Sukanta Majumdar: আহত পুলিশকর্তাকে ফোন করে খোঁজ নিলেন সুকান্ত, বললেন ‘‘উনিও তো মানুষ…’’

sukanta-majumder

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির নবান্ন অভিযানকে (BJP Nabanna Abhijan) কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড হয় মঙ্গলবার। গতকালের ঘটনায় বহু বিজেপি কর্মী আহত হয়েছেন। আহত হন ২২ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মীনাদেবী পুরোহিত। এছাড়াও গুরুতর আহত হয়েছেন এক  পুলিশকর্তা। গতকালের বিজেপির অভিযানে ডিউটিতে ছিলেন পুলিশ কর্তা দেবজিৎ চট্টোপাধ্যায়। সেই অভিযান চলাকালীন যে রণক্ষেত্রের সৃষ্টি হয়েছিল সেই সময়েই গুরুতর আহত হয়েছিলেন তিনি। আর তাঁর শারীরিক অবস্থার কথা জানতে খোঁজ নিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

তিনি বলেন, “খোঁজ নিই উনি কেমন আছেন। হাজার হোক উনিও তো মানুষ আমাদেরই মতন। কথা হল। খুব ভাল নেই বললেন উনি। একটু অসুবিধা আছে। কথা বলতে পারছেন স্পষ্টভাবে। আশা করি কয়েকদিনের মধ্যে ঠিক হয়ে যাবেন।” বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, তিনি বুধবার সকালেই পুলিশ কর্তাকে ফোন করেছেন ও তাঁর শারীরিক অবস্থা কেমন আছে, তার খোঁজ নিয়েছেন। ফলে সুকান্ত মজুমদারের এমন কাজে অনেকেই তাঁর প্রশংসা করেছেন। কারণ তিনি এমন পরিস্থিতিতে একজন মানুষ হয়ে একজনের মানুষের পাশে দাঁড়িয়েছেন ও মানবিকতার পরিচয় দিয়েছেন। গতকাল রাজ্যের বিরোধী দলের সঙ্গে পুলিশের ধস্তাধস্তিতে যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা সবকিছু ভুলে পুলিশকর্তার খোঁজ নেওয়াতে তাঁর প্রশংসা করা হয়েছে রাজনৈতিক মহলেও।

আরও পড়ুন:‘ ‘রাজ্যটাকে উত্তর কোরিয়া বানিয়ে দিয়েছেন ‘লেডি কিম’…’’, মমতাকে আক্রমণ শুভেন্দুর

প্রসঙ্গত, গতকালের ঘটনায় দেবজিৎ চট্টোপাধ্যায় সহ আরও বেশ কিছু পুলিশ কর্মী আহত হয়েছেন। দেবজিৎ বাবু মারাত্মকভাবে আহত হওয়ার পর তাঁকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন।

এছাড়া গতকাল বিজেপি কর্মীরাও আহত হয়েছেন। ফলে বুধবার আহত কর্মীদেরও দেখতে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি। কলকাতার দু’টি হাসপাতালে ভর্তি রয়েছেন আহত বিজেপি কর্মীরা। তাদের দেখতে দুপুর একটা নাগাদ বিশুদ্ধানন্দ হাসপাতাল এবং পরে মেডিক্যাল কলেজে যান তিনি। বিজেপি থেকে দাবি করা হয়েছে যে, পুলিশের মারে আহত হয়েছেন তাদের ১২৩৫ জন কর্মী। পুলিশের মারেই মাথা ফেটে যায় বিধায়ক মীনাদেবী পুরোহিতের।  

আরও পড়ুন: আলিপুরে শুভেন্দুকে প্রিজন ভ্যানে তুলল পুলিশ, আটক লকেট-রাহুলও

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share