Asian Games 2023: এবার লক্ষ্য প্যারিস অলিম্পিক! এশিয়ান গেমসে পদক জয়ীদের সঙ্গে সাক্ষাত প্রধা‌নমন্ত্রীর

PM Modi: "ভারতে প্রতিভার অভাব ছিল না, কিন্তু তাদের পথে অনেক বাধা-বিপত্তি ছিল" দাবি মোদির
F8Fvdg7XEAAPHqL
F8Fvdg7XEAAPHqL

মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়ান গেমসে (Asian Games 2023) পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে দেখা করলেন প্রধানম‌ন্ত্রী নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিকেলে একটি অনুষ্ঠানে এশিয়াডে পদক জয়ী অ্যাথলিটদের সঙ্গে মিলিত হলেন মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। ২০২৩ এশিয়া‌ন গেমসে ভারতের অভিযান সমাপ্ত হয়েছে শনিবার। চিনের মাটিতে দাঁড়িয়েই ১০০ পদকের লক্ষ্যপূরণ হয়েছে ভারতের। এখনও পর্যন্ত এশিয়ান গেমসে এটাই ভারতের সেরা সাফল্য। এবারের গেমসে ভারত ২৮টি সোনা, ৩৮টি রুপো, ৪১টি ব্রোঞ্জ সহ মোট ১০৭টি পদক জিতেছে।

কী বললেন প্রধানমন্ত্রী

এই অনুষ্ঠা‌নে পদকজয়ীদের উদ্দেশ্য মোদি বলেন, '১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি আপনাদের (অ্যাথলিটদের) সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনার কঠোর পরিশ্রম ও অর্জনের কারণে সারাদেশে উৎসবের পরিবেশে মুখরিত হয়েছে। আমাদের দেশে কখনই প্রতিভার অভাব ছিল না কিন্তু বিভিন্ন বাধার কারণে আমাদের ক্রীড়াবিদরা তাঁদের প্রতিভাকে পদকে রূপান্তর করতে পারেননি।'

সরকারের পদক্ষেপ

বর্তমান সরকার  ক্রীড়াবিদদের জন্য বিশেষ কী কী প্রকল্প নিয়েছে সেটাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'অ্যাথলিটদের সেরাটা নিশ্চিত করতে সরকার সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে। এইবার আমরা ১০০টি পদক জিতেছি। পরের বার, আমরা এই রেকর্ডটি অতিক্রম করব। প্যারিস অলিম্পিকের জন্য আপনারা সর্বোত্তম প্রচেষ্টা বজায় রাখুন।' মোদি উল্লেখ করেন, 'অ্যাথলিটরা তাদের সেরাটা দেওয়ার সবসময় চেষ্টা করেছে। ভারতে প্রতিভার অভাব ছিল না। জেতার ইচ্ছা সবসময় ছিল। তারা আগেও ভাল করত, কিন্তু তাদের পথে অনেক বাধা-বিপত্তি ছিল। কিন্তু ২০১৪ এর পরে, ভারতীয় ক্রীড়াবিদরা বিদেশে সেরা প্রশিক্ষণ, সুবিধা পাচ্ছেন। খেলো ইন্ডিয়া, টপসের মতো প্রকল্প চালু করা হয়েছে।'

মিশন প্যারিস

একইসঙ্গে মোদি জানান, 'এই এশিয়ান গেমসে আমরা যে ইভেন্টেই প্রতিদ্বন্দ্বিতা করেছি, আমরা সেখানেই পদক জিতেছি। পদকের সংখ্যা বাড়ছে, যা ভারতের জন্য একটি ভালো ইঙ্গিত। আপনারা নতুন পথ খুলে দিয়েছেন, যা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। এই পারফরম্যান্স প্যারিস অলিম্পিকের জন্যও নতুন প্রেরণা দেবে।' 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles