মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে নতুন ঠিকানা বঙ্গ বিজেপির। ৬ মুরলিধর সেন লেন থেকে বিজেপি রাজ্য দফতরের নতুন ঠিকানা হতে চলেছে সল্টলেক সেক্টর ফাইভ। চলতি জানুয়ারি মাসের শেষর দিকে অথবা ফেব্রুয়ারি মাসের মধ্যেই বিজেপির নয়া অফিসের উদ্বোধন করা হবে বলে বিজেপি সূত্রের খবর। এখনও পর্যন্ত ঠিক আছে নিউটাউনে জমি কিনে ঝা চকচকে আধুনিক রাজ্য অফিস বানানোর আগে পর্যন্ত আপাতত সেক্টর ফাইভেই ভাড়া বাড়ি নিয়ে রাজ্য বিজেপি দফতর শুরু করা হবে।
স্মৃতি বিজড়িত পুরনো অফিস
বিজেপির রাজ্য দফতরের ঠিকানা বদলের পরিকল্পনা নতুন নয়। আসলে ৬ নম্বর মুরলীধর সেন লেনের (Murlidhar Sen Lane) পুরনো বাড়িতে জায়গার বড় অভাব। রাজ্য নেতাদের জন্য আলাদা আলাদা ঘর বরাদ্দ করতে সমস্যা হচ্ছে। তাছাড়া কেন্দ্রীয় নেতারা এলে তাঁদেরও পর্যাপ্ত স্থান দেওয়া যাচ্ছে না। হেভিওয়েট নেতারা রাজ্যে এলে তাঁদের যাবতীয় কাজকর্মের জন্য হয় কোনও হল ভাড়া নিতে হচ্ছে, না হলে হোটেলের ঘরেই কাজ সারতে হচ্ছে। তাই বহু স্মৃতি, বহু আড্ডাকে পিছনে ফেলে রেখে মুরলীধর সেন লেনের পুরনো দলীয় কার্যালয় ছাড়তে চলেছেন বঙ্গ বিজেপির নেতারা। মুরলীধর সেন লেনের বাড়ির সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে বিজেপির। ১৯২৫ সালে এই বাড়িটি ভাড়া নেয় জনসংঘ। তারপর জনতা পার্টি। এবার ভাড়া বাড়ি থেকে স্থায়ী ঠিকানার খোঁজে গেরুয়া শিবির। তবে মুরলীধর সেন লেনের বাড়িটি পুরোপুরি ছেড়ে দেওয়া হবে না। এটা হবে উত্তর কলকাতা জেলা বিজেপির দফতর।
আরও পড়ুন: বছরের প্রথমেই রাজ্যে আসছেন অমিত শাহ! জোড়া সভা বীরভূম ও আরামবাগে
জানা গিয়েছে, নিউটাউনে স্থায়ী ভবন তৈরি করার ইচ্ছা রয়েছে বঙ্গ বিজেপির। সেই মর্মে সঠিক জমি খোঁজার কাজও চলছে। তাই আপাতত সল্টলেক সেক্টর ফাইভে স্বাস্থ্য ভবনের কাছে নতুন অফিস ভাড়া নিচ্ছে বঙ্গ বিজেপি। আগামী, ১৫ জানুয়ারির পরই স্বাস্থ্য ভবনের পাশে ভাড়া নেওয়া ওই জায়গায় বিজেপির কার্যালয় স্থানান্তরিত হতে পারে। গত কয়েক বছর ধরেই বিজেপির কেন্দ্রীয় দল রাজ্যে একটি স্থায়ী ঠিকানা করার পরিকল্পনা করছিল। শুধু তাই নয়, জেলায় জেলায় স্থায়ী পার্টি অফিস তৈরিরও পরিকল্পনা করা হয়েছে। সেই মতো কিছু জায়গায় ইতিমধ্যেই তা হয়েছে। কিন্তু স্থায়ী ঠিকানা পেতে কিছুটা দেরি হবে বলেই আপাতত সল্টলেকে অস্থায়ী ঠিকানায় নিয়ে আসা হচ্ছে কার্যালয়।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply