Category: বিদেশ

Get updates on World News Headlines International News from the Madhyom news portal madhyom.com, West Bengal leading news portal Madhyom.com

  • Ukraine: জমি হারাচ্ছে রুশ সেনা? অনেক এলাকা পুনরুদ্ধার করা হয়েছে, দাবি ইউক্রেনের

    Ukraine: জমি হারাচ্ছে রুশ সেনা? অনেক এলাকা পুনরুদ্ধার করা হয়েছে, দাবি ইউক্রেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় সাত মাস অতিক্রান্ত। ইউক্রেন রাশিয়া যুদ্ধ (Ukraine war) যে এত দীর্ঘায়িত হবে তা স্পপ্নেও কেউ ভাবতে পারেননি। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেছিলেন, একপেশেভাবে রুশ সেনা ইউক্রেন (Ukraine) দখল করে নেবে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে ইউক্রেন সেনাবাহিনী যেভাবে রাশিয়ার (Russia) বিরুদ্ধে চোখে চোখ রেখে যুদ্ধ করে যাচ্ছে তাতে বোঝাই যাচ্ছে যে যুদ্ধ দীর্ঘায়িত হবে।

    প্রথমদিকে, রুশ সেনা যুদ্ধক্ষেত্রে এগিয়ে থাকলেও বর্তমানে ইউক্রেনীয় সেনাবাহিনীর আক্রমণের তীব্রতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রুশ সেনা পিছু হঠতে শুরু করেছে। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ২৯ অগাস্ট থেকে ইউক্রেনে এখনও পর্যন্ত প্রায় সাড়ে পাঁচ হাজার রুশ সেনা জওয়ান নিহত হয়েছেন। সারা বিশ্ব এখন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনেস্কি ও তাঁর নেতৃত্বাধীন সেনাবাহিনীর সাহসিকতার প্রশংসা করছে এবং শক্তিধর দেশগুলো ইউক্রেনকে আর্থিক থেকে শুরু করে সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক দিক থেকে সাহায্য করছে।

    ইউক্রেনীয় সেনা রাশিয়ার কাছে হারানো এলাকাগুলোকে পুনরুদ্ধার করতে শুরু করেছে। সংবাদসংস্থার খবর অনুযায়ী, উত্তর খারকিভ অঞ্চল সহ বেশ কিছু জায়গায় ইউক্রেনীয় সেনা দ্রুত অগ্রসর হওয়ার ফলে সেখান থেকে নিয়ন্ত্রণ প্রত্যাহার করতে বাধ্য হয়েছে মস্কো বলে জানা গিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন সেনার পাল্টা আক্রমণের ফলে পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে রাশিয়ার দখলে থাকা অঞ্চলগুলি থেকে মস্কোর নিয়ন্ত্রণ আলগা হচ্ছে। এই জায়গাগুলিতে রাশিয়া নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখার প্রচেষ্টায় প্রতিদিন কমপক্ষে একটি ব্যাটালিয়ন জওয়ান ও সামরিক যানের অতিরিক্ত খরচ করছে।

    আরও পড়ুন: ১৮ লক্ষ বছর পুরনো ‘মানুষের দাঁত’ আবিষ্কার জর্জিয়ায়! কী বলছেন প্রত্নতাত্ত্বিকরা?

    ফলে প্রায় প্রতিদিনই ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে পুতিনের দেশকে। প্রতিদিন নিহত হচ্ছেন শত শত সেনা জওয়ান। ধ্বংস হচ্ছে ডজন খানেক যানবাহনের। মার্কিন গোয়েন্দাদের মতে, রাশিয়ার একটি ব্যাটালিয়ন সেনা পূর্ব ইউক্রেনে নদী অতিক্রম করার সময় ইউক্রেনীয় সেনাবাহিনীর আক্রমণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। তাই রুশ সেনা পুনরায় পূর্ব ইউক্রেনে তাদের অভিযান চালিয়ে যাওয়ার বিষয়ে চাপে রয়েছে। এক প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভ বাহিনীর পাল্টা আক্রমণ শুরু করার আগে ইউক্রেনে রুশ সেনা মাত্র ১০০ জনের মতো ইউক্রেনীয় জওয়ানকে আটক করেছিল।

    ইউক্রেন সেনার এক উচ্চ আধিকারিক জানিয়েছেন, এখনও পর্যন্ত তারা প্রায় ১২০০ রুশ যুদ্ধট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি, হেলিকপ্টার, যুদ্ধবিমান ও ড্রোনকে ধ্বংস বা বাজেয়াপ্ত করেছে। ইউক্রেনীয় কর্মকর্তাদের মতে, ২৯ অগাস্ট পর্যন্ত প্রায় ৫,৮০০ রুশ সৈন্যকে তারা হত্যা করেছে এবং সেপ্টেম্বর মাস থেকেই তারা ইউক্রেনের পূর্বাঞ্চল থেকে রাশিয়ার সেনার বিরুদ্ধে পাল্টা আক্রমন শুরু করেছে।

    ইউক্রেন রাশিয়া যুদ্ধের (Ukraine Russia war) কিছু ভিডিও সোস্যাল মিডিয়ায় পাওয়া যাচ্ছে। বিশেষজ্ঞরা প্রায় ৪০০টির মতো ভিডিও যাচাই করে বৈধ ঘোষণা করেছেন। যেখানে দেখা যাচ্ছে রুশ সেনাবাহিনী বিধ্বস্ত। যদিও এই বিষয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে রাশিয়া জানিয়েছে যে তারা নিশ্চিত যে তাদের সামরিক উদ্দেশ্যগুলি সফল হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Droupadi-Hasina Meet: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

    Droupadi-Hasina Meet: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে ইংল্যান্ডে দ্রৌপদী-হাসিনার সাক্ষাৎ

    মাধ্যম নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে (Funeral of Queen Elizabeth II) যোগ দিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu)। এই মুহূর্তে ইংল্যান্ডে রয়েছেন তিনি। ভারত সরকারের প্রতিনিধি হিসেবে দেশের তরফে ব্রিটেনের রাজপরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। লন্ডনে গিয়ে রাষ্ট্রপতি দেখা করলেন বাংলাদেশের (Bangladesh) প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Bangladesh Sheikh Hasina) এবং তাঁর বোন শেখ রেহানার (Sheikh Rehana) সঙ্গে। সোমবার লন্ডনে রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়া শুরুর ঠিক আগে সাক্ষাৎ হয় তাঁদের। রাষ্ট্রপতির অফিসিয়াল হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে দ্রৌপদী-হাসিনার ছবি। এর আগে ৬ সেপ্টেম্বর হাসিনার ভারত সফরের সময় দিল্লিতে দুজনের দেখা হয়। তারপরেই এই সাক্ষাৎ।  

    আরও পড়ুন: ভারত নিজের অধিকারেই বিশ্বে সম্মানিত, স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় পুতিন


              

    রবিবার সন্ধ্যায় রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা ব্রিটিশ রাজপরিবারের আয়োজন করা সভায় যোগ দেন। সেই সভায় যোগদান করেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এই সভার আয়োজন করা হয়েছিল বাকিংহাম প্যালেসে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ বিশ্বের তাবড় তাবড় নেতারা যোগ দিয়েছিলেন এই অনুষ্ঠানে। কড়া নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছিল বাকিংহাম প্যালেস।  

    আরও পড়ুন: পরনে ইক্কত শাড়ি, সঙ্গে মুক্তোর দুল, সোনার চেন-বালা, আজ যেন ঘরোয়া নারী দ্রৌপদী মুর্মু

    রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টি ক্রিয়ায় শতাধিক বিশ্ব রাষ্ট্রপ্রধান যোগ দেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সোমবার রানি এলিজাবেথের শেষকৃত্যের জন্য লন্ডনে পৌঁছেছেন। এছাড়াও অন্ত্যেষ্টি ক্রিয়ায় যোগদান করেছেন  কানাডার রাষ্ট্রপতি জাস্টিন ট্রুডো, ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন, ইতালির রাষ্ট্রপতি সার্জিও মাতারেলা, ইউরোপীয় কাউন্সিলের রাষ্ট্রপতি চার্লস মিশেল, ইউরোপীয় কমিশনের রাষ্ট্রপতি উরসুলা ফন ডার লেইন, চিনের উপরাষ্ট্রপতি ওয়াং কিশান এবং ন্যাটোর মহাসচিব জেনস স্টলটেনবার্গ।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • World Record: মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গড়লেন বিশ্ব রেকর্ড! গিনেস বুকে নাম লেখালেন গ্রিসের হেয়ারড্রেসার

    World Record: মাত্র ৪৭ সেকেন্ডে চুল কেটে গড়লেন বিশ্ব রেকর্ড! গিনেস বুকে নাম লেখালেন গ্রিসের হেয়ারড্রেসার

    মাধ্যম নিউজ ডেস্ক: হেয়ারকাট আপনার সৌন্দর্যকে আরও বেশি বাড়িয়ে তুলতে পারে। ফলে এটিও একটি শিল্প। একটি ভালো হেয়ারকাট করতেও অনেক বেশি ধৈর্যেরও প্রয়োজন। ফলে হেয়ার কাট বা চুল কাটা যাতে মন পছন্দ মত হয়, তার জন্য মানুষ ঘণ্টার পর ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে পার্লারে। এখন তো আবার হেয়ার কাটের জন্য অ্যাপয়েন্টমেন্টও নিতে হয়। অনেকে আবার ১-২ ঘণ্টা ধরে চুল কাটানোর পরেও তাদের হেয়ার কাট পছন্দ হয় না। কিন্তু এবারে দেখা গিয়েছে, মাত্র ৪৭ সেকেন্ডে চুল কাটিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে (Guinness World Records) নাম লিখিয়ে নিলেন এক গ্রিক হেয়ারড্রেসার। কিন্তু প্রশ্ন হচ্ছে, এত অল্প সময়ে চুল কাটিয়ে আপনার কি পছন্দ হবে?

    আরও পড়ুন: রণবীরকে সকলের সামনে চড় মারলেন তাঁরই দেহরক্ষী! তারপর যা ঘটল…

    গ্রিসের এথেন্সের কনস্টান্টিনোস কৌতুপিস (Konstantinos Koutoupis) নামে এক হেয়ারড্রেসার মাত্র ৪৭ সেকেন্ডে দ্রুততম চুল কেটে রেকর্ড গড়ে তুললেন। মিস্টার কৌতুপিস একটি ট্রিমার দিয়ে এই দ্রুততম চুল কাটার রেকর্ড করেছেন। আর এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হতে শুরু হয়েছে। যদিও এই ভিডিওটি পাঁচ বছর পুরোনো, অর্থাৎ ২০১৭ সালের, কিন্তু এখন ভাইরাল হচ্ছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে, এই ব্যক্তি মাত্র ৪৭.১৭ সেকেন্ডে চুল কেটে ফেলেন। আর এই কাণ্ড দেখেই অবাক সেখানে উপস্থিত থাাকা সবাই। 

    আর এই ভিডিও দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন অনেকে। কেউ বলছেন, ‘এটা কীভাবে ভালো হতে পারে?’ একজন ব্যবহারকারী লিখেছেন, ‘যার চুল কাটা হয়েছে, সে নিজেও খুশি নয়।’ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে এসব শুধু দেখানোর জন্য।  

    আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সেক্স ট্র্যাপ, ভিডিও কলের ফাঁদে ৫.২৮ লক্ষ টাকা খোয়ালেন এক মুম্বইবাসী 

  • Masood Azhar: মাসুদ আজহার আফগানিস্তানে? দাবি পাক বিদেশমন্ত্রকের, ‘রয়েছে পাকিস্তানেই’, পাল্টা তালিবান

    Masood Azhar: মাসুদ আজহার আফগানিস্তানে? দাবি পাক বিদেশমন্ত্রকের, ‘রয়েছে পাকিস্তানেই’, পাল্টা তালিবান

    মাধ্যম নিউজ ডেস্ক: মাসুদ আজহারের (Pakistan on Masood Azhar) হাত ছেড়েছে পাকিস্তান (Pakistan)। পাকিস্তানের বিদেশমন্ত্রক আফগানিস্তানের (Afghanistan) তালিবান সরকারকে চিঠি লিখে কুখ্যাত জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহারকে দ্রুত খুঁজে বের করে গ্রেফতার করার আর্জি জানিয়েছে। বিষয়টি কিছুদিন আগেই সামনে এসেছে। এবার এ বিষয়ে এবার মুখ খুলল আফগানিস্তান সরকার। তালিবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন, মাসুদ সম্ভবত পাকিস্তানেই আত্মগোপন করে রয়েছেন। তিনি বলেন, “পাকিস্তান দাবি করেছে, জইশ প্রধান আফগানিস্তানের নানাগড়হর অথবা কানহারে রয়েছে। কিন্তু আদতে তিনি আফগানিস্তানে নেই।” আফগানিস্তানের এই দাবির পর ফের বিতর্ক দানা বেঁধেছে।

    আরও পড়ুন: গুজরাট উপকূলে আটক ২০০ কোটি টাকার মাদক, বরাত দেওয়া হয়েছিল পাঞ্জাব জেল থেকে

    পাকিস্তানের এই পদক্ষেপকে ‘লোক দেখানো’ বলে কটাক্ষ করেছেন ভারতের নিরাপত্তা আধিকারিকরা। এফএটিএফ-এর ধূসর তালিকা থেকে নিজেকে বার করে আনতে মরিয়া পাকিস্তান। পাকিস্তানের চিঠির বিষয়টি সামনে আসার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু হয়েছিল যে জইশ প্রধান কি আফগানিস্তানের গা ঢাকা দিয়ে রয়েছেন?

    এবার এই প্রসঙ্গে মুখ খুলল তালিবান। মাসুদ প্রসঙ্গে মুজাহিদ বলেন, “জইশ গোষ্ঠীর নেতা মাসুদ আজহার আফগানিস্তানে নেই। এই সংগঠন পাকিস্তানে রয়েছে। আমাদের কাছে এই নিয়ে কিছুই জানতে চাওয়া হয়নি। আমরা সংবাদমাধ্যমে এই খবর শুনেছি। আমরা বলতে চাই, এই কথা সম্পূর্ণ অসত্য।” তালিবানে বিদেশমন্ত্রক দাবি করেছে, এই ধরনের খবর কাবুল ও ইসলামাবাদের সম্পর্ককে প্রভাবিত করবে। তালিবানের আরও এক মুখপাত্র আব্দুল কাহার বলখি বলেন, “যার কোনও প্রমাণ বা নথি নেই, সেই ধরনের অভিযোগ থেকে আমরা সকলকে বিরত থাকা আবেদন জানাচ্ছি। সংবাদমাধ্যমের এই ধরনের অভিযোগ দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব ফেলবে।”  

    আরও পড়ুন: পাকিস্তানকে এফ-১৬ যুদ্ধবিমানের যন্ত্রাংশ দেওয়ার মার্কিন সিদ্ধান্তে ক্ষুব্ধ ভারত

    রাষ্ট্রপুঞ্জ ঘোষিত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসলামাবাদকে বাধ্য করেছে প্যারিসের ফাইনানশিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স অথবা এফএটিএফ (FATF)। এরপরই বিভিন্ন সংবাদমাধ্যমে পাকিস্তানের চিঠির কথাটি প্রকাশ্যে আসে। এর আগে এফএটিএফের চাপেই পাকিস্তানের আরেক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শীর্ষ নেতা সাজিদ মীরের মৃত্যুর বিষয়টি প্রকাশ্যে এনেছে পাকিস্তান।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

    Modi SCO Summit: “১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে”, এসসিও সম্মেলনে বললেন মোদি

    মাধ্যম নিউজ ডেস্ক: উজবেকিস্তানের সমরখন্দে সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন সম্মেলনে (Shanghai Cooperation Organization) অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শুক্রবার সম্মেলনে অংশ নিয়ে মোদি বলেন, ভারতকে এক বিরাট উৎপাদন হাবে পরিণত করতে চান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “আমরা মানব-কেন্দ্রিক উন্নয়ন মডেলের উপর নজর দিচ্ছি। প্রত্যেক সেক্টরে উদ্ভাবনের উপর জোর দিচ্ছি। ১০০-র বেশি ইউনিকর্ন এবং ৭০ হাজারের বেশি স্টার্ট-আপ রয়েছে ভারতে।”  

     

    আরও পড়ুন: সন্ত্রাসবাদ থেকে জলবায়ু, আজ এসসিও বৈঠকে আলোচ্য সূচি কোন কোন বিষয়?

    রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন এবং চিনের রাষ্ট্রপতির সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠক করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সম্মেলনের ফাঁকেই ইরান ও উজবেকিস্তানের রাষ্ট্রপ্রধানদের সঙ্গেও বৈঠক সারবেন। 

     

    আরও পড়ুন: আজাদকে প্রাণনাশের হুমকি জঙ্গিগোষ্ঠীর, ‘রাজনৈতিক গিরগিটি’ বলে কটাক্ষ 

    নরেন্দ্র মোদি কী বললেন সম্মেলনে? 

    • কোভিড-১৯ অতিমারির ধাক্কা কাটিয়ে উঠছে বিশ্ব। কোভিড এবং ইউক্রেন যুদ্ধের জন্য বিশ্বের সরবরাহ শৃঙ্খল ব্যহত হয়েছে। আমরা চাই ভারতকে উৎপাদন হাবে পরিণত করতে। সব সেক্টরে উদ্ভাবনীকে আমরা সাহায্য করি।  
    • আজ আমাদের দেশে ৭০ হাজারের বেশি স্টার্ট আপ এবং ১০০ ইউনিকর্ন রয়েছে। আমরা জনকেন্দ্রিক উন্নয়ন মডেলে জোর দিয়েছি।
    • এ বছর ভারতের অর্থনীতির বার্ষিক বৃদ্ধির হার হতে পারে ৭.৫ শতাংশ। পৃথিবীর বৃহৎ অর্থনীতিদের মধ্য়ে ভারতের অর্থনীতি সবথেকে দ্রুত বাড়ছে। এতে আমি গর্বিত।
    • মেডিক্যাল এবং ওয়েলনেস পর্যটনের জন্য ভারত বিশ্বের মধ্যে সবথেকে লাভজনক দেশ। ট্রাডিশনাল মেডিসিনের জন্য এসসিও দেশগুলির মধ্যে সহযোগিতা বাড়ানো দরকার।
    • সমরখন্দের এসসিও সম্মেলন কোভিড পরবর্তী সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষত কোভিড পরবর্তী সময়ে অর্থনীতির পুনরুদ্ধার এবং সরবরাহ শৃঙ্খলকে জোরদার করতে সাহায্য করবে। আমরা আশা করি এসসিও দেশগুলি একে অপরের প্রতি বিশ্বস্ততা বজায় রাখবে। এবং একে অপরকে সাহায্য করবে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
     
  • Saudi Arabia: সস্তা হবে সোনা, তামা? সৌদি আরবে মিলল দুই খনি

    Saudi Arabia: সস্তা হবে সোনা, তামা? সৌদি আরবে মিলল দুই খনি

    মাধ্যম নিউজ ডেস্ক:  সৌদি আরবে (Saudi Arabia) মিলল সোনা ও তামার খনি। মক্কায় পাওয়া গেল এই খনিগুলি। সম্প্রতি, সৌদি আরবের ভূতাত্ত্বিক বিভাগ জানিয়েছে, মদিনার আবা-আল-রাহা অঞ্চলে পাওয়া গিয়েছে সোনার খনির সন্ধান। আর মদিনার ওয়াদি-আল-ফারা (Wadi Al-Faraa) অঞ্চলের আল-মাদিক এলাকার চারটি স্থানে মিলেছে তামার খনির হদিশ। সৌদি আরবের রাজপরিবারের তরফে জানানো হয়েছে, সোনা ও তামার খনির সন্ধান মেলায় বিশ্বের এক বিরাট বিনিয়োগের দরজা খুলে গেল দেশে। সরকার বিদেশি বিনিয়োগের আহ্বান জানিয়েছে।

    আরও পড়ুন: অপারেশন মেঘচক্র, শিশু পর্নোগ্রাফি রুখতে দেশজুড়ে অভিযান সিবিআই- এর

    সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, স্থানীয় ও আন্তর্জাতিক স্তরে নতুন এই খনিগুলি বিনিয়োগকারীদের (Invetment) দৃষ্টি আকর্ষণ করবে বলেই আশা করছে সরকার। তাদের ধারণা, খনিতে বিনিয়োগ হবে অন্তত ৫.৩৩ লক্ষ কোটি টাকা। কর্মসংস্থান হতে পারে চার হাজার মানুষের। দাম কমতে পারে সোনা ও তামার।

    আরও পড়ুন: ‘যুদ্ধ থামান’, রাষ্ট্রসংঘে রাশিয়াকে আর্জি জয়শঙ্করের

    সৌদির ভূতত্ত্ববিদ সমবায় সমিতির চেয়ারম্যান (Chairman) আবদুল আজিজ জানান, সৌদিতে ৫ হাজার ৩০০টিরও বেশি স্থানে আবিষ্কার হয়েছে বিভিন্ন খনি। সেই খনিগুলিতে মূল্যবান পাথর সহ নানা গুরুত্বপূর্ণ আকরিকের সন্ধান মিলেছে। এর মধ্যে যেমন সোনা এবং তামা রয়েছে, তেমনি রয়েছে অফুরান তেলও। 

    সৌদি আরবের প্রিন্স (Saudi Prince) মহম্মদ বিন সালমন জানিয়েছেন ২০৩০ সালের মধ্যে তৈল সমৃদ্ধ দেশ সৌদি আরবের আমূল বদলের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে খনি শিল্প (Mine Industry)। সরকারের প্রাথমিক লক্ষ্যই হল গবেষণা ও উন্নয়নমূলক খাতে বিনিয়োগ করা। রাজপরিবারের বাণিজ্য ও খনিজ সম্পদ মন্ত্রক ৩ হাজার ২০০ কোটি টাকা বিদেশি বিনিয়োগের লক্ষ্যমাত্রা নিয়েছে।

    আরও পড়ুন : সজাগ থাকুন’, কানাডাবাসী ভারতীয়দের সতর্ক করল বিদেশমন্ত্রক

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

     

  • Joe Biden on Taiwan: তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি! চিন হামলা করলে তাইওয়ানের হয়ে লড়বে মার্কিন ফৌজ, হুঁশিয়ারি বাইডেনের

    Joe Biden on Taiwan: তৃতীয় বিশ্বযুদ্ধের ভ্রুকুটি! চিন হামলা করলে তাইওয়ানের হয়ে লড়বে মার্কিন ফৌজ, হুঁশিয়ারি বাইডেনের

    মাধ্যম নিউজ ডেস্ক: দিন দিন সম্পর্কের অবনতি হচ্ছে বিশ্বের দুই শক্তিধর দেশ চিন (China) এবং আমেরিকার (USA)। আর এর মাঝেই চিনের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন (US President Joe Biden)। বাইডেন বলেন, “চিন তাইওয়ান আক্রমণ করলে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে (Taiwan) রক্ষা করবে।” চিন বহুদিন ধরেই তাইওয়ানের ওপর নিজের অধিকার দাবি করে আসছে। এই বিষয়ে রবিবার এক সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে বাইডেন বলেন, “যদি তাইওয়ানের ওপর অপ্রত্যাশিত কোনো হামলা আসে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের পাশে থাকবে।” সত্যিই কী বিশ্বের দুই শক্তিধর দেশ এবার সম্মুখ সমরে? এটাই কী তৃতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস? এখন এই চিন্তাই ভাবাচ্ছে রাজনৈতিক মহলকে। যদিও এই সাক্ষাৎকার সম্প্রচারিত হওয়ার পরই হোয়াইট হাউজ জানায়, তাইওয়ান নিয়ে মার্কিন নীতিতে কোনও পরিবর্তন হয়নি।

    আরও পড়ুন: এবার আস্তিন গুটিয়ে চিনের পাল্টা মহড়ায় নামল তাইওয়ানও

    চিনের পূর্ব উপকূলে অবস্থিত স্বশাসিত দ্বীপ তাইওয়ান। বহুদিন ধরেই দ্বীপরাষ্ট্রটিকে নিজের অংশ বলে দাবি করে আসছে জিংপিং- এর দেশ। ওয়াশিংটন এই ইস্যুতে বরাবরই কূটনৈতিক অবস্থান নিয়েছে। এ বিষয়ে এর আগে সরাসরি ঢুকতে চায়নি যুক্তরাষ্ট্র। দ্বীপদেশটির সঙ্গে ওয়াশিংটনের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। তবে তাইওয়ানের সঙ্গে ওয়াশিংটনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তাইওয়ান রিলেশনস অ্যাক্ট অনুসারে ওয়াশিংটন তাইওয়ানে অস্ত্র বিক্রি করে। এ মাসের শুরুতে যুক্তরাষ্ট্র তাইওয়ানের প্রতিরক্ষা খাতে ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করতে সম্মত হয়েছে। আমেরিকা চায় তাইওয়ানের সমস্যাটির শান্তিপূর্ণভাবে সমাধান হোক।  

    সম্প্রতি, মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি সহ বেশ কয়েকজন আধিকারিক তাইওয়ান সফর করেন। এর পরেই মার্কিন-চিন সম্পর্কে আরও অবনতি হয়েছে। মার্কিন প্রতিনিধিদের তাইওয়ান থেকে ফিরে যাওয়ার পরেই সামরিক অনুশীলন শুরু করে চিন।

    আরও পড়ুন: তাইওয়ানের ক্ষেপণাস্ত্র নির্মাণকারী সংস্থার শীর্ষ আধিকারিকের মৃত্যু, রহস্য  

    সম্প্রতি তাইওয়ানের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধি সংক্রান্ত একটি বিল মার্কিন সেনেটে পাশ হয়েছে। এই বিল অনুমোদন পাওয়ার পরেই চিন অসন্তোষ প্রকাশ করেছে। চিনের বিদেশ মন্ত্রক আমেরিকার বিরুদ্ধে বিবৃতি জারি করে বলে, ‘এক চিন নীতি’- র অবমাননা করেছে আমেরিকা। চিনের আভ্যন্তরীণ বিষয়ে আমেরিকার হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। 

    এই মুহূর্তে চিনের শি জিনপিংয়ের সরকার সমুদ্রে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এবং আশেপাশের এলাকায় ফাইটার প্লেন উড়িয়ে তাইওয়ানকে ভয় দেখানোর চেষ্টা করছে। আর এর মাঝেই তাইওয়ানের পাশে থাকার আশ্বাস দিলেন বাইডেন। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India-Pakistan: যারা শান্তি চায়, তারা নাশকতায় মদত দেয় না, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের

    India-Pakistan: যারা শান্তি চায়, তারা নাশকতায় মদত দেয় না, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এবার পাকিস্তানকে কড়া জবাব দিল ভারত। শুক্রবার রাষ্ট্রসংঘের চলতি এই অধিবেশনে কাশ্মীর ইস্যু নিয়ে ফের সরব হয় পাকিস্তান। রাষ্ট্রসংঘের সাধারণ সভায় কাশ্মীরে শান্তি ফেরানোর কথা তুলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেন, “যুদ্ধ কোনও অপশন নয়। পাকিস্তানের এখন স্থিতিশীল অর্থনীতির প্রয়োজন। এরজন্য ভারত সহ সমস্ত প্রতিবেশী দেশের সঙ্গেই শান্তি বজায় রাখতে চায়”। পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পরই শনিবার ভারতের তরফে তীব্র সমালোচনা করা হয়। রাষ্ট্রসংঘে ভারতের প্রতিনিধি মিজিটো ভিনিটো বলেন, “যে দেশ শান্তি চায়, তারা সন্ত্রাসবাদী কার্যকলাপে মদত দেবে না।”

    আরও পড়ুন: মোটা মাইনের টোপ, মায়ানমারে বন্দি বহু ভারতীয়, সতর্কবার্তা বিদেশ মন্ত্রকের

    এদিন, ভারতের তরফে কাশ্মীর নিয়ে পাকিস্তানের দাবিকে ভুয়ো বলে আখ্যা দেওয়া হয়। একইসঙ্গে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের অভিযোগ করা হয়। ভারতের প্রতিনিধি মিজিটো ভিনিটো বলেন, “এটা সত্যিই দুঃখজনক যে পাকিস্তানের প্রধানমন্ত্রী এই মঞ্চকে বেছে নিয়েছেন ভারতের বিরুদ্ধে মিথ্যাচার করার জন্য। নিজের দেশের অপকর্মকে ধামাচাপা দেওয়ার জন্য এবং গোটা বিশ্ব যাকে অনৈতিক বলে অ্যাখ্য়া দিয়েছে, সেই কার্যকলাপকে নৈতিক বলে প্রমাণের চেষ্টায় পাকিস্তান এই কাজ করছে।”

    আরও পড়ুন : হিন্দু মন্দিরে হামলায় উদ্বেগ প্রকাশ, ব্রিটিশ বিদেশ সচিবের সঙ্গে বৈঠক জয়শঙ্করের

    রাষ্ট্রসংঘের মঞ্চে শাহবাজ অভিযোগ করেছেন, ‘‘জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনা ধারাবাহিক ভাবে অত্যাচার চালাচ্ছে, মানবাধিকার লঙ্ঘন করে চলেছে। বলপ্রয়োগের মাধ্যমে সেখানকার জনবিন্যাসের চরিত্র বদলের চেষ্টা চলছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীরকে হিন্দুগরিষ্ঠ কাশ্মীরে পরিণত করতে চাইছে ভারত।’’ পাকিস্তানের এই অভিযোগের জবাব দেন ভারতীয় কূটনীতিক মিজিটো ভিনিটো (Mijito Vinito)। তিনি স্পষ্ট ভাষায় জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন। এর কোনও ভিত্তি নেই। সম্প্রতি পাকিস্তানে হিন্দু, শিখ ও খ্রিস্টান পরিবারের মেয়েদের অপহরণ ও জোর করে বিয়ে দেওয়ার প্রসঙ্গ টেনেও ভারতের তরফে বলা হয়, “এটা হাস্যকর যে দেশে সংখ্য়ালঘুদের অধিকারের লঙ্ঘন করা হচ্ছে প্রতিনিয়ত, তারাই বিশ্বমঞ্চে সংখ্য়ালঘুদের নিয়ে কথা বলছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • S Jaishankar at UNGA:  মোদির সফল নেতৃত্বের দৌলতেই আজ বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি, বললেন জয়শঙ্কর

    S Jaishankar at UNGA: মোদির সফল নেতৃত্বের দৌলতেই আজ বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি, বললেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে (UNGA) যোগ দিতে নিউইয়র্কে গিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (EAM S Jaishankar)। রবিবার অধিবেশনে বক্তৃতা দেওয়ার পরে সাংবাদিকদের মুখোমুখি হন বিদেশমন্ত্রী। সেখানে তিনি বলেন, “আজ বিশ্ব যখন বিভিন্ন মেরুতে বিভক্ত, তখন ভারত সেতুর কাজ করছে। অনগ্রসর দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে ভারত।” 

    এ বারের আমেরিকা সফরে রাষ্ট্রসংঘের মঞ্চে ও পার্শ্ব-বৈঠকে একশোরও বেশি দেশের বিদেশমন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের বিদেশমন্ত্রী। দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক বৈঠকও করেছেন বেশ কয়েকটি। নিউ ইয়র্কের পরে এ বার বিদেশমন্ত্রী যাবেন ওয়াশিংটনে। এই সফরে রুশ বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গেও ইউক্রেন ইস্যুতে বৈঠক করেন জয়শঙ্কর। এরপরেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে বক্তব্য রাখতে গিয়ে বলেন, “আমাদের প্রায়ই বলা হয়, কোন পক্ষে অবস্থান করছি। আমরা প্রতিবার সহজ, সরল ও সৎ উত্তর দিয়ে এসেছি। ভারত শান্তির পক্ষে অবস্থান করছে। আমরা তাদের পক্ষে রয়েছি, যারা রাষ্ট্রসংঘের নীতিগুলোকে মেনে চলছে ও সম্মান করছে। অর্থনীতিতে এই ইউক্রেন ও রাশিয়ার যুদ্ধের মারাত্মক প্রভাব পড়ছে।” 

    আরও পড়ুন: ‘‘জেগে আছেন?’’, হঠাৎ মধ্যরাতে ফোন মোদির! তারপর… স্মৃতি রোমন্থন জয়শঙ্করের

    সন্ত্রাসবাদ প্রসঙ্গে জয়শঙ্কর বলেন, “২৬/১১ হামলার অন্যতম অভিযুক্ত লস্কর জঙ্গি সাজিদ মিরকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করতে চেয়ে ভারত ও আমেরিকার প্রস্তাব গত সপ্তাহেই রাষ্ট্রসংঘে আটকে দিয়েছিল চিন। চলতি বছরেই জইশ প্রধান মাসুদ আজহারের ভাই আব্দুল রউফ আজহার এবং পাক জঙ্গি আব্দুল রহমান মাক্কির নাম রাষ্ট্রসংঘের কালো তালিকায় তোলা আটকে যায় চিনের আপত্তিতেই। আশা করব, যুক্তির জয় হবে ও কেউ ইচ্ছেমতো বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ভাবে বাধা হয়ে দাঁড়াবে না। রাষ্ট্রসংঘে সকলেই একমত হবেন।  সন্ত্রাস একটি সার্বিক বিপদ। সন্ত্রাসবাদ কোনও সমস্যার সমাধান হতে পারে না। রক্ত কখনও কোনও সমস্যার উত্তর হতে পারে না।যাঁরা সন্ত্রাসবাদকে সমর্থন করেন, তাঁরা আদতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনেন। কারণ যাই হোক না কেন, সন্ত্রাসবাদকে কখনও সমর্থন করা যায় না।” 

    আরও পড়ুন: ‘যুদ্ধ থামান’, রাষ্ট্রসংঘে রাশিয়াকে আর্জি জয়শঙ্করের

    সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিদেশমন্ত্রী বলেন, “রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশন নিঃসন্দেহে বিভিন্ন মেরুতে বিভক্ত বিশ্বের বর্তমান চেহারাটা তুলে ধরছে। ভারতের গুরুত্ব এখন আরও বেশি। আমরা একটি সেতু, একটি কণ্ঠস্বর, একটি দৃষ্টিভঙ্গি অথবা একটি চ্যানেল।” বিদেশমন্ত্রী আরও বলেন, “বর্তমানে সাধারণ কূটনীতি কাজে আসছে না, তখন ভারতের অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক, যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বিশ্ব অর্থনীতিতে খাবার, জ্বালানি ও সারের মূল্যবৃদ্ধি এবং ঋণের পরিস্থিতি যখন বহু দেশের পক্ষে উদ্বেগজনক হয়ে উঠেছে, তখন ভারত অপেক্ষাকৃত অনগ্রসর দেশগুলির কণ্ঠস্বর হয়ে উঠেছে। বিদেশেও কাজ করে দেখানোটা নরেন্দ্র মোদির বিশেষ গুণ। আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের এই গুরুত্ব বৃদ্ধির বড় কারণ মোদির নেতৃত্ব। গত বছর গ্লাসগোর জলবায়ু সম্মেলনে মোদির ভূমিকার কথা অনেকেই স্বীকার করেছেন। ডিসেম্বরে জি-২০ গোষ্ঠীর সভাপতিত্ব পেলে ভারত সব সদস্যের মধ্যে যোগাযোগ বজায় রেখে সুনির্দিষ্ট লক্ষ্যে এগোবে।” 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • S Jaishankar: একপেশে সংবাদ পরিবেশন! মার্কিন মিডিয়াকে একহাত নিলেন জয়শঙ্কর

    S Jaishankar: একপেশে সংবাদ পরিবেশন! মার্কিন মিডিয়াকে একহাত নিলেন জয়শঙ্কর

    মাধ্যম নিউজ ডেস্ক: একপেশে সংবাদ পরিবেশনের অভিযোগে মার্কিন সংবাদ মাধ্যমকে (American Media) একহাত নিলেন ভারতের (India) বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S Jaishankar)। এর মধ্যে রয়েছে বিখ্যাত সংবাদপত্র ওয়াশিংটন পোস্টও। মার্কিন মিডিয়ার বিরুদ্ধে বিদেশমন্ত্রীর অভিযোগ, ভারতের খবর করতে গিয়ে তারা অযথা এক পেশে সংবাদ পরিবেশেন করছে। রবিবার ইন্ডিয়া-আমেরিকান জমায়েতে বক্তৃতা দিচ্ছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর। তিনি বলেন, আমি সংবাদমাধ্যমের দিকে দেখি। আপনারা জানেন, কিছু সংবাদ পত্র রয়েছে তারা ঠিক কী লিখছে, তাদের নিজেদের সম্পর্কেই বা কী লিখছে…।

    এদিন বিখ্যাত মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকেও নিশানা করেন জয়শঙ্কর। আমেরিকার ওয়াশিংটন ডিসি থেকে প্রতিদিন প্রকাশিত হয় সংবাদপত্রটি। একপেশে খবর প্রকাশ করার জন্যও তাকে আক্রমণ করেন জয়শঙ্কর। দেশে ভারত বিরোধী শক্তি ক্রমেই মাথাচাড়া দিচ্ছে। এ সংক্রান্ত একটি প্রশ্নের জবাব দিতে গিয়ে জয়শঙ্কর বলেন, একপেশে  খবর পরিবেশন হচ্ছে। ভারত যত তাঁর নিজের পথে ও নিজের গতিতে এগিয়ে চলেছে, বহির্বিশ্বের কিছু শক্তি, যারা এতদিন নিজেদের ভারতের অভিভাবক বলে মনে করত, তাদের পায়ের তলার জমি সরে যাচ্ছে। যে কারণে, তারা প্রকাশ্যে এসে এধরনের (বিরূপ) মন্তব্য করতে শুরু করেছে।

    আরও পড়ুন : মোদির সফল নেতৃত্বের দৌলতেই আজ বিশ্বে ভারতের গুরুত্ব বৃদ্ধি, বললেন জয়শঙ্কর

    তিনি বলেন, এই জাতীয় গোষ্ঠী ভারতে মাথা তুলে দাঁড়াতে পারছে না। তারা বরং চেষ্টা করেই চলবে। ভারতের বিদেশমন্ত্রী বলেন, এই সব বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে। প্রতিযোগিতা করাটা খুবই গুরুত্বপূর্ণ। তবে সিংহভাগ আমেরিকান জানেন না যে কিছু শক্তিশালী গোষ্ঠী কীভাবে বিশৃঙ্খলা এবং জটিলতার সৃষ্টি করছে। এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমরা পিছনের সারিতে থাকব না। অন্যকে আমাকে বিচার করতে দেব না। কাশ্মীর ইস্যু নিয়ে আমেরিকায় অপব্যাখ্যা হচ্ছে কিনা, সে প্রশ্নও ওঠে এদিন। জয়শঙ্কর বলেন, যদি সেখানে(কাশ্মীরে) জঙ্গি হামলার ঘটনা ঘটে, তাহলে প্রশ্ন ওটা উচিত নয়, জঙ্গি হামলায় যিনি নিহত হলেন, তিনি কোন ধর্মাবলম্বী। জয়শঙ্কর বলেন, এটা প্রতিযোগিতার বিশ্ব। এই সময় বিশ্বে পৌঁছে দিতে হবে আমাদের বার্তা। আপনাদের প্রতি আমারও বার্তা এটাই।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
LinkedIn
Share