BSF: বিএসএফের গুলিতে খতম দুই বাংলাদেশি পাচারকারী

bsf_f

মাধ্যম নিউজ ডেস্ক: কোচবিহারের কৈমারী (Kaimari in Coochbehar) সীমান্তে বিএসএফের (BSF) গুলিতে মৃত্যু হল দুই বাংলাদেশী পাচারকারীর। বুধবার রাত সাড়ে সাতটা নাগাদ বিএসএফের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, গতকাল গভীর রাতে সংশ্লিষ্ট সীমান্তে ১৫ থেকে ২০ জনের ভারত ও বাংলাদেশী যৌথ একটি পাচারকারী দল সীমান্তে গরু পাচার করছিল। সেই সময় বিএসএফের ৭৫ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা তাদের বাধা দিলে পাল্টা পাচারকারীরা আক্রমণের চেষ্টা করে। এরপর পাচারকারীদের ছত্রভঙ্গ করতে বিএসএফ জওয়ান দুটি স্ট্যান্ড গ্রেনেড নিক্ষেপ করে। এরপরেও বাংলাদেশী পাচারকারীরা ভারতীয় পাচারকারীদের সহযোগিতায় বিএসএফদের লক্ষ্য করে গুলি চালায়। এর পাশপাশি ধারালো অস্ত্র, আগ্নেয়াস্ত্র এবং বাঁশের লাঠি নিয়ে কর্তব্যরত বিএসএফ জওয়ানকে ঘিরে ফেলে।  

গুলি চালাতে বাধ্য হন বিএসএফ জওয়ানরা

জীবনের ঝুঁকিতে আত্মরক্ষায় বিএসএফ জওয়ানরা পাচারকারীদের লক্ষ্য করে গুলি চালান। সেই ঘটনায় দুজন বাংলাদেশী গুলিতে প্রথমে আহত হন এবং তাদের পাচারকারীরা বাংলাদেশে নিয়ে যায় সেখানেই তাদের মৃত্যু হয়। এমনটাই বিএসএফ সূত্রে খবর। এবং বাকি পাচারকারীরা পালিয়ে যায়। গুলিবিদ্ধ হওয়ার পরে বাংলাদেশের সীমান্তের ভেতরেই ওই দুজন মারা গেছেন বলেও জানতে পেরেছেন বিএসএফ জওয়ানরা।   
 
আরও পড়ুন: দক্ষিণ ২৪ পরগনায় প্রাথমিকে ২০০৯ প্যানেলের ১৬৩২ জনকে নিয়োগের নির্দেশ হাইকোর্টের    
 
 
এই ঘটনায় এক বিএসএফ জওয়ানও আহত হয়েছেন বলে বিএসএফ ৭৫ নম্বর ব্যাটেলিয়ান সূত্রে জানা গিয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। এই ঘটনার পরে বিএসএফের তরফে জানানো হয়েছে সীমান্তে পাচারকারীদের পাচার রুখতে আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে বিএসএফ। পাচারকারীরা বেশিরভাগ সময়েই সঙ্ঘবদ্ধ হয়। সংখ্যাতেও অনেক বেশি থাকে। অন্যদিকে সীমান্ত রক্ষী মোতায়েন করা হয় বেশ কিছুটা দূরে দূরে, একেকজন করে। তাই সঙ্ঘবদ্ধ আক্রমণের শিকারও হন বিএসএফ সদস্যরা। এধরণের ঘটনায় বিএসএফ সদস্যরাও আহত হন এবং মৃত্যুও হয়েছে অনেকের। 
 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
 
 
 
 

     

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share