Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Pakistan Economic Crisis: এক লিটার দুধ বিকোচ্ছে ২১০ টাকায়! ভয়ঙ্কর আর্থিক সংকটে পাকিস্তান

    Pakistan Economic Crisis: এক লিটার দুধ বিকোচ্ছে ২১০ টাকায়! ভয়ঙ্কর আর্থিক সংকটে পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: মুখ থুবড়ে পড়েছে পাকিস্তানের অর্থনীতি (Pakistan Economic Crisis)। অবশেষে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সামনে মাথা নত করেছে শেহবাজ শরিফ সরকার। এর আগে আইএমএফের সঙ্গে আলোচনায় কোনও শর্ত মানতে নারাজ ছিলেন শেহবাজ সরকার। কিন্তু এখন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি দল পাকিস্তান ছাড়ার সঙ্গে সঙ্গে প্রতিটি শর্ত মেনে নিয়েছে পাকিস্তান সরকার।   

    রবিবার কেন্দ্রীয় মন্ত্রীসভা বিদ্যুতের ভর্তুকি বাতিল করেছে। ব্যাপকহারে বেড়েছে বিদ্যুতের দাম (Pakistan Economic Crisis)। আইএমএফ বিদ্যুৎসহ বিভিন্ন ভর্তুকি প্রত্যাহার করার শর্ত দিয়েছিল। আইএমএফকে সন্তুষ্ট করতেই পাকিস্তানের মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছে ওয়াকিবহালমহল।

    আকাশছোঁয়া দাম  

    বিদ্যুতে ভর্তুকি বাতিল করার ফলে পাকিস্তানি (Pakistan Economic Crisis) শিল্পের ওপর চাপ বাড়বে বলে মনে করা হচ্ছে। শুধু বিদ্যুতের দামই নয়। চড়া দামে বিকোচ্ছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যও। প্রতি লিটার দুধের দাম ২১০ টাকা ছাড়িয়েছে। গত দুই দিনে পাকিস্তানে মুরগির দাম বেড়েছে ৩০-৪০ টাকা। ফেব্রুয়ারির শুরুতে মুরগির দর ছিল ৩৯০-৪৪০ টাকা প্রতি কেজি। জানুয়ারিতে সেই দাম ছিল প্রায় ৩৮০-৪২০ টাকা। কিন্তু এখন মুরগি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৭০০ থেকে ৭৮০ টাকায়। অন্য দিকে, মুরগির বোনলেস পিস ১১০০ টাকা কেজি।

    আরও পড়ুন: মহিলা ক্রিকেটারদের নিলামেও বাজিমাত বাংলার রিচা-তিতাসদের, কে পেল কোন দল?

    চা পাতার দামও ব্যাপক বেড়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে এক কেজি চায়ের দাম বেড়েছে ৫০০ টাকা। পাকিস্তানে (Pakistan Economic Crisis) সাধারণ চা পাতার দাম কেজি প্রতি ১৬০০ টাকা বেড়েছে। কারণ সরবরাহ নেই বললেই চলে। অন্য দেশ থেকে আমদানি করা চা পাতার চালান বন্দরে আটকে রয়েছে, কারণ পাকিস্তান সরকার দাম দিতে পারেনি।     

    পাকিস্তানের বৈদেশিক মুদ্রাভাণ্ডার প্রায় শূন্য। বৈদেশিক মুদ্রা ভাণ্ডারের (Pakistan Economic Crisis) দেখভালের দায়িত্বে রয়েছে প্রধান রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অব পাকিস্তান। বিশেষজ্ঞদের মতে, স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের কাছে গচ্ছিত বিদেশি মুদ্রায় আর কয়েকটা দিনই চলতে পারে পাকিস্তান। ১০ দিনের আলোচনার পরও ত্রাণ তহবিল দেওয়ার বিষয়ে স্পষ্ট কোনো সিদ্ধান্ত নিতে পারেনি আইএমএফ।

    সংবাদমাধ্যম সূত্রে খবর, দেশের অর্থনীতিকে (Pakistan Economic Crisis) পতনের মুখ থেকে বাঁচাতে আইএমএফের কাছে বেলআউট চেয়েছিল পাকিস্তান। কিন্তু ১০ দিনের আলোচনার পরও সমাধান মেলেনি। আইএমএফ- এর পর্যবেক্ষণ, পাকিস্তানের রাজস্ব ঘাটতি এবং রাজস্বের মধ্যে বড়ো পার্থক্য রয়েছে। অন্য দিকে পাকিস্তানের অর্থসচিব হামিদ শেখ বলেছেন যে,  বৈদেশিক মুদ্রাভাণ্ডার শূন্য হওয়ার বিষয়ে আইএমএফের সঙ্গে ইতিমধ্যে একটি চুক্তি করা হয়েছে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

      

