মতোই এদিন হকিতে দাপট দেখায় ভারতের মেয়েরা। প্রথম ম্যাচে সিঙ্গাপুরকে ১৩-০ গোলে হারিয়ে দিয়েছে ভারত। সঙ্গীতা হ্যাটট্রিক করেছেন। নবনীত দুটি গোল করেছেন। ভারতীয় দলে র মোট দশ জন গোল করেছেন।ম্যাচের শুরু থেকেই আক্রমণ করতে থাকে ভারত। দ্বিতীয় মিনিটেই পেনাল্টি কর্নায় পায় তারা। নেহা শট নিলেও গোল হয়নি। তবে ৬ মিনিটেই প্রথম গোল করে ভারত। পরের পর আক্রমণে দিশেহারা হয়ে যায় সিঙ্গাপুর। 

সৌদি আরবের সামনে সুনীলরা

এশিয়ান গেমসের শেষ ষোলয় অর্থাৎ নকআউটের প্রথম খেলায় ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ সৌদি আরব। ২৮ সেপ্টেম্বর হুয়ানলং স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে খেলা হবে প্রি কোয়ার্টার ফাইনালের৷ হাংঝাউয়ে ফের একবার নিজেদের প্রমাণ করার লক্ষ্যে মাঠে নামবে ইগর স্টিম্যাচের ছেলেরা৷ 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share