Omicron BF.7: চিনে আতঙ্ক সৃষ্টি করা ‘BF.7’ কোভিড ভ্যারিয়েন্টর হদিশ এদেশেও! বিপদ কতটা?

corona_china

মাধ্যম নিউজ ডেস্ক: করোনার (Covid 19) করাল গ্রাসে চিন (China)! প্রতিদিন মৃত্যুর কবলে ঢলে পড়ছেন বহু মানুষ। শ্মশানঘাটগুলিতে লাশের পাহাড়। যদিও শি জিনপিং সরকারের দাবি, দেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে। তবে কেবল চিন নয়, বিশ্বের আরও কয়েকটি দেশেও চোখ রাঙাচ্ছে মারণ ভাইরাস করোনার নতুন ভ্যারিয়েন্ট (Omicron BF.7)।

জিনোম সিকোয়েন্সিং…

ঘটনার জেরে উদ্বেগ বাড়ছে ভারতেও (India)। বুধবার দেশের করোনা পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছিল কেন্দ্রীয় সরকার। এদিন বিকেলে জানা গিয়েছে, করোনার যে ভ্যারিয়েন্টের কারণে চিনে সংক্রমণের লেখচিত্র ঊর্ধ্বমুখী, তার খোঁজ মিলেছে ভারতেও। করোনা সংক্রমিত রোগীদের জিনোম সিকোয়েন্সিংয়ের মাধ্যমে জানা গিয়েছে, আচমকা সংক্রমণ বৃদ্ধির পিছনে রয়েছে করোনার সাব ভ্যারিয়েন্ট বিএফ. ৭ (Omicron BF.7)। চিনে সংক্রমিত সিংহভাগ মানুষের দেহেই মিলেছে করোনার এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ। কেবল চিন নয়, আমেরিকা, ব্রিটেন, বেলজিয়াম, জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক সহ বিভিন্ন দেশেও এই সাব ভ্যারিয়েন্টের খোঁজ মিলেছে। বিশেষজ্ঞদের মতে, করোনার (Covid 19) অন্যতম শক্তিশালী রূপ ওমিক্রনেরই সাব ভ্যারিয়েন্ট হল বিএফ. ৭। ওমিক্রনের বিএ.৫ থেকে সাব ভ্যারিয়েন্ট হিসেবে সৃষ্টি হয়েছে