  • Pravakaran: রাজীব গান্ধী হত্যায় যুক্ত প্রভাকরণ জীবিত! নয়া দাবি ঘিরে চাঞ্চল্য

    Pravakaran: রাজীব গান্ধী হত্যায় যুক্ত প্রভাকরণ জীবিত! নয়া দাবি ঘিরে চাঞ্চল্য

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘তামিল টাইগার্স’-র (LTTE Chief) প্রাক্তন প্রধান ভেলুপিল্লাই প্রভাকরণ (Prabhakaran)জীবিত বলে খবর। তামিল ন্যাশনালিস্ট মুভমেন্টের নেতা পি নেদুমারান (P Nedumaran) সোমবার সাংবাদিকদের সামনে দাবি করেছেন, বহাল তবিয়তে রয়েছে  প্রভাকরণ। এমনকি পরিবারের সঙ্গে যোগাযোগও রয়েছে তার। উপযুক্ত সময় মতো সে প্রকাশ্যেও আসবে।

    প্রভাকরণ জীবিত

    প্রসঙ্গত, ২০০৯ সালে শ্রীলঙ্কার সেনাবাহিনীর সঙ্গে গুলি লড়াইয়ে মৃত্যু হয়েছিল প্রভাকরণের। উত্তর শ্রীলঙ্কার মুল্লিভায়াকালের জঙ্গল থেকে উদ্ধার হয় তাঁর দেহ। সেই সময় তাঁর দেহ প্রকাশ্যে আনে তৎকালীন শ্রীলঙ্কা সরকার। মৃতদেহটি সনাক্ত করেছিলেন তৎকালীন আরেক এলটিটিই নেতা করুণা আম্মান। প্রভাকরণের জীবিত থাকার দাবি এই প্রথম নয়। বেশ কয়েক বছর আগেও LTTE প্রধান জীবিত আছেন বলে দাবি করেছিলেন শ্রীলঙ্কার একজন তামিল জাতীয়তাবাদী নেতা। 

    আরও পড়ুন: ‘পার্থ’-কে টাকা দিয়েও মেলেনি চাকরি! আত্মহত্যা যুবকের, সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    রাজীব গান্ধী হত্যার সঙ্গে যুক্ত

    শ্রীলঙ্কার বর্তমান অগ্নিগর্ভ পরিস্থিতি। এটিই প্রভাকরণের ‘অন্তরাল’ ভেঙে সামনে আসার আদর্শ সময়, জানিয়েছেন বর্ষীয়ান নেদুমারান। তবে কখন কী ভাবে সে প্রকাশ্যে আসবে, সেটা স্পষ্ট নয়। যদিও একটি বিষয় নিয়ে ধন্দ নেই বর্ষীয়ান নেতার। ‘তামিল এলম’ তৈরির ব্যাপারে বিশদ পরিকল্পনা তৈরি প্রভাকরণের। উল্লেখ্য, বেশ কয়েকজন তামিল জাতীয়তাবাদী নেতা আজও মনে করেন যে ২০০৯ সালে শ্রীলঙ্কা সেনার সঙ্গে সংঘর্ষে প্রভাকরণে মৃত্যুর খবর বিশ্বাসযোগ্য নয়। এলটিটিই প্রধান সংঘর্ষ চলাকালীন পালিয়ে বেঁচেছেন বলে মনে করেন তাঁরা। ১৯৫৪ সালে ২৬ নভেম্বর শ্রীলঙ্কার জাফনার উত্তরে অবস্থিত ভেলভেত্তিয়াথুরাই-তে জন্ম মৃত LTTE প্রধান ভেনুপিল্লাই প্রভাকরণের। তামিলদের প্রতি শ্রীলঙ্কার সংখ্যাগরিষ্ঠ সিংহলিদের বৈষম্য দেখে ক্ষুব্ধ হয়ে ওঠেন। তামিলদের অধিকার রক্ষায় তৈরি করেছিলেন লিবারেশন টাইগার্স অফ তামিল ইলম (LTTE)।  ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী হত্যা ঘটনায় প্রভাকরণের এলটিটিই-র হাত ছিল বলে অভিযোগ উঠেছিল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে চলছে দেদার লুটপাট, গ্রেফতার ৪৮

    Turkey Earthquake: ভূমিকম্প বিধ্বস্ত তুরস্কে চলছে দেদার লুটপাট, গ্রেফতার ৪৮

    মাধ্যম নিউজ ডেস্ক: সোমবার ভোরে ভয়ঙ্কর ভূমিকম্পে (Turkey Earthquake) কেঁপে ওঠে তুরস্ক। প্রভাব পড়ে সিরিয়াতেও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৮। দুই দেশ মিলিয়ে এখনও পর্যন্ত প্রায় ৩৪ হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। চারিদিকে শুধুই হাহাকার। আর এর মাঝেই এক অমানবিক ঘটনার সাক্ষী হল তুরস্ক। আর এরই মধ্যে চলছে দেদার লুটতরাজ। বিপর্যন্ত মানুষদের বোকা বানিয়ে জালিয়াতি এবং চুরির অভিযোগে গত ৬ দিনে মোট ৪৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।      

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ হাতায় লুটতরাজের (Turkey Earthquake) অভিযোগে ৪২ জনকে গ্রেফতার করেছে তুরস্ক পুলিশ। অন্যদিকে গাজিয়ানটেপ এলাকায় এক ব্যক্তিকে ফোনের মাধ্যমে প্রতারণা করার চেষ্টার অভিযোগে আটক করা হয়েছে আরও ৬ জনকে।   

    সোমবারের ভূমিকম্পের পর দক্ষিণ-পূর্ব তুরস্কের দশটি এলাকায় আগামী তিন মাসের জন্য জরুরি অবস্থা জারি করেছেন প্রেসিডেন্ট তায়ইপ এর্দোগান। এই অবস্থায় লুঠতরাজের অভিযোগে ৭ দিনের জন্যে আটক করা হয়েছে অভিযুক্তদের।

    শনিবার ডিয়ারবাকির প্রদেশে ভূমিকম্প পরবর্তী অবস্থা পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট (Turkey Earthquake)। সেদিনই তিনি সাফ বলেন, লুঠতরাজের ঘটনা কড়া হাতে দমন করা হবে। তিনি আরও জানান, ইতিমধ্যেই জরুরি অবস্থা জারি করা হয়েছে যার অর্থ হল, লুঠপাট এবং অপহরণের সঙ্গে জড়িতদের জানা উচিত, রাষ্ট্র এই ধরনের অপরাধ কোনওভাবেই বরদাস্ত করবে না।

    আরও পড়ুন: ‘পার্থ’-কে টাকা দিয়েও মেলেনি চাকরি! আত্মহত্যা যুবকের, সিবিআই-নির্দেশ হাইকোর্টের

    আফটারশক 

    এখনও বার বার আফটার শকে কেঁপে উঠছে তুরস্ক। গত রবিবারও এমনই ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক (Turkey Earthquake)। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৭। ভূমিকম্পে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তুরস্কের শহর কাহরামানমারাস৷ এর পাশাপাশি আদিয়ামান, মালাটিয়া, দিয়ারবাকির শহরগুলিতেও ক্ষয়ক্ষতির ছবি সামনে এসেছে৷

    পৃথিবীর ভূমিকম্প প্রবণ অঞ্চলগুলির মধ্যে অন্যতম তুরস্ক৷ গত একশো বছরে এই অঞ্চলে এটিই অন্যতম ভয়াবহ ভূমিকম্প (Turkey Earthquake) বলে দাবি করা হচ্ছে৷ ১৯৯৯ সালে এই তুরস্কেই ভয়াবহ ভূমিকম্পে প্রায় ১৭ হাজার মানুষ প্রাণ হারান৷ তার মধ্যে ইস্তানবুলেই ১০০০ মানুষের মৃত্যু হয়৷ ২০২০ সালেও তুরস্কে দু’টি বড় ভূমিকম্পে শতাধিক মানুষের মৃত্যু হয়৷

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Russia Ukraine: ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাল রাশিয়া, বিদ্যুৎ বিপর্যয়

    Russia Ukraine: ইউক্রেনের বিভিন্ন শহরে ব্যাপক মিসাইল হামলা চালাল রাশিয়া, বিদ্যুৎ বিপর্যয়

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় এক বছর হতে চলল বন্ধ হয়নি রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধ। এবার ইউক্রেনে মরিয়া আক্রমণ চালাল রাশিয়া। জানা গিয়েছে, শুক্রবার দিনভর ইউক্রেনে তুমুল মিসাইল আক্রমণ চালাল ভ্লাদিমির পুতিনের দেশ। এদিন বেশ কয়েক ডজন রকেট, ক্রুজ মিশাইল এবং কামিকাজে ড্রোন দিয়ে চালানো হয় হামলা। ইউক্রেনের আধিকারিকরা জানান, এদিন হামলা চালানো হয়েছে রাজধানী কিভেও। আর দু সপ্তাহ পরেই রাশিয়া ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তি হবে। তার ঠিক আগেই ইউক্রেনে ব্যাপক হামলা চালাল মস্কো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেন, পুরো আক্রমণ পর্বে রাশিয়া অন্তত ৭০টি মিশাইল ছুড়েছে। তারা বেছে বেছে নাগরিক ও পরিকাঠামোর ওপর আঘাত করছে।

    হামলা…

    তিনি বলেন, দুর্ভাগ্যবশতঃ ওরা আঘাত করছে। দুর্ভাগ্যবশতঃ হামলার শিকার হচ্ছেন আমাদের দেশের অনেকে। তাঁদের আত্মীয়-স্বজনকে সান্ত্বনা জানানোর ভাষা আমার নেই। কিভের মেয়র ভিটালি ক্লিটসচকো সোশ্যাল মিডিয়ায় জানান, রাজধানী কিভের ওপর ১০টি মিসাইল (Russia Ukraine) ছোড়া হয়েছে। ইউক্রেনের খারকিভ ওব্লাস্ট শহরের রাজ্যপাল বলেন, হামলায় অন্তত আটজন সাধারণ মানুষ জখম হয়েছেন। এঁদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি জানান, খারকিভে এদিন অন্তত ১২টি রকেট হানা হয়েছে। প্রসঙ্গত, খারকিভ হল ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর। তিনি জানান, রাশিয়ার হামলার জেরে বিদ্যুৎ বিপর্যয় হয়েছে। খারকিভের প্রায় দেড় লক্ষ মানুষ শুক্রবার সকাল থেকে বিদ্যুতের অভাবে নিদারুণ দুর্ভোগ ভোগ করছে। জাপোরিঝাঝিয়া শহরের মেয়র আনাতোল্লি কুর্তিয়েভ বলেন, বিপুল সংখ্যক রকেট হানার ঘটনায় শহরের বিস্তীর্ণ অংশের মানুষ বিদ্যুৎ বিপর্যয়ের শিকার।

    আরও পড়ুুন: কানাডার আকাশে ওড়া ‘রহস্যময় বস্তু’ গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট

    যদিও এই হামলায় জখম হওয়ার কোনও খবর মেলেনি। রাশিয়া ইউক্রেনের (Russia Ukraine) পূর্ব ডনেস্ক শহরে ব্যাপক হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের অভিযোগ, দুটো রাশিয়ান ক্রুজ মিশাইল শুক্রবার ইউক্রেনের বর্ডার অতিক্রম করেছে। রোমানিয়ান এয়ারস্পেসে  গিয়ে পরে ফের ইউক্রেনে ফিরে এসেছে। যদিও ন্যাটোর সদস্য রোমানিয়া এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, তাদের দেশের বর্ডারের ২২ মাইলের মধ্যে চলে এসেছিল রাশিয়ান মিশাইল, যদিও এয়ারস্পেস অতিক্রম করেনি। তবে মলদোভার বিদেশ মন্ত্রক জানিয়েছে, রাশিয়ান মিশাইল তাদের এয়ারস্পেস অতিক্রম করেছে। প্রসঙ্গত, গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের ওপর রাশিয়া হামলা চালায় বলে অভিযোগ।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Turkey Earthquake: ১২৮ ঘণ্টার লড়াইয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তুরস্কের ২ মাসের ‘বিস্ময় শিশু’

    Turkey Earthquake: ১২৮ ঘণ্টার লড়াইয়ে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার তুরস্কের ২ মাসের ‘বিস্ময় শিশু’

    মাধ্যম নিউজ ডেস্ক: গত ৬ ফেব্রুয়ারি শতাব্দীর সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্পের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তুরস্ক (Turkey Earthquake) এবং সিরিয়া। তুরস্কের দক্ষিণ ও মধ্যাঞ্চলে প্রায় ছয় হাজার বাড়ি ভেঙে পড়েছে। বড় ভূমিকম্পের পর শতাধিক ছোট ছোট কম্পন অনুভূত হয় সে দেশে। ভূমিকম্পে এখন পর্যন্ত তুরস্ক ও সিরিয়ায় মৃত্যু হয়েছে ২৮ হাজারের বেশি মানুষের। 

    এ নিয়ে দুই দেশে শোকের পরিবেশের মধ্যেও পাওয়া যাচ্ছে অলৌকিকভাবে বেঁচে থাকার খবর। তেমনই একটি ঘটনা ঘটেছে তুরস্কের (Turkey Earthquake) দক্ষিণে অবস্থিত হাতাইয়ে। এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, সে দেশে ধসে পড়া এক বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে ১২৮ ঘণ্টা পর দু মাসের জীবিত শিশুকে উদ্ধার করা হয়েছে। তাকে উদ্ধারের সঙ্গে সঙ্গে হাত তালি এবং উল্লাসে ফেটে পড়েন উপস্থিত উদ্ধারকর্মী এবং প্রত্যক্ষদর্শীরা।

    জারি রয়েছে উদ্ধারকাজ 

    প্রচণ্ড শীত উপেক্ষা করেও তুরস্কে (Turkey Earthquake) ভূমিকম্পের পাঁচ দিন পর শনিবার অনেককে জীবিত উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সে দেশের সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়, শনিবার উদ্ধার হওয়া লোকজনের মধ্যে দুই বছরের শিশু, ছয় মাসের অন্তঃসত্ত্বা ও ৭০ বছরের বৃদ্ধাও রয়েছেন।   

    তুরস্ক ও পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় আঘাত হানা ভুমিকম্পটির, রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৮। এই ভূমিকম্পকে সবচেয়ে প্রাণঘাতী বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। ২০০৩ সালে ইরানে এক ভূমিকম্পে প্রাণ গিয়েছিল ৩১ হাজার মানুষের।

    আরও পড়ুন: কানাডার আকাশে ওড়া ‘রহস্যময় বস্তু’ গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট

    এই ভূমিকম্পের কারণে কেবল তুরস্কেই (Turkey Earthquake) মৃত্যু হয়েছে ২১ হাজার ৮৪৮ জনের। শনিবার, ১১ ফেব্রুয়ারি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শকালে এ তথ্য নিশ্চিত করেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আর সিরিয়ায় প্রাণ গিয়েছে সাড়ে ৩ হাজারের বেশি মানুষের।

    বলা হচ্ছে, আগামী কয়েক দিনে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৫০ হাজার। ২০০৩ সালে ইরানে ভূমিকম্পের বলি হয়েছিলেন ৩১ হাজার মানুষ। অনেকের মতে, সেই নজিরও ভেঙে দিতে চলেছে তুরস্ক এবং সিরিয়া।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • US Jet: কানাডার আকাশে ওড়া ‘রহস্যময় বস্তু’ গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট

    US Jet: কানাডার আকাশে ওড়া ‘রহস্যময় বস্তু’ গুলি করে নামাল মার্কিন ফাইটার জেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কানাডার আকাশে ওড়া ‘অজ্ঞাত বস্তু’ গুলি করে নামাল কানাডা-মার্কিন সেনা (US Jet)। এর একদিন আগেই আলাস্কাতে একটি অজ্ঞাত বস্তু গুলি করে নামিয়েছিল আমেরিকা। এই নিয়ে এটি দ্বিতীয় ঘটনা। এই ঘটনার সঙ্গে কারা জড়িত এখনও তা জানা যায়নি। তবে জানানো হয়েছে, কানাডা এবং আমেরিকা এফ-২২ যুদ্ধবিমান উড়িয়ে অজ্ঞাত বস্তুটিকে গুলি করিয়ে নামায়। কানাডার প্রধানমন্ত্রী নিজে এই অজ্ঞাত বস্তু গুলি করার নির্দেশ দিয়েছিলেন।

    কী জানা গেল? 

    উল্লেখ্য, এর আগে আমেরিকার আকাশে উড়তে দেখা গিয়েছিল একটি চিনা বেলুনকে। মিসাইল ছুড়ে সেই বেলুনকে নামায় মার্কিন সেনা (US Jet)। সেই বেলুন নিয়ে চাঞ্চল্যকর দাবি করে এক রিপোর্টে বলা হয়েছিল, ভারত ও জাপান-সহ বেশ কয়েকটি দেশকে নিশানা করেছে চিনের এই ‘গুপ্তচর’ বেলুন। এই আবহে ৪০টি ‘বন্ধুরাষ্ট্র’কে সতর্ক করেছিল আমেরিকা। প্রথম থেকেই অভিযোগ ছিল, হোয়াইট হাউজের গোপন তথ্য জানতে হানা দিচ্ছে চিনের গুপ্তচর বেলুন। আমেরিকার পর পর লাতিন আমেরিকার আকাশেও দেখা গিয়েছিল সেই বেলুনটি। এই পরিস্থিতিতে চিনের সঙ্গে সম্পর্ক তলানিতে ঠেকেছে আমেরিকার। সেক্রেটারি অ্যান্টনি ব্লিনকেন তাঁর চিন সফর বাতিল করেছেন।

    একটি টুইট করেন কানাডার (US Jet) প্রধানমন্ত্রী। ট্যুইটে ট্রুডো লেখেন, ‘‘কানাডার আকাশে একটি অপরিচিত বস্তু উড়তে দেখে আমি সঙ্গে সঙ্গে গুলি করে নামানোর নির্দেশ দিয়েছি। নোরাড কমান্ড ওই বস্তু গুলি করে নামিয়েছে। কানাডা এবং আমেরিকার যৌথ প্রচেষ্টায় এই অভিযান সফল হয়েছে।’’ 

    আরও পড়ুন: জটে জমি আটকে রেল-৪: থমকে রয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ৪ প্রকল্প

    জানা গেছে, এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের (US Jet) সঙ্গেও কথা হয়েছে ট্রুডোর। এমনকী কানাডার প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রীও বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। দু’দেশের রাষ্ট্রপ্রধানরা এই বিষয়ে একসঙ্গে দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন।

    প্রসঙ্গত, শুক্রবার প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে আলাস্কার (US Jet) উত্তর উপকূলের কাছে প্রায় ৪০,০০০ ফুট উচ্চতায় একটি ছোট গাড়ির আকারের উড়ন্ত বস্তুকে একটি মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার জানান, বৃহস্পতিবার আমেরিকার আকাশসীমায় এই বস্তুটি প্রথম দেখা যায়। এটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Pakistan: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    Pakistan: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    মাধ্যম নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF) থেকে এ পর্যন্ত ১৪ বার ঋণ নিয়েছে পাকিস্তান (Pakistan)। তবে তার একটিও শোধ করেনি ইসলামাবাদ। দেশের আর্থনীতির হাঁড়ির হাল। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। কমেছে পাকিস্তানি রুপির মূল্যও। ডলারের মূল্যের ১২ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে এক ডলারের মূল্য ২৫০ পাকিস্তানি রুপির সমান। দেশের অর্থনীতির এই করুণ দশায়ও পাকিস্তানকে বড় ধাক্কা দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার। পাকিস্তানকে দেওয়া ১.১ বিলিয়ন ডলারের কিস্তি বন্ধ করে দিয়েছে আইএমএফ। দেশের অর্থনীতির হাল এমনই যে ক্রমেই ঋণখেলাপির দিকে এগোচ্ছে ভারতের এই প্রতিবেশী দেশটি।

