Border Gavaskar Trophy: মেলবোর্নে ধরাশায়ী! অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পথে ভারত

GgBwX9xXIAA8ZIR

মাধ্যম নিউজ ডেস্ক: বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে ১৮৪ রানে পরাজিত ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) জয়ের স্বপ্নও শেষ। বিদায়ের ঘণ্টা বাজছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও। মেলবোর্ন টেস্ট জেতায় আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রায় উঠেই গেল অস্ট্রেলিয়া. আর, এই ম্যাচ হারায় পিসিটি কমে গেল টিম ইন্ডিয়ার। যার ফলে, ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল। 

লজ্জার হার রোহিতদের

মেলবোর্নে ভারতের জয়ের টার্গেট দাঁড়ায় ৩৩৪ রান। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৩২৯ রান তাড়া করেও জিতেছে ভারত। রান তাড়ায় ভারতের শুরুটাও ভালো হয়েছিল বলা যায়। যশস্বী এবং রোহিত শর্মা ধৈর্য ধরে ব্য়াটিং করছিলেন। মুহূর্তের ভুলে ছন্দপতন রোহিতের। লোকেশ রাহুলকেও সেই ওভারেই ফিরিয়ে ভারতের চাপ বাড়িয়েছিলেন প্যাট কামিন্স। যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দেন। মনে হয়েছিল, লম্বা ইনিংস খেলবেন। লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই মনোসংযোগে ব্যাঘাত বিরাটেরও। সেখান থেকেই ম্যাচটা যেন বেরিয়ে যায়। মাঝের সেশনটা উইকেটহীন হলেও চায়ের পর পন্থের উইকেট টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দ্রুত তিন উইকেট হারায় ভারত। এরপর পুরো ওভার টিকে থাকা কঠিন ছিল। যশস্বীর ফেরাটা যেন শেষ ধাপ। 

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা!

চলতি সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ৫ম টেস্ট হবে শুক্রবার, ৩ জানুয়ারি থেকে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ২-১ এর লিড নিয়েই সিডনিতে নিউ ইয়ার টেস্টে নামবে অস্ট্রেলিয়া। আর ভারতের সামনে একদিকে যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জটিল অঙ্ক, তেমনই বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) হাতছাড়া হওয়ারও আতঙ্ক। তবে মেলবোর্নে হারের পরও ক্ষীণ আশা রয়েছে ভারতের (India vs Australia)  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর। সেক্ষেত্রে সিডনিতে প্রথমে জিততে হবে, এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু টেস্টের সিরিজ খেলবে অস্ট্রলিয়া। সেই সিরিজে শ্রীলঙ্কা ১-০ বা ২-০ ব্যবধানে অজিদের হারিয়ে দেয় তবেই ভারত ফাইনালে জায়গা করে নেবে। যার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে জিতে পরের বছরে লর্ডসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share