India vs China: প্রথম ম্যাচে চিনের বিরুদ্ধে নেই সুনীল! এশিয়ান গেমসের জন্য পাড়ি দিল ভারতীয় দল

indiafootball

মাধ্যম নিউজ ডেস্ক: চিনের হাংঝুতে শুরু হতে চলেছে এশিয়ান গেমস ২০২৩। এশিয়ান গেমস (Asian Games) শুরুর দিনই খেলতে নামবেন সুনীল ছেত্রীরা (Sunil Chhetri)। গ্রুপ পর্বে তিনটি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। আয়োজক দেশ চিনের বিরুদ্ধেই প্রথম খেলতে নামবে ভারত। ১৯ সেপ্টেম্বর এশিয়ান গেমসের প্রথম দিনেই মুখোমুখি হবে দুই দেশ। ভারতীয় সময় বিকেল পাঁচটার সময়ে শুরু হবে খেলা। 

কী বললেন স্টিম্যাচ 

এশিয়ান গেমসের গ্রুপ পর্বে বাংলাদেশ এবং মায়ানমারেরর মতো গুরুত্বপূর্ণ দলের বিরুদ্ধে খেলতে হবে ভারতকে। তাই চিনের বিরুদ্ধে বেশ কয়েকজন ভারতীয় ফুটবলারকে বিশ্রাম দেওয়া হতে পারে। রতীয় ফুটবল দলের হেড স্যার ইগর স্টিম্যাচ বলেন, ‘চিনের বিরুদ্ধে ম্যাচটা নিয়ে আমার কোনও মাথাব্যথাই নেই। এই ম্যাচে যদি সন্দেশ ঝিংগান কিংবা সুনীল ছেত্রীর মতো ফুটবলারররা না খেলেন, তাহলে আশ্চর্য্য হওয়ার কিছু থাকবে না। আমি আপাতত বাংলাদেশ এবং মায়ানমার ম্যাচ নিয়েই সবথেকে বেশি চিন্তিত। চিনের এই ফুটবল দল খুব বেশিদিন খেলা শুরু করেনি। ওরা ভারতের বিরুদ্ধে ৪-৪-২ ছকে খেলতে নামবে। ওরা যথেষ্টই কঠিন দল হতে পারে, কিন্তু আমরা এই ম্যাচে নিজেদের সম্পূর্ণ শক্তি অপচয় করব না।’

কবে কাদের সঙ্গে খেলা

আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে এবং পরের রবিবার মায়ানমারের বিরুদ্ধে ভারত খেলতে নামবে। আসন্ন এশিয়ান গেমস জন্য তাঁর হাতে ফুটবলারদের যে চূড়ান্ত তালিকা এসেছে, তা নিয়েও খুব একটা খুশি নন স্টিম্যাচ। তিনি স্পষ্টই জানিয়ে দিলেন যে দলের সেন্ট্রাল মিডফিল্ড এবং ফুল ব্যাক ডিপার্টমেন্টে যথেষ্ট দুর্বলতা রয়েছে।

আরও পড়ুন: এশিয়া চ্যাম্পিয়ন ভারতীয় দলকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর! ম্যাচ সেরার পুরস্কার কাকে দিলেন সিরাজ?

ভারতীয় ফুটবল দল: গুরমিত সিং, ধীরাজ সিং মৈরাংথেম, সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, দীপক ট্যাংরি, অমরজিৎ সিং কিয়াম, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আবদুল রাবিহ আঞ্জুকান্দান, আয়ুষ দেব ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আজফার নুরানি, রহিম আলি, ভিঞ্চি বারেতো, সুনীল ছেত্রী, রোহিত দানু, গুরকিরাত সিং, অনিকেত যাদব।

সরাসরি দেখবেন: এশিয়ান গেমসের সব খেলা সম্প্রচার করা হবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে। সরাসরি টিভিতে দেখতে পাবেন সোনির স্পোর্টস চ্যানেলে (সোনি স্পোর্টস ১, সোনি স্পোর্টস ২, সোনি স্পোর্টস ৩, সোনি স্পোর্টস ৪, সোনি স্পোর্টস ৫)। 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share