    অর্থনীতির হাঁড়ির হাল…

    দেশে বৈদেশিক মুদ্রার সঞ্চয় ক্রমেই কমছে। বর্তমানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে রয়েছে ২.৯ বিলিয়ন ডলার। পাকিস্তানের এই চরম দুর্দশার দিনেও আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার ইসলামাবাদকে বেলআউট (Bail Out) প্যাকেজ দিচ্ছে না। অথচ এই মুহুর্তে এই বেলআউট প্যাকেজের খুব প্রয়োজন শাহবাজ শরিফের দেশের। তলানিতে ঠেকে যাওয়া দেশের অর্থনীতি যাতে একেবারে ভেঙে না পড়ে, তাই প্রয়োজন বেলআউট প্যাকেজের। জানা গিয়েছে, আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণ পেতে পাকিস্তান (Pakistan) কর আরোপ করতে চলেছে। কর বাবদ দেশটি ১৭০ বিলিয়ন তুলতে চাইছে।

    আরও পড়ুুন: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    পাকিস্তানের অর্থমন্ত্রী ইশাক দার বলেন, ঋণ শোধ করার জন্য আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার থেকে দেশ একটি টার্মস অ্যান্ড কন্ডিশানসের একটি মেমোরান্ডাম পেয়েছে। বেলআউট প্যাকেজ নিয়ে দুই দেশই আলোচনা চালাচ্ছে। গত দশ দিন ধরে সরকারের সঙ্গে আলোচনার পর ইসলামাবাদ ছেড়েছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের প্রতিনিধি দল। তার পরেও সুরাহা হয়নি। এর পর হবে ভার্চুয়াল মাধ্যমে আলোচনা।

    পক্ষকাল আগে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছিলেন, ক্ষমতাসীন পিডিএম জোট তার দেশের স্বার্থে রাজনৈতিক কেরিয়ার বলি দিতে প্রস্তুত। তিনি বলেন, ঋণ কর্মসূচি পুনরুজ্জীবিত করতে আন্তর্জাতিক মুদ্র তহবিলের কঠোর শর্ত মেনে নিতে প্রস্তত। পাকিস্তানের অর্থমন্ত্রী বলেন, কয়েকটি ক্ষেত্রে আর্থিক সংস্কার জরুরি। এটা করতে হবে পাকিস্তানের স্বার্থেই। দেশের অর্থনীতির এই করুণ দশার জন্য পাকিস্তানের (Pakistan) তেহরিক-ই-ইনসাফ পরিচালিত সরকারকে দুষেন তিনি। এর পরেই তিনি বলেন, এই সংস্কার যন্ত্রণাদায়ক, তবে জরুরি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Russia Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    Russia Ukraine: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মোদির ওপরই ভরসা হোয়াইট হাউসের

    মাধ্যম নিউজ ডেস্ক: এটা যুদ্ধের সময় নয়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এ কথা বলেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। মোদির সেই ‘বাণী’ হৃদয় ছুঁয়ে গিয়েছিল বিশ্বের ছোট বড় দেশগুলির রাষ্ট্র প্রধানদের। তবে মোদির সে কথায় কান দেননি পুতিন (Putin)। সেই কারণে গত বছর ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সঙ্গে শুরু হওয়া এখনও চলছে। তবে রাশিয়া-ইউক্রেন (Russia Ukraine) যুদ্ধে যে দাঁড়ি টানতে পারেন একমাত্র মোদিই, এবার তা বিশ্বাস করতে শুরু করেছে আমেরিকা। হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি এক বিবৃতিতে বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ করতে আমেরিকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাতে প্রস্তুত।

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ…

    রাশিয়া ইউক্রেন যুদ্ধ ঘিরে গোটা বিশ্ব ভাগ হয়ে গিয়েছে আড়াআড়িভাবে। রাশিয়ার পাশাপাশি ইউক্রেনের পাশেও দাঁড়িয়েছে বিশ্বের বহু দেশ। আমেরিকা সহ পশ্চিমের বিভিন্ন দেশের কাছ থেকে সামরিক সহায়তা পাচ্ছে ইউক্রেন। সেই কারণেই যুদ্ধ এখনও থামেনি। এমতাবস্থায় এল হোয়াইট হাউসের বিবৃতি। শুক্রবার হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়া ইউক্রেনের মধ্যে চলমান সংঘাত শেষ করার যে কোনও প্রকার পদক্ষেপকে স্বাগত জানাবে।

    হোয়াইট হাউসের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, আমি মনে করি যুদ্ধ বন্ধ করতে পুতিনের হাতে এখনও সময় আছে। এর পরেই তিনি বলেন, আমরা ইউক্রেন-রাশিয়া (Russia Ukraine) সংঘাত শেষ করার লক্ষ্যে ভারতের প্রধানমন্ত্রী মোদির নেওয়া পদক্ষেপকে স্বাগত জানাব।

    আরও পড়ুুন: বেলআউট প্যাকেজ পেতে ‘কঠোর’ পদক্ষেপ করতে চলেছে পাকিস্তান!

