Category: রাজ্য

Get West Bengal News, Bengali Breaking News, Latest News in Bengali only from মাধ্যম | Madhyom, Bengali News Portal for সম্পূর্ণ নিরপেক্ষ বাংলা সংবাদ, বাংলা খবর

  • Purba Bardhaman: রোগী পড়ে আছে, ওষুধ-পরিষেবা নেই! কাঠগড়ায় গলসির স্বাস্থ্যকেন্দ্র

    Purba Bardhaman: রোগী পড়ে আছে, ওষুধ-পরিষেবা নেই! কাঠগড়ায় গলসির স্বাস্থ্যকেন্দ্র

    মাধ্যম নিউজ ডেস্ক: হাসপাতালে সরবরাহ নেই ওষুধ, ইনজেকশন ও সেলাইন। এই জেলার স্বাস্থ্য ব্যবস্থা প্রশ্নের মুখে। জীবনদায়ী ওষুধ ও সেলাইনের সরবরাহ নেই এবং এরপর উপরে নেই নজর কারও। অভিযোগ রোগীর আত্মীয় এবং এলাকাবাসীর। ঠিক এই কারণেই বেশ কিছুদিন ধরে পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) গলসির পুরষা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রটিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা কার্যত শিকেয় উঠেছে। হাসপাতালে চিকিৎসা করাতে এসে নিঃস্ব হচ্ছেন গ্রামগঞ্জের গরিব দিন আনা দিন খাওয়া মানুষরা। স্বাভাবিকভাবেই  স্বাস্থ্য পরিষেবা নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই।

    মূল সমস্যা কী  (Purba Bardhaman)?

    জানাগেছে, হাসপাতালে (Purba Bardhaman) রোগী ভর্তি হলেই ডাক্তার বাবুরা চিকিৎসার জন্য ওষুধ, ইনজেকশন ও সেলাইনের প্রেসক্রিপশন করে দিচ্ছেন। তবে সেই ওষুধের বেশিরভাগই যোগান নেই হাসপাতালে। এমন অবস্থায় প্রয়োজনীয় ওষুধ, ইনজেকশন ও সেলাইন বাইরের দোকান থেকে কিনে আনতে হচ্ছে রোগীদের। এমনকি জ্বর ও ডায়েরিয়া চিকিৎসাতে মিলছে না সাধারণ সেলাইন। এদিকে রোগী ভর্তি করলেই প্রতিদিন পাঁচ-সাতশো টাকার ওষুধ। ইনজেকশন ও সেলাইন কিনে আনতে হচ্ছে হাসপাতালে আসা গরিব রোগীর পরিজনদের। ঘটনার জেরে কিছুদিন ধরে ব্যাপক ক্ষোভের সৃ‌ষ্টি হয়েছে হাসপাতাল চত্বর জুড়ে। ক্ষোভের আঁচ ভোগ করতে হচ্ছে হাসপাতালের আউটডোর ও ইনডোরে কর্মরত চিকিৎসক-স্বাস্থ্য কর্মীদের। এই কঠিন অবস্থার কথা স্বীকার করেছেন হাসপাতালের ডাক্তারবাবুরা। বেশিরভাগ গরিব রোগী পরিবারের পক্ষে বাইরে বহুমূল্যের চিকিৎসা নেবার ক্ষমতা নেই। এমন অবস্থায় এই হাসপাতাল বন্ধ রাখার দাবি করছেন স্থানীয়রা।

    রোগীর আত্মীয়ের বক্তব্য

    পরিষেবা না পেয়ে অসহায় রোগীর পরিজনেরা ক্ষিপ্ত। ক্যামেরার সামনে উগরে দিচ্ছেন, তাঁদের ক্ষোভ; যন্ত্রণার কথা। রোগীর আত্মীয়া জাহানারা খাতুন আনসারি বলেন, ‘এর মধ্যে ওষুধ আর টেস্ট বাবদ ৭০০ টাকা খরচ হয়ে গেছে।’ নার্সিংহোমে (Purba Bardhaman) যাওয়া তাঁদের সাধ্যের বাইরে। মিলছেনা প্রয়োজনীয় ওষুধ। আরেক রোগীর আত্মীয় হাদিয়া বিবি শেখ, তিনি বলেন, ‘কিছু ফ্রিতে হচ্ছে না। সব পয়সা লাগছে। এত পয়সা থাকলে তো বাইরে চিকিৎসা করাতাম।’ রোগীর আত্মীয় ইনামুল হক, তিনিও ক্ষুব্ধ, বললেন, ‘আগে সব পাওয়া যেত। এখন কিছুই নেই। শুধু একরকম সেলাইন ছাড়া।’ তাঁরা কোথায় যাবেন?’ রোগীর পরিজন সুভাষ আকুড়ে জানালেন, ‘রোগী পড়ে আছেন, ওষুধ নেই, পরিষেবা নেই। বাইরে নিয়ে যাবার মত আমাদের ক্ষমতা নেই।’ প্রশাসন কবে সুব্যাবস্থা করবে কে জানে! এইভাবে রোগীদের পরিজনদের ক্ষোভ চরমে উঠেছে। রোগীর আত্মীয় আসগর আলি মল্লিক জানান, ‘আগে আমরা সব পেতাম। এখন কিছু নেই। কর্মীরা বলছেন তাঁদের কিছু করার নেই। তবে হাসপাতাল গুটিয়ে দেওয়া হোক। 

    চিকিৎসকের বক্তব্য

    একইরকম ভাবে অসহায় স্বাস্থ্য কেন্দ্রের (Purba Bardhaman) চিকিৎসকরা। মেনে নিলেন সরঞ্জামের অভাবে চিকিৎসা ব্যাহত হচ্ছে ভীষণভাবে। ডাঃ সায়ন জোয়ারদার বলেন, রোগীর পরিজনেরা রেগে যাচ্ছেন। তাঁদের ধৈর্য  রাখতে হচ্ছে। ২/৩ সপ্তাহ ধরে এমনটা হচ্ছে। যদিও ওষুধ সরবরাহ করার বিষয়টি তাঁদের নয়। তবু মানুষ হাসপাতালেই প্রথমে আসেন। তাঁরা জবাব চাইছেন। ডাঃ পায়েল মল্লিক, তিনি নতুন বিএমও এইচ। তিনি জানান, ‘সব বিষয়টি শুনেছি। আমি জেলায় সব জানিয়েছি। সমাধানের চেষ্টা চলছে। আশাকরি সমাধান হয়ে যাবে।’ এই সমাধানের অপেক্ষায় সাধারণ মানুষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • BJP: বিজেপি করার অপরাধে বাড়ি ভাঙচুর, দোকানে আগুন, অভিযুক্ত তৃণমূল

    BJP: বিজেপি করার অপরাধে বাড়ি ভাঙচুর, দোকানে আগুন, অভিযুক্ত তৃণমূল

    মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপি (BJP) কর্মীর বাড়িতে হামলার চালানোর অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। শুক্রবার ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কালগাং এলাকায়। অভিযোগ, বিজেপি করার অপরাধে এদিন সকালে উত্তম পণ্ডিত নামে এক ব্যক্তির বাড়িতে হামলা চালায় এলাকার জনা কয়েক তৃণমূল কর্মী। এরপর উত্তম পণ্ডিতের মাংসের দোকান ভাঙচুর চালিয়ে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। আর দল বেঁধে হামলা করার প্রতিবাদ করতে গেলে উত্তম পণ্ডিতের বাবা কাজল পণ্ডিতকে বেধড়ক মারধর করা হয়। পরে, হামলাকারীরা এলাকা ছেড়ে পালিয়ে যায়। গুরুতর জখম  অবস্থায় কাজলবাবুকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

    কী বললেন বিজেপি (BJP) কর্মী?

    বিজেপি (BJP) কর্মী উত্তম পণ্ডিত বলেন, ‘বিজেপি করি এটাই আমার অপরাধ। পঞ্চায়েত নির্বাচনের সময় প্রচুর হুমকি দিয়েছে ওরা। হুমকি উপেক্ষা করেই দলের হয়ে কাজ করেছি। এর আগেও একাধিক সময় আমার বাড়ি ভাঙচুর করা হয়েছে। এবার ভোট পর্ব মিটে যাওয়ার পর  এবারও আমাকে শিক্ষা দিতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায়। ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না। আমাকে না পেয়ে আমার বাবাকে বেধড়ক পেটায়। ওরা এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এসব করছে। বিষয়টি থানায় জানানো হয়েছে।’ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনার পর থেকেই এলাকা ছাড়া অভিযুক্তরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কী বললেন তৃণমূল নেতৃত্ব?

    তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হাজরা বলেন, এই ঘটনার সঙ্গে রাজনৈতিক যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। কারণ, এরকমভাবে হামলা চালানো তৃণমূলের কালচার নয়। তবুও, এই ঘটনার পরিপ্রেক্ষিতে রং না দেখে দোষী ব্যক্তিদের গ্রেফতার করতেও পুলিশকে জানানো হয়েছে। আমরা কোনওভাবে এই ধরনের ঘটনাকে সমর্থন করি না।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Buddhadeb Bhattacharjee: বাড়ল হিমোগ্লোবিনের মাত্রা, খেলেন স্যুপ, ভাল আছেন বুদ্ধদেব

    Buddhadeb Bhattacharjee: বাড়ল হিমোগ্লোবিনের মাত্রা, খেলেন স্যুপ, ভাল আছেন বুদ্ধদেব

    মাধ্যম নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শারীরিক অবস্থার ক্রমশই উন্নতি হচ্ছে। তিনি আগের থেকে অনেকটাই ভাল আছেন বলে জানা গিয়েছে হাসপাতাল সূত্রে। শুক্রবার সকালে জানা গিয়েছে সংক্রমণের মাত্রা খুব বেশি তাঁর শরীরে বাড়েনি বরং আগে যা ছিল তার থেকে কিছুটা অল্প হলেও কমেছে। শুক্রবারে নতুন করে তাঁর রক্তের রিপোর্টকরানো হয়। কিন্তু সেটিও স্বাভাবিক রয়েছে বলে দেখা যাচ্ছে।

    শুক্রবার বিকেলে বুদ্ধবাবুকে আমের রস খাওয়ানো হবে

     শুক্রবার বুদ্ধদেব ভট্টাচার্যকে (Buddhadeb Bhattacharjee) স্যুপ খাওয়ানো হয়েছে বলেও হাসপাতাল সূত্রে খবর মিলেছে। প্রসঙ্গত, আম খেতে চেয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। সেই কথা মাথায় রেখে বিকেলে তাঁকে আমের রস খাওয়ানোর পরিকল্পনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে এখনই রাইলস টিউব খোলা হচ্ছে না। তবে চেষ্টা করানো হচ্ছে তাঁকে মুখ দিয়ে খাওয়ানোর। আস্তে আস্তে এই অভ্যাসটা তৈরি করানো হবে। শুক্রবার সকালের মেডিকেল রিপোর্টে জানানো হয়েছে বুদ্ধদেব ভট্টাচার্যকে নন ইনসেটিভ ভেন্টিলেটরে রাখা হয়েছে। তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। বুদ্ধদেব ভট্টাচার্যকে বর্তমানে দেখাশোনা করছেন চিকিৎসক ধীমান গঙ্গোপাধ্যায়। তিনি কিছু পরামর্শ দিয়েছেন বুদ্ধবাবুকে (Buddhadeb Bhattacharjee)। বর্ষীয়ান চিকিৎসককে ছত্তিশগড় থেকে উড়িয়ে আনা হয়েছে বলে খবর। শুক্রবার বিকেলে ফের একবার মেডিকেল বোর্ড বসবে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই বলেই জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

    শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়েছে

     ইতিমধ্যে রক্ত পরীক্ষা করার পরে দেখা যাচ্ছে যে হিমোগ্লোবিনের পরিমাণও আগের থেকে বেশ খানিকটা বেড়েছে (Buddhadeb Bhattacharjee)।  আগের মতোই রাজনৈতিক নেতা-নেত্রী থেকে সমাজের বিভিন্ন ক্ষেত্রে কলাকুশলীরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে দেখতে যাচ্ছেন। বৃহস্পতিবারও সারাদিন তাঁর সঙ্গে হাসপাতালে উপস্থিত ছিলেন স্ত্রী মীরা ভট্টাচার্য এবং একমাত্র সন্তান সুচেতন ভট্টাচার্য। গত শনিবারে অসুস্থতার মাত্রা বাড়তে থাকায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। সেদিন হাসপাতালের মেডিকেল বুলেটিন সম্পর্কে জানানো হয় বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadeb Bhattacharjee) শ্বাসনালীতে সংক্রমণ রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Primary Teacher: অবাক কাণ্ড! থানায় লাইন দিয়ে মুচলেকা জমা দিলেন শিক্ষকরা, কেন জানেন?

    Primary Teacher: অবাক কাণ্ড! থানায় লাইন দিয়ে মুচলেকা জমা দিলেন শিক্ষকরা, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ‘সিলেকশান কমিটিতে কোনও আত্মীয় ছিলেন না’, এই মর্মে প্রাথমিক শিক্ষকদের থেকে হলফনামা নিচ্ছে পুলিশ। ২০১২ সালে নিয়োগ পাওয়া পূর্ব মেদিনীপুরের ৩,৯২৪ জন প্রাথমিক শিক্ষককে দ্রুত এই হলফনামা স্থানীয় পুলিশ স্টেশন ও প্রাইমারি স্কুল কাউন্সিলের অফিসে জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এরপরেই জেলার ২১টি থানায় লম্বা লাইনে দাঁড়িয়ে প্রাথমিক শিক্ষকদের এই হলফনামা জমা দিতে দেখা গিয়েছে।

    থানায় লাইন দিয়ে হলফনামা জমা দেওয়া নিয়ে কী বললেন প্রাইমারি শিক্ষক?

    আদালত সূত্রে জানা গিয়েছে, ২০০৯ সালের বিজ্ঞপ্তির ভিত্তিতে ২০১২ সালে প্রাথমিকে ঢালাও শিক্ষক নিয়োগ হয় রাজ্য জুড়ে। সেই নিয়োগে সিলেকশন কমিটিতে প্রার্থীদের আত্মীয়দের থাকার অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেন মৃণাল কান্তি মাইতি নামে এক ব্যক্তি। সেই মামলার সূত্র ধরেই ২০১২ সালের নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের থেকে হলফনামা চায় জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল। ৪ আগষ্টের মধ্যে এই হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। কিন্তু আচমকাই পুলিশের তরফ থেকেও ওই শিক্ষকদের ফোন করে থানাতেও হলফনামা জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়েই শুরু হয়েছে চাপানউতোর। জেলা পুলিশ সূত্রে খবর, জেলা শাসকের থেকে নির্দেশ পাওয়ার পরেই পুলিশের তরফ থেকেও  মুচলেকা জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। থানায় লাইন দিয়ে হলফনামা জমা প্রসঙ্গে এক শিক্ষক বলেন, মনে হচ্ছে আমরা কোনও অপরাধ করেছি। অন্য এক শিক্ষক বলেন, ‘শিক্ষা দফতর থেকে পুলিশের কাছে মুচলেকা জমা দেওয়ার কোনও নির্দশ নেই। কিন্তু আচমকা পুলিশের ফোন পেয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। এখন নির্দেশ মেনেই আমরা হলফনামা জমা দিয়েছি।’

    কি রয়েছে এই হলফনামায়?

    জেলা প্রাইমারি স্কুল কাউন্সিল সূত্রে জানা গিয়েছে, এই হলফনামায় নিজের নাম পরিচয় উল্লেখ করার পাশাপাশি ৩টি পয়েন্টের উল্লেখ করতে হচ্ছে। যেখানে ওই শিক্ষকদের জানাতে হচ্ছে, ‘আমি পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক স্কুল কাউন্সিলের ২০০৯ সালের নিয়োগ প্রক্রিয়ায় ২০১২ সালে চাকরি প্রাপ্ত প্রাথমিক শিক্ষক। ইন্টারভিউ বোর্ড বা সিলেকশন কমিটির এক বা একাধিক সদস্য আমার সঙ্গে সম্পর্কযুক্ত নয় এবং আমি ঘোষণা করছি, আমার দেওয়া বিবরণ মিথ্যা বা ভুল হলে আমার নিয়োগ বাতিল করা হবে এবং আমি প্যানেল কর্তৃক শাস্তিমূলক ব্যবস্থার জন্য দায়ী থাকব’। স্ট্যাম্প পেপারে এই হলফনামাটি লিখে এফিডেভিটের পর তা জেলা স্কুল কাউন্সিলে জমার পাশাপাশি প্রত্যয়িত কপি থানায় জমা দিতে বলা হয়েছে। প্রসঙ্গত, ২০১২ সালে প্রথমবার বেসরকারি সংস্থার মাধ্যমে পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয়। এই পরীক্ষায় বেসিক পাশ না থাকাদেরও বসতে সুযোগ দেওয়া হয় এবং ওই বছর বিপুল পরিমাণে নিয়োগ হয় রাজ্যে। যার মধ্যে পূর্ব মেদিনীপুর শীর্ষস্থানে ছিল বলে খবর। পরে এনসিইআরটি’র গাইডলাইন মেনে এই সমস্ত প্রাথমিক শিক্ষকদের বাধ্যতামূলক ভাবে উচ্চমাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর নিয়ে নতুন করে পাশ করতে হয় এবং ডিএড পাশ করে সেই সার্টিফিকেটও জমা করতে হয় সংসদে। এবার নতুন করে এই সমস্ত শিক্ষকদের হলফনামা দেওয়া নিয়েই জল্পনা শুরু হয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Suvendu Adhikari: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি ধরালেন শুভেন্দু! কেন জানেন?

    Suvendu Adhikari: রাজ্যের মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি ধরালেন শুভেন্দু! কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: চাকরির শর্ত লঙ্ঘন করেছেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, এই অভিযোগে কেন্দ্রকে চিঠি করলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। শুভেন্দু অধিকারীর অভিযোগ, চাকরির শর্ত ভেঙে হরিকৃষ্ণ দ্বিবেদী কেন্দ্র সরকারের সমালোচনায় গলা মেলাচ্ছেন। কেন্দ্র সরকারকে বার বার ওদের সরকার তোপ দাগছেন মুখ্যসচিব, এমনটাই অভিযোগ শুভেন্দুর।

    মুখ্যসচিবের বিরুদ্ধে কেন্দ্রকে চিঠি শুভেন্দুর (Suvendu Adhikari)

    কেন্দ্রকে চিঠি দিয়ে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) আবেদন জানিয়েছেন যেন অবিলম্বে হরিকৃষ্ণ দ্বিবেদীকে কারণ দর্শানোর নোটিশ ধরানো হয় এবং চাকরি জীবনের পরবর্তীকালে তিনি যে সুযোগ সুবিধাগুলো পাবেন সেখানে কাটছাঁট করা হয়। প্রসঙ্গত ১০০ দিনের কাজের বিপুল পরিমাণে দুর্নীতির অভিযোগে সেই খাতে টাকা বন্ধ করেছে কেন্দ্রীয় সরকার। গ্রামেগঞ্জের তৃণমূল নেতাদের বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। কয়েক মাস আগে উত্তর দিনাজপুর জেলায় তো ১০০ দিনের কাজের মাধ্যমে যে স্থানে পুকুর খনন দেখানো হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে ভুট্টার ক্ষেত। কেন্দ্রীয় প্রকল্পের টাকা আদায়ের দাবিতে বুধবারই সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি রাজ্যের আর্থিক অবস্থার বিবরণ দেন। পাশাপাশি কেন্দ্র সরকারের সমালোচনাও শোনা যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর গলায়। সেই সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রীর পাশে বসেছিলেন মুখ্যসচিব।

    কী বললেন শুভেন্দু

    বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বৃহস্পতিবারই বিধানসভায় অভিযোগ করেন, নবান্নের ওই সাংবাদিক সম্মেলনে কেন্দ্রের বিরুদ্ধে মন্তব্য করেছেন মুখ্যসচিব। কেন্দ্রীয় আধিকারিক হয়ে এমন মন্তব্য নিয়ম বহির্ভূত বলে দাবি করেছেন বিরোধী দলনেতা। বিধানসভার মিডিয়া পয়েন্টে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু যখন এই কথাগুলি বলছিলেন তখন তিনি একটি ভিডিও দেখান। ওই ক্লিপের বক্তব্যের ইংরেজি অনুবাদ জুড়ে বিরোধী দলনেতা কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট সচিব এবং অর্থ সচিবকে চিঠি করেছেন বলে জানা গিয়েছে। এ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বলেন, ‘‘একজন আধিকারিক যিনি কেন্দ্রীয় সরকারের দেওয়া এক্সটেনশন পেয়ে কাজ করছেন, তিনি কেন্দ্রীয় সরকারের অধীনস্থ। তিনি নিজের কর্মজীবনে যাবতীয় শর্ত লঙ্ঘন করে কেন্দ্রীয় সরকার বিরোধী মন্তব্য করেছেন। এটা নিয়ম বহির্ভূত। মুখ্যসচিবের মেয়াদ শেষ হয়ে গেলেও তার কাজের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।’’ বিরোধী দলনেতার আরও দাবি, তিনটি মন্ত্রকে চিঠি পাঠিয়ে মুখ্যসচিবকে শো-কজের দাবি জানানো হয়েছে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Murshidabad: জমি বিবাদে চলল গুলি, বোমা! কাঠগড়ায় পুলিশ-প্রশাসনের নিস্ক্রিয়তা

    Murshidabad: জমি বিবাদে চলল গুলি, বোমা! কাঠগড়ায় পুলিশ-প্রশাসনের নিস্ক্রিয়তা

    মাধ্যম নিউজ ডেস্ক: জমি বিবাদে চললো গুলি, ঘটনায় গুলিবিদ্ধ দুই। সেই সঙ্গে ঘটেছে ব্যাপক বোমাবাজি। বৃহস্পতিবার বিকেলের পর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল মধুরকুল অঞ্চলের সব্দলপুর এলাকায়। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। আক্রমণের মূলে পারিবারিক সম্পত্তির ভাগ নিয়ে বিবাদ বলে জানা গেছে। কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই রাজ্যর এই জেলায় রাজনৈতিক সংঘর্ষে ব্যাপক বোমাবাজি এবং গুলি চালানোর ঘটনা ঘটেছে। অবৈধ অস্ত্রের ব্যবহারে এই জেলার হিংসার খবর সংবাদপত্রের শিরোনাম ছুঁয়েছে। এবার পারিবারিক বিবাদেও অস্ত্র এবং বোমা ব্যবহারের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

    কীভাবে ঘটল ঘটনা (Murshidabad)?

    সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ডোমকলের (Murshidabad) সব্দলপুর এলাকায় দুই প্রতিবেশীর মধ্যে জমি দখলের লড়াই চলছিল। সমস্যা চরমে পৌঁছালে, চালানো হয় গুলি এবং করা হয় বোমাবাজি, এমনটাই অভিযোগ। ওই ঘটনায় সাহাবুদ্দিন বিশ্বাস (২৬) এবং মোজাম্মেল বিশ্বাস (৩৫) নামে দুই ব্যক্তি গুলিবিদ্ধ হলে জখম ব্যক্তিদের উদ্ধার করে নিয়ে আসা হয় ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। গুলি চালানোর অভিযোগ ওঠে প্রতিবেশী ইউসুফ বিশ্বাস, সইদুল বিশ্বাসের বিরুদ্ধে।

    আক্রান্ত পরিবারের বক্তব্য

    আক্রান্ত (Murshidabad) পরিবারের সদস্য বাচ্চু বিশ্বাস বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা প্রত্যেকে জোট পার্টি করে আর আমরা তৃণমূল পার্টি করি। জমি নিয়ে মূলত ৩-৪ বছর ধরে ঝামেলা চলছে। জমির দলিল এবং রেকর্ড আমাদের নামেই। আমার বাবার নামে জমির কাগজপত্র রয়েছে। কিন্তু ওদের নামে কিছুই নেই। গতকালও আমাদের উপর বোমা নিয়ে হামলা করে। এরপর থানায় জিডি করলেও পুলিশ উপযুক্ত ব্যবস্থা নেয়নি। পাশাপাশি বেআইনি ভাবে জমি রেকর্ড করার চেষ্টা করে অভিযুক্ত পক্ষ। কিন্তু আজকে বিকেলের পরপরই মুখ ঢেকে সাহাবুদ্দিন বিশ্বাস, সইদুল বিশ্বাস, মুজাম্মেল বিশ্বাস ও গাইজুল বিশ্বাস সহ আরও অনেক ব্যক্তি বোমা নিয়ে আক্রমণ করে। সেই সঙ্গে প্রত্যেকের হাতেই পিস্তল ছিল। আক্রান্ত পরিবারের আরেক সদস্য শাহউদ্দিন বিশ্বাস বলেন, আমরা বাড়িতে যাওয়ার পরই দেখি পাশের বাড়ি থেকে বোমা-গুলি ছুড়তে শুরু করে। এই ঘটনায় ইউসুফ বিশ্বাস এবং সইদুল বিশ্বাস দুজনের হাতেই মেশিন দেখেছি। মূলত জমির অধিকার নিয়ে আমাদের সঙ্গে বিবাদ ছিল ওদের।  

    একটি পারিবারিক বিবাদে কীভাবে এই বন্দুক এবং বোমাবাজির ঘটনা ঘটল, তা নিয়ে পুলিশের সক্রিয়তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে।

           

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • TMC: টোল প্লাজায় গাড়ি আটকানো অপরাধ! টোল কর্মীকে গলা ধাক্কা তৃণমূল সাংসদের, ভাইরাল ভিডিও

    TMC: টোল প্লাজায় গাড়ি আটকানো অপরাধ! টোল কর্মীকে গলা ধাক্কা তৃণমূল সাংসদের, ভাইরাল ভিডিও

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃণমূলের (TMC) জেলা সভাপতি অনুব্রত মণ্ডল প্রকাশ্যে এক পুলিশ আধিকারিককে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন। প্রশাসনের কর্তাদের গায়ে হাত তোলার নজিরও রয়েছে শাসক দলের নেতাদের বিরুদ্ধে। এবার টোল প্লাজায় কিছুক্ষণ গা়ড়ি দাঁড় করানোর ‘অপরাধে’ এক টোল কর্মীকে গলা ধাক্কা দিয়ে মারতে উদ্যত হলেন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল। আর টোল প্লাজার সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই দৃশ্য। সিসি ক্যামেরার এই ভিডিও ফুটেজটি বৃহস্পতিবার রাতে ‘ভাইরাল’ হয়েছে।

    ঠিক কী ঘটনা ঘটেছে?

    ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, সাদা রঙের একটি গাড়ি টোলপ্লাজার সামনে দাঁড়ালো। টোল প্লাজার কর্মী এসইউভি গাড়িটিকে দাঁড় করান। গাড়ির চালক সঙ্গে সঙ্গে সামনে থাকা ব্যারিয়ারটিকে ধাক্কা মারে। গাড়ির ধাক্কায় তা পড়ে যায়। সেটি টোলকর্মী তুলে পাশে সরিয়ে রাখেন। ঠিক তার ১০ সেকেন্ড পরেই গাড়ি থেকে নীল পাঞ্জাবি আর সাদা পাজামা পরে থাকা এক ব্যক্তি মারমুখি অবস্থায় ছুটে আসেন। ওই টোল কর্মীকে গলায় ধাক্কা দেন। তারপর দেখা যায় তিনি কর্মীর দিকে হাত তুলে মারতে যাচ্ছেন। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, মারতে উদ্যত হওয়া ব্যক্তিটি হলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল (TMC) সাংসদ সুনীল মণ্ডল। আর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার পৌনে একটা নাগাদ দুর্গাপুর এক্সপ্রেসওয়ের উপর মেমারির পালসিট টোলপ্লাজায়।

    কী বললেন টোলপ্লাজার কর্মী?

    টোলপ্লাজার কর্মী উজ্জ্বল সিং সর্দার বলেন, আমি ভিআইপি গেটে ডিউটি করছিলাম। সেই সময় একটি গাড়ি এসে দাঁড়ায়। গাড়ির মধ্যে কে আছে তা দেখতে চাই। তখনই গাড়ির চালক ব্যারিয়ারে ধাক্কা মারে। আমি বেরিয়ারটিকে সরিয়ে রাখতেই গাড়ি থেকে বেরিয়ে একজন এসে আমাকে গলা ধাক্কা দেন। পরে, জানতে পারি তিনি তৃণমূলের (TMC) এমপি। আমাকে ক্ষমা চাইতে হয়। আমি নিজের ডিউটি করছিলাম। কিন্তু, তিনি যে ভাবে আচরণ করলেন তাতে খুব কষ্ট পেয়েছি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Dengue: সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত কিট! ডেঙ্গি পরীক্ষা করাতে গিয়ে নাজেহাল রোগীরা!

    Dengue: সরকারি হাসপাতালে নেই পর্যাপ্ত কিট! ডেঙ্গি পরীক্ষা করাতে গিয়ে নাজেহাল রোগীরা!

    মাধ্যম নিউজ ডেস্ক: গত কয়েক বছরের ধাক্কার পরেও বদল হয়নি পরিস্থিতি। সরকারি হিসাবে গত বছরে এ রাজ্যের প্রায় ৭০ হাজার মানুষ ডেঙ্গি (Dengue) আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তারপরেও এ বছরে কি বিশেষ হেলদোল দেখা যাচ্ছে? রোগ মোকাবিলায় সরকার কি সক্রিয়তা দেখাচ্ছে? ডেঙ্গির বিষয়ে সাম্প্রতিক রোগী হয়রানির অভিযোগ এই প্রশ্নগুলোকে আরও জোরালো করছে।

    কী অভিযোগ তুলছেন ভুক্তভোগীরা (Dengue)? 

    এ রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী ও পরিবারের একাংশের অভিযোগ, চলতি সপ্তাহে একাধিক সরকারি হাসপাতালে জ্বর, কাশি এবং হাতে-পায়ে যন্ত্রণার মতো উপসর্গ নিয়ে গেলেও ডেঙ্গি (Dengue) পরীক্ষা হয়নি। হাসপাতালের তরফে তাদের জানানো হয়েছে, প্রয়োজনীয় সরঞ্জাম নেই। তাই ডেঙ্গি পরীক্ষা করা যাচ্ছে না। তাদের পরামর্শ দেওয়া হয়েছে মেডিক্যাল কলেজ কিংবা বাইরে থেকে ডেঙ্গি পরীক্ষা করিয়ে নেওয়া দরকার। 
    ভুক্তভোগীদের অভিযোগ, অধিকাংশ ক্ষেত্রেই এই অভিজ্ঞতা হচ্ছে জেলার হাসপাতালগুলোতে। যার জেরে ডেঙ্গির উপসর্গ নিয়েই রোগীকে থাকতে হচ্ছে। সামান্য পরীক্ষা করানোর জন্য অসুস্থ ব্যক্তি কয়েক কিলোমিটার দূরের হাসপাতালে যেতে বাধ্য হচ্ছেন। অনেক সময় এক জেলা থেকে আরেক জেলায় যেতে হচ্ছে। আর তার পরে পরীক্ষা করে জানা যাচ্ছে তার সংক্রমণ হয়েছে কিনা। এতেই বাড়ছে বিপদ।

    কোন বিপদের আশঙ্কা করছে বিশেষজ্ঞ মহল (Dengue)? 

    ডেঙ্গি প্রতিরোধে সবচেয়ে জরুরি সময় মতো সংক্রমণ আটকানো এবং রোগীর চিকিৎসা করা। এমনই জানাচ্ছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মহল। কিন্তু যেভাবে ডেঙ্গি পরীক্ষা করতেই বাড়তি সময় ব্যয় হচ্ছে, তাতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যাচ্ছে। এমনটাই আশঙ্কা করছে বিশেষজ্ঞদের একাংশ। তারা জানাচ্ছে, ডেঙ্গির উপসর্গ থাকা ব্যক্তির যদি সংক্রমণ হয়ে থাকে, আর তিনি এক হাসপাতাল থেকে আরেক হাসপাতাল বিনা চিকিৎসায় ঘুরে বেড়াচ্ছেন, তাতে একদিকে তাঁর সময় মতো চিকিৎসার সুযোগ কমছে। তাঁর শরীরের অবনতি হওয়ার ঝুঁকি বাড়ছে। তেমনি তাঁর থেকে, তাঁর পরিবার ও এলাকার মানুষের মধ্যে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও কয়েক গুণ বেড়ে যাচ্ছে। ডেঙ্গির মতো সংক্রামক রোগ রুখতে তাই উপসর্গ থাকা রোগীর দ্রুত রোগ নির্ণয় সবচেয়ে জরুরি। ডেঙ্গি (Dengue) আক্রান্ত নিশ্চিত হলে রোগীকে আলাদাভাবে রাখা এবং তার চিকিৎসা অত্যন্ত জরুরি। সামান্য পরীক্ষার জন্য যদি রাজ্যবাসীকে শুধুমাত্র মেডিক্যাল কলেজ নির্ভর হতে হয়, তাহলে পরিস্থিতি আরও ভয়ানক হবে বলেই তাদের আশঙ্কা। জেলা হাসপাতাল নয়। ডেঙ্গি পরীক্ষার কিট স্বাস্থ্য কেন্দ্রে পর্যাপ্ত রাখতে হবে। তবেই দ্রুত রক্ত পরীক্ষার মাধ্যমে রোগ নির্ণয় সম্ভব হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। এমনটাই মনে করছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞ মহল।

    কী বলছেন স্বাস্থ্যকর্তারা (Dengue)? 

    স্বাস্থ্যকর্তারা অবশ্য জানাচ্ছেন, জুলাই মাস থেকে রাজ্যে ডেঙ্গি (Dengue) পরীক্ষার চাহিদা বেড়েছে। গত এক মাসে ডেঙ্গিতে নতুন করে আক্রান্তের সংখ্যা হয়েছে ৭০০-র কাছাকাছি। আগস্টের প্রথম সপ্তাহেও সেই ধারা এক রকম আছে। তাই অনেক হাসপাতাল বিশেষত নদিয়া, উত্তর চব্বিশ পরগনা ও হুগলি জেলার কিছু হাসপাতালে সাময়িক সঙ্কট হয়েছিল। কিন্তু তা মিটে গিয়েছে বলেও দাবি করছেন রাজ্যের স্বাস্থ্যকর্তারা। পাশপাশি তাঁরা জানান, রাজ্য সরকারের তরফে স্বাস্থ্য মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রয়োজনীয় কিট যাতে পাওয়া যায় এবং ডেঙ্গি রোগীর যাতে কোনও রকম অসুবিধা না হয়, তা নিশ্চিত করতে তৎপর স্বাস্থ্য ভবন। এমনই জানিয়েছে স্বাস্থ্য কর্তাদের একাংশ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Nadia: নদিয়ায় ডেঙ্গির বলি আরও এক, আক্রান্তের সংখ্যা ১৫০০ পার, জেলাজুড়ে আতঙ্ক

    Nadia: নদিয়ায় ডেঙ্গির বলি আরও এক, আক্রান্তের সংখ্যা ১৫০০ পার, জেলাজুড়ে আতঙ্ক

    মাধ্যম নিউজ ডেস্ক: নদিয়াতে (Nadia) আবারও ডেঙ্গির বলি হলেন একজন। এই নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬। আক্রান্ত প্রায় ১৫০০-র উপরে। আতঙ্কে গোটা জেলাবাসী। গোটা রাজ্যজুড়ে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নদীয়া জেলাও তার ব্যতিক্রম নয়। গত বছরের তুলনায় এবছর রেকর্ড মাত্রা ছাড়িয়েছে ডেঙ্গি আক্রান্ত। যত দিন যাচ্ছে ততই বেড়ে চলেছে ডেঙ্গি সংক্রমণের হার। যার কারণে যথেষ্ট চিন্তায় রয়েছে জেলা স্বাস্থ্য দফতর।

    কী বললেন মৃতের পরিবারের লোকজন?

    হাসপাতাল ও পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম রতন কর্মকার। তাঁর বাড়ি নদিয়ার (Nadia) রানাঘাটের নন্দীঘাট এলাকায়। বয়স আনুমানিক ৭০ বছর। প্রায় ৭-৮ দিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি। প্রাথমিকভাবে বাড়িতেই চিকিৎসা চলছিল তাঁর। প্লেটলেট অনেকটা কমে যাওয়ায় অবশেষে তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্যু হয়। চিকিৎসকরা মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গি পজিটিভ-এর কথা জানিয়েছেন। এ বিষয়ে মৃত রতনবাবুর বউমা বিথীকা কর্মকার বলেন, বাড়িতেই চিকিৎসা করা হচ্ছিল। তিন-চার দিন চিকিৎসার পর অনেকটা সুস্থ হয়ে গিয়েছিলেন। স্যালাইন চলছিল, কিন্তু, প্লেটলেট কমে যাওয়ার কারণে আবারও অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে ভর্তি করার পরই তাঁর মৃত্যু হয়।

    কী বললেন জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক?

    এই প্রথম নয়, এর আগেও ডেঙ্গির বলি হয়েছেন আরও পাঁচজন। নদিয়া (Nadia) জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে দিন দিন বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বিভিন্ন হাসপাতালে আক্রান্তের সংখ্যা অনুযায়ী বেডের পরিমাণ অনেকটা কম থাকায় মেঝেতে শুয়েই চলছে চিকিৎসা। ‌যদিও জেলা স্বাস্থ্য দফতরের এক আধিকারিক বলেন, স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মাইক প্রচার করে চালানো হচ্ছে সচেতনতা বার্তা। পঞ্চায়েত এবং স্বাস্থ্য দফতরের তরফ থেকে বিভিন্ন এলাকায় ডেঙ্গি সংক্রমণ দমনে চলছে কীটনাশক স্প্রে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Road Accident: লরির ধাক্কায় মৃত খুদে পড়ুয়া! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার বেহালায়

    Road Accident: লরির ধাক্কায় মৃত খুদে পড়ুয়া! পুলিশ-জনতা খণ্ডযুদ্ধে ধুন্ধুমার বেহালায়

    মাধ্যম নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনায় (Road Accident) এক স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে শুক্রবার অগ্নিগর্ভ হয়ে উঠল বেহালা। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার নাম সৌরনীল সরকার। এই ঘটনার জেরে ধুন্ধুমার বেঁধে যায় গোটা এলাকায়। জনতার রোষে পুলিশের ভ্যান দাউ দাউ করে জ্বলতে থাকে বেহালায়। সরকারি বাসেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পাল্টা পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছোড়ে। স্থানীয়দের বিক্ষোভে অবরুদ্ধ হয়ে পড়ে গোটা এলাকা। পাশাপাশি ডায়মন্ড হারবার রোডও বিক্ষুব্ধ জনতা অবরোধ করে। অভিযোগ, দুর্ঘটনার (Road Accident) পর লরিচালককে ধরা গেলেও, পুলিশ তাকে ছেড়ে দিয়েছে। পরে, সকাল দশটা নাগাদ কোনা এক্সপ্রেসওয়ের বাবলাতলা নামক জায়গা থেকে লরি চালককে গ্রেফতার করেছে হাওড়া ট্রাফিক পুলিশ।

    জনতা-পুলিশ খণ্ডযুদ্ধ

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শুক্রবার সকাল সাড়ে ছটা নাগাদ মাটি বোঝাই একটি লরি প্রচণ্ড গতিতে এসে ধাক্কা মারে বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রকে। তার বাবা ছিটকে গিয়ে পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই খুদে পড়ুয়ার (Road Accident)। গুরুতর জখম তার বাবা সরোজ সরকারকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিদ্যাসাগর হাসপাতালে। সেখান থেকে তাঁকে পাঠানো হয়েছে এসএসকেএম হাসপাতালে। বর্তমানে, এসএসকেএম-এর ট্রমা সেন্টারে চিকিৎসাধীন পড়ুয়ার বাবা। এদিকে, এই দুর্ঘটনার পরই রাস্তা অবরোধ বিক্ষোভ দেখাতে শুরু করে স্থানীয় মানুষজন। রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। পুলিশ ভ্যানে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা। পুলিশ-জনতা খণ্ডযুদ্ধ বেধে যায় (Road Accident)। পথচলতি সাধারণ মানুষকে এই কারণে ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়তে হয়। এরপরে পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশবাহিনী। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল বাহিনী ও পুলিশের তরফে কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে বলে খবর রয়েছে।

    বিক্ষোভকারীদের দাবি

    এদিন বিক্ষোভকারীরা বলতে থাকেন যে পুলিশ নিজের কাজ করে না। ঘুষ খেতে ব্যস্ত। পুলিশ সচেষ্ট হলে এমন ঘটনা কি ঘটতে পারে? এদিন স্কুলের অভিভাবকদের মুখেও শোনা যায় ক্ষোভের সুর। তাঁরা ট্রাফিক পুলিশের বিরুদ্ধে অভিযোগ এনে বলতে থাকেন যে স্কুলের সামনে কোনও ট্রাফিক পুলিশ থাকে না। দূরে যারা বসে থাকে তারা সবসময় ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে। অন্যদিকে বড়িশা হাইস্কুলের প্রধান শিক্ষক বলেন, ‘‘আমার একটি ছেলেকে এইভাবে হারাতে হবে (Road Accident) আমি বিশ্বাস করতে পারছি না। পুলিশ যদি সচেতন হতো, তাহলে এই ঘটনা ঘটত না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share