SC on Bail Petition: জামিন নিয়ে নয়া আইন! জানুন কী বলল সুপ্রিম কোর্ট

supremejpg_f

মাধ্যম নিউজ ডেস্ক: ভরে যাচ্ছে জেল! বন্দিদের জামিন নিয়ে নতুন বিধি ( new Act on bails) আনতে কেন্দ্রের (Central Government) কাছে আহ্বান জানালো শীর্ষ আদালত।  কোনও দিনও যেন দেশ ‘পুলিশ স্টেট’ হয়ে না যায়! এই বার্তা দিয়েই জামিনের বিধি নিয়ে বক্তব্য রাখল সুপ্রিম কোর্ট (Supreme Court)। কেন্দ্রীয় সরকার যাতে জামিনের আইন নিয়ে নতুন করে ভাবনা চিন্তা করে তার আর্জি জানানো হয়েছে। শীর্ষ আদালতের তরফে, অপরাধীদের সুবিচারের দিকটিও বিবেচনা করার কথা বলা হয়েছে।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে জামিন অল্ট নিউজের মহম্মদ জুবেরের, দিল্লি মামলায় থাকতে হচ্ছে জেলেই

একটি মামলার রায়দানের সময় সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কৌল, এমএম সুন্দরেশ দুঃখের সুরে জানিয়েছেন, দেশে সমস্ত জেল ভর্তি হয়ে যাচ্ছে। আইন ভাঙার দায়ে গ্রেফতার হচ্ছে বিপুল সংখ্যক মানুষ। একথা সরকারকে মাথায় রাখতে হবে।  যাতে দেশে অকারণে গ্রেফতারি এড়ানো যায়, সে বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করতে হবে আইনসভায়। বিশেষত যে সমস্ত আইনে সর্বোচ্চ শাস্তি সাত বছর পর্যন্ত জেল রয়েছে, তার ক্ষেত্রে বিধি-সরলীকরণ করা উচিত। তাঁদের মতে দেশের বিভিন্ন আদালতে ‘নেতিবাচক’ ভাবে জামিনের আবেদনের শুনানি হয়। যা কখনওই কাম্য নয়। এভাবে চলতে থাকলে দেশ একদিন ‘পুলিশ স্টেট’ হয়ে যাবে।

আরও পড়ুন: আম্বানিদের কেন জেড প্লাস নিরাপত্তা? ত্রিপুরা হাইকোর্টের নির্দেশে সুপ্রিম-স্থগিতদেশ

প্রসঙ্গত, দেশে যখন মহম্মদ জুবেরের (Mohammed Zubair) গ্রেফতারি সহ একাধিক ঘটনা ঘটছে, তখন সুপ্রিম কোর্টের এই বক্তব্য বেশ প্রাসঙ্গিক বলে মনে করা হচ্ছে। আদালতের তরফে বলা হয়েছে, অপরাধমূলক ঘটনায় দেশে ‘দোষী’র সংখ্যা খুবই অল্প। নানা মামলায় ‘অভিযুক্ত’ এর সংখ্যা অনেক বেশি। তাই জামিন সংক্রান্ত বিষয়ে কঠোর এবং সুচিন্তিত মতামত নিতে হবে, বলে মনে করে শীর্ষ আদালত। দেশের সমস্ত কোর্টে অপরাধ নিয়ে সমানভাবে পদক্ষেপ করার কথাও বলা হয়েছে। 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share