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য পুতিনকেই দায়ি করেছেন কিরবি। হোয়াইট হাউসের তরফে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিনই একমাত্র ব্যক্তি যিনি রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য সরাসরি দায়ি। যুদ্ধ বন্ধে এদিন মার্কিন প্রেসিডেন্টের প্রচেষ্টার কথাও উল্লেখ করেন মোদি। তিনি বলেন, প্রেসিডেন্ট বাইডেন যুদ্ধ শেষ করার জন্য একাধিকবার পুতিনকে আবেদন করেছেন, কিন্তু পুতিন তাতে সাড়া দেননি।

    গত বছর উজবেকিস্তানের সমরখন্দে পুতিনকে মোদি বলেছিলেন, এটা যুদ্ধের (Russia Ukraine) সময় নয়। সে প্রসঙ্গ টেনে এদিন কিরবি বলেন, প্রধানমন্ত্রী মোদির বিশ্বাস সঠিক এবং আমেরিকা সব সময় মোদির এই ধরনের সিদ্ধান্তকে স্বাগত জানাতে প্রস্তুত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • BBC: ‘জঙ্গি’কে নিয়ে তথ্যচিত্র, এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে

    BBC: ‘জঙ্গি’কে নিয়ে তথ্যচিত্র, এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার আঁতুড়ঘরেই ‘বয়কটে’র হুমকি বিবিসিকে (BBC)। সম্প্রতি এক জঙ্গিকে নিয়ে ৯০ মিনিটের একটি তথ্যচিত্র তৈরি করেছে ব্রিটেনের (Britain) এই সংবাদ সংস্থা। তার পরেই রাজার দেশে প্রশ্নের মুখে বিবিসি, জঙ্গির প্রতি সমবেদনা কেন?  সেই কারণেই বিবিসিকে বয়কটের হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনবাসী।

    ‘জেহাদির স্ত্রী’

    ২০১৫ সালে জঙ্গি সংগঠন আইএসে যোগ দেন জনৈক শামিমা বেগম। মায়ের সূত্রে বাংলাদেশের সঙ্গে যোগ রয়েছে তাঁর। বছর তিনেক পরে জঙ্গি সংস্রব ছেড়ে সমাজের মূলস্রোতে ফিরেছেন শামিমা। তাঁর জীবনের নানা ওঠাপড়া নিয়েই বানানো হয়েছে তথ্যচিত্রটি। জানা গিয়েছে, ২০১৫ সালে তিন বন্ধুর সঙ্গে ব্রিটেন ছেড়ে সিরিয়ায় পাড়ি দিয়েছিলেন শামিমা। যোগ দিয়েছিলেন আইসিসে। সেখানেই জঙ্গি সংগঠনের এক শীর্ষ নেতাকে বিয়ে করেন তিনি। জঙ্গি শিবিরে তিনি পরিচিত হয়ে ওঠেন জেহাদির স্ত্রী নামে। পরে মোহভঙ্গ হয় শামিমার। ২০১৯ সালে ফের ব্রিটিশ নাগরিকত্বের জন্য আবেদন করেন ‘জেহাদির স্ত্রী’। যদিও জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে শামিমার সেই আবেদন খারিজ করে দেয় ব্রিটিশ প্রশাসন। তার পর থেকে ব্রিটিশ নাগরিকত্ব পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছেন শামিমা।

    আরও পড়ুুন: ‘মাটির নীচে টাকা রাখলেও, তা খুঁড়ে বের করব’, আলিপুরদুয়ারে হুঁশিয়ারি শুভেন্দুর

    সম্প্রতি বিশ্বজুড়ে আরও একবার খবরের শিরোনামে এসেছিল সংবাদ সংস্থা বিবিসি (BBC)। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তথ্যচিত্র তৈরি করে বিতর্কের মুখে পড়েছিল বিবিসি। গুজরাট হিংসায় মোদির ভূমিকা তুলে ধরার দাবি জানালেও, এই ব্রিটিশ সংবাদ মাধ্যমটির বিরুদ্ধে ভারতের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টার অভিযোগ উঠেছিল। এনিয়ে মামলাও হয় সুপ্রিম কোর্টে। ভারত সহ বিশ্বের নানা দেশে হয় প্রতিবাদ। সেই প্রতিবাদের ঝড় পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগেই ফের বিতর্কের মুখে বিবিসি। এবং সেটা স্বদেশেই।

    এই প্রথম নয়, এর আগেও শামিমাকে নিয়ে ধারাবাহিক তৈরি করেছিল এই খবরওয়ালারা (BBC)। তখনও অভিযোগ উঠেছিল, ওই ধারাবাহিকে তাঁর জীবনসংগ্রামকে দেখানো হয়েছে সহানুভূতির সঙ্গে। সিংহভাগ ব্রিটেনবাসীর হুঁশিয়ারি, এমন চলতে থাকলে তাঁরা নতুন করে বিবিসির সাবস্ক্রিপশন নবীকরণ করবেন না। একজন জঙ্গির প্রতি সমবেদনা কেন?  সে প্রশ্নও তুলেছেন তাঁরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

  • Earthquake: বিপদের সময়ে বন্ধু! ভারতীয় সেনা অফিসারকে জড়িয়ে স্নেহ-চুম্বন তুর্কি মহিলার

    Earthquake: বিপদের সময়ে বন্ধু! ভারতীয় সেনা অফিসারকে জড়িয়ে স্নেহ-চুম্বন তুর্কি মহিলার

    মাধ্যম নিউজ ডেস্ক: স্নেহের পরশ! একজন ভারতীয় মহিলা সেনা অফিসারকে আন্তরিকভাবে জড়িয়ে ধরে গালে স্নেহের চুম্বন এঁকে দিলেন একজন তুর্কি মহিলা। বিপদের দিনে যে পাশে থাকে সেই তো বন্ধু। বন্ধুত্বের বার্তা দিয়েছে ভারত। সোমবারের বিধ্বংসী ভূমিকম্প এবং আফটারশকের পর তুরস্কের পাশাপাশি সিরিয়াকে সাহায্য করার জন্য ভারত ‘অপারেশন দোস্ত’ চালু করেছে। ভারতীয় সেনাবাহিনীর ‘অপারেশন দোস্ত’ কীভাবে তুরস্ক ও সিরিয়ায় অসহায় মানুষের জীবন বাঁচাচ্ছে, সেই ছবি দেশের পাশাপাশি সারা বিশ্বের সামনে তুলে ধরেছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। 

    অন্য ছবি

    তুরস্কে ভয়াবহ বিপর্যয়ের (Earthquake Disaster) মাঝে এ এক অন্য ছবি। ছবিতে দেখা যাচ্ছে এক তুর্কি মহিলাকে উদ্ধার করেছে ভারতীয় সেনা। তারপর ওই তুর্কি মহিলা এক ভারতীয় সেনা অফিসারের গালে চুম্বন দিচ্ছেন। দূর দেশেও যেন আত্মীয়তার ছোঁয়া। এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভারতীয় সেনাবাহিনী এই দুই মহিলার ছবি ক্যাপশন সহ শেয়ার করেছে, “আমরা যত্নশীল”, নিখুঁতভাবে দ্রুত উদ্ধারের ঠিক পরের মুহূর্ত”….!

    সদা সক্রিয় ভারতীয় সেনা

    ইতিমধ্যেই ভূমিকম্প-বিধ্বস্ত তুরস্ক ও সিরিয়ার উদ্ধার ও ত্রাণ কাজের জন্য ভারতীয় সেনাবাহিনী সকলের মন জয় করছেন। সেনা হাসপাতালে জখমদের প্রতিনিয়ত চিকিৎসা চালাচ্ছে ভারতীয় সেনা। তুষারপাত (Blizzard) ও হাড় কাঁপানো ঠান্ডার সঙ্গে চোখে চোখ রেখে লড়াই করে যাচ্ছেন উদ্ধারকারীরা। চেষ্টা করছেন যত বেশি সংখ্যক মানুষের প্রাণ বাঁচানো যায়।

    ভূমিকম্পে এখন পর্যন্ত ২১ হাজারের বেশি মানুষ মারা গেছেন। ধ্বংসস্তূপের স্তূপ সরিয়ে বের করে আনা হচ্ছে একের পর মৃতদেহ। একই সঙ্গে খারাপ আবহাওয়ার কারণে ব্যহত হচ্ছে উদ্ধারকাজ। রাতে তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়ায় ত্রাণ ও উদ্ধারকার্য বন্ধ রাখতে হচ্ছে। উদ্ধার অভিযানে ইতিমধ্যেই ভারত থেকে ৩টি NDRF টিম তুরস্কে পৌঁছেছে। এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেছেন, ভারত তুরস্কে চারটি বিমান পাঠিয়েছে, দুটিতে এনডিআরএফ দল এবং দুটি সি-17 মেডিকেল টিম উদ্ধার অভিযানে ইতিমধ্যে অংশ নিয়েছে। তুরস্ক ও সিরিয়ায় আর্তদের পাশে দাঁড়িয়ে যে সক্রিয় ভূমিকা পালন করেছে ভারতীয় সেনা তার জন্য তাঁদের কুর্নিশ জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

    এনডিআরএফ ডিরেক্টর অতুল কারওয়াল বলেন, “আমরা সিরিয়ায় চিকিৎসা সামগ্রী ও সরঞ্জামসহ একটি সি-১৩০ বিমান পাঠিয়েছি। তুরস্ক এবং সিরিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্থ এলাকায় ইতিমধ্যে ২৫০ জন কর্মী মোতায়েন করা হয়েছে। ১৩৫ টন ওজনের বিশেষ সরঞ্জাম এবং অন্যান্য ত্রাণ সামগ্রীও তুরস্কে পৌঁছেছে। এছাড়াও, ভারতীয় সেনাবাহিনীর তরফে একটি ৩০ শয্যার ‘ফিল্ড হাসপাতালের’ জন্য কর্মী ও সরঞ্জাম পাঠানো হয়েছে।” তিনি জানান, ফিল্ড হাসপাতালটি একটি সম্পূর্ণ কার্যকরী অপারেশন থিয়েটার এবং এক্স-রে এবং ভেন্টিলেটরের মতো সুবিধা রয়েছে। এনডিআরএফ দলগুলি গাজিয়ানটেপে উদ্ধার অভিযান চালাচ্ছে তখন মেডিকেল দল ইস্কেন্ডারুনে ফিল্ড হাসপাতাল গড়ে আর্তদের চিকিৎসা পরিষেবা দিচ্ছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share