Border Gavaskar Trophy: সবার আগে পারথে কিং কোহলি, দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন না রোহিত

u9dck71o_virat-kohli_625x300_11_November_24

মাধ্যম নিউজ ডেস্ক: সতীর্থদের ছাড়াই সবার আগে ডনের দেশে অনুশীলন শুরু করলেন কিং কোহলি। ফর্মে ফিরতে মরিয়া তিনি। গোটা বছরে মাত্র দুটো অর্ধশতরান। বাংলাদেশের পর নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজেও খারাপ পারফরম্য়ান্স। এবার সামনে বর্ডার-গাভাস্কর ট্রফি (Border Gavaskar Trophy)। প্রথম টেস্ট যেখানে হবে, সেই পার্থে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে পৌঁছে গিয়েছেন বিরাট কোহলি। রবিবার পারথে পৌঁছে সোমবারা থেকেই নিজের মতো করে ক্রিকেট চর্চা শুরু করেছেন কোহলি। অজি-ভূমে রানের খরা কাটানোই লক্ষ্য বিরাটের।

বিরাট-চর্চা

বিরাটের ব্যাটে বারুদ যে কোনও মুহূর্তে জ্বলে উঠতে পারে। সাম্প্রতিক সময়ে ব্যাটে রান না থাকলেও বিরাট সব সময়ই প্রতিপক্ষের মূল লক্ষ্য। ২০১১-২০২০ অবধি বিরাট কোহলি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সে দেশের মাটিতে ১৩টি ম্যাচ খেলেছেন। সেখানে ২৫টি ইনিংসে ১৩৫২ রান করেন বিরাট। রয়েছে ৬টি শতরান ও ৪টি অর্ধশতরান। অজি-ভূমে বিরাটের সর্বাধিক ইনিংস ১৬৯। এবার সেই ইনিংসকে ছাপিয়ে যেতে হবে কোহলিকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে হলে অস্ট্রেলিয়ায় ভালো ফল করতেই হবে বিরাটদের। 

প্রথম ম্যাচে নেই রোহিত!

ইতিমধ্যেই অস্ট্রেলিয়ায় পৌঁছে গিয়েছে ভারতীয় দল। দলের সঙ্গে যাননি শুধু এক জনই। তিনি অধিনায়ক রোহিত শর্মা। পারিবারিক কারণে কিছুদিন ছুটি চেয়েছিলেন রোহিত। কোচ গৌতম গম্ভীরও নিশ্চত নন অধিনায়াককে কবে থেকে পাওয়া যাবে, সেই বিষয়ে। তিনি শুধু এটা জানিয়েছেন, প্রথম টেস্টে রোহিত যদি খেলতে না পারেন, তা হলে অধিনায়কত্ব করবেন যশপ্রীত বুমরা। সেক্ষেত্রে যশস্বীর সঙ্গে ওপেন করবেন কে এল রাহুল অথবা অভিমুন্য ঈশ্বরণ। মঙ্গলবার থেকেই ভারতীয় দলের অনুশীলন শুরু করার কথা। আগামী ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাস্কর ট্রফি। প্রথম টেস্ট পারথে। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share