Cossipore BJPY Worker Death: নজরে রহস্যময় গাড়ি, কাশীপুরে বিজেপি কর্মীর মৃত্যু-তদন্তে গঠিত ৪ সদস্যের সিট

WhatsApp_Image_2022-05-09_at_1656.47

মাধ্যম নিউজ ডেস্ক : কাশীপুরের (Cossipore) বিজেপি (BJP) কর্মী অর্জুন চৌরাশিয়ার (Arjun Chaurasia) মৃত্যুর ঘটনায় চার সদস্যের ‘সিট’  (SIT probe) তৈরি করল রাজ্য সরকার (Bengal government)। চিৎপুর থানা ও হোমিসাইড বিভাগের চার সদস্যকে নিয়ে গঠন করা হল বিশেষ তদন্তকারী দল। রবিবারই অর্জুনের ভাইয়ের সঙ্গে দেখা করে বেশ কিছু তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন তদন্তকারীরা। সংগ্রহ করা হয় অর্জুনের ইমেল পাসওয়ার্ড ও মোবাইল নম্বরও। গত শুক্রবার কাশীপুরের এক পরিত্যক্ত আবাসন থেকে মেলে অর্জুনের ঝুলন্ত মৃতদেহ। পরিবারের সদস্যদের দাবি, বিজেপি যুব মোর্চার (BJPY) সংগঠক অর্জুনকে গত পুরসভা নির্বাচনের সময় থেকেই টার্গেট করেছিল তৃণমূল কংগ্রেসের গুণ্ডারা। আজ সোমবারই শেষকৃত্য হওয়ার কথা অর্জুনের।
অর্জুনের মা লছমিনা চৌরাশিয়ার ও তাঁর ভাইয়ের দাবি, অর্জুনের মৃত্যুর আগের দিন, বৃহষ্পতিবার অনেক রাত পর্যন্ত কাশীপুর রেলওয়ে কলোনীতে তাঁদের বাড়ির কাছে, একটা গাড়ি দাঁড়িয়ে ছিল। তখনই ঘরে ফিরেই আবার বেরিয়ে যায় অর্জুন। যদিও তখন বাইরে কাউকেই দেখেননি তিনি। অর্জুনের মায়ের দাবি, পরে একটা কথা কাটাকাটি কানে আসে। কেউ যেন বলছে, “মেরে গুম করে দেব। কেউ খুঁজে পাবে না।” লছমিনার অভিযোগ তাঁর ছেলেকেই কেউ হুমকি দিয়েছিল।
তদন্তকারী সিটের সামনে এখন চ্যালেঞ্জ, কোন সে রহস্যময় গাড়ি, যা গভীর রাত পর্যন্ত দাঁড়িয়ে ছিল বিজেপি যুব মোর্চার কর্মী অর্জুন চৌরাশিয়ার বাড়ির সামনে? কে বা কারা ছিল সেই গাড়ির আরোহী? তারাই কি হুমকি দিয়েছিল অর্জুনকে? তদন্তকারীরা এখন কিছুই বলতে রাজি নন। পোস্টমর্টেমের চূড়ান্ত রিপোর্ট মিলবে  এসপ্তাহেই। তখনই অনেক রহস্যের জট খোলার সম্ভাবনা।  

 

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share