Sensex: সপ্তাহান্তে রক্তাক্ত শেয়ার বাজার! সেনসেক্স পড়ল প্রায় ১১০০ পয়েন্ট, পতন নিফটিতেও

share_market_1

মাধ্যম নিউজ ডেস্ক: ফের পতন সেনসেক্সের (Sensex)। পতন হয়েছে নিফটিরও (Nifty) । আজ শুক্রবার সেনসেক্স পড়েছে ১১০০ পয়েন্টের কাছাকাছি। এই সময় সীমায় নিফটির পতন হয়েছে প্রায় ৩৫০ পয়েন্ট। এদিন বাজার বন্ধ হওয়ার সময় বম্বে স্টক এক্সচেঢঞ্জের সূচক শেষ হয় ৫৮,৮৪০ পয়েন্ট। গতকালের তুলনায় যা ১.৮২ শতাংশ নীচে। একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক বন্ধ হয়েছে ১৭,৫৩০ পয়েন্টে। গতকালের তুলনায় ১.৯৪ শতাংশ নীচে। 

শেয়ার বাজারের বিশ্লেষকদের মতে, পতনের ইঙ্গিত মিলেছিল আগেই। শুক্রবার ডোমেস্টিক মার্কেট সেই ইঙ্গিতই দিচ্ছিল। ভারতের এই শেয়ার বাজারে বিশ্ব অর্থনীতির প্রভাবও কম নয়। আমাদের দেশে যেমন রিজার্ভ ব্যাংক, তেমনি আমেরিকার সর্বোচ্চ ব্যাংক ফেডারেল রিজার্ভ। এই ব্যাংক বিশ্ব অর্থনীতির অন্যতম মূল চালিকা শক্তি। সম্প্রতি এই ব্যাংক এত দ্রুত রেট বাড়িয়ে দিয়েছে যে, বলা হচ্ছে যে গত কয়েক দশকে এমনটা হয়নি। তার প্রভাবও পড়েছে ভারতে। ঘটনার জেরে মার্কিন অর্থনীতিও মুখোমুখি হতে পারে তীব্র আর্থিক মন্দার। 

জানা গিয়েছে, ফেডারেল রিজার্ভ টার্মিনাল ফেড রেট বৃদ্ধি করেছে ৪.২৫ শতাংশ হারে। তার জোরালো প্রভাব পড়েছে ইক্যুইটির ওপর। শেয়ার বাজার বিশেষজ্ঞদের মতে, বিশ্বজনীন এই ট্রেন্ডের প্রভাব এড়াতে পারেনি ভারতীয় অর্থনীতিও। বাজার বিশেষজ্ঞদের মতে, বিনিয়োগকারীদের এখন অপেক্ষা এবং পরিস্থিতির ওপর নজর রাখা ছাড়া কিছু করার নেই। সেপ্টেম্বরের ২১ তারিখে বৈঠকে বসছেন ফেডারেল ব্যাংকের কর্তারা। সেই পর্যন্ত অপেক্ষা করাই শ্রেয়। ঘটনার জেরে কেবল ভারত নয়, জাপান, সিঙ্গাপুর সহ বিভিন্ন এশীয় শেয়ার বাজারে পতন দেখা দিয়েছে। 

আরও পড়ুন : ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

ইনফোসিস, টিসিএস, এইচসিএল টেক, টেক মাহিন্দ্রা এবং উইপ্রোর মতো আইটি সংস্থার শেয়ারের দর পড়েছে। স্বাভাবিকভাবেই এই সব সংস্থার শেয়ারে যাঁরা বিনিয়োগ করেছিলেন, তাঁরা আপাতত সিঁদুরে মেঘ দেখছেন। দিন কয়েক আগেও এই সংস্থাগুলির শেয়ার বাজারে দর ছিল চড়া। এখন তা একলপ্তে কমে গিয়েছে অনেকখানি। 

ভারতের রিজার্ভ ব্যাংক ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রেপো রেট (Repo Rate) রেখেছিল ৫.৯০ শতাংশ। বাজার বিশ্লেষকদের মতে, যদি মুদ্রাস্ফীতি চলতে থাকে, তাহলে আমরা বিশ্বাস করি রিজার্ভ ব্যাংক ডিসেম্বরে ফের রেপো রেট বাড়াবে। তার পরেই ফের ঘুরে দাঁড়াবে শেয়ার বাজার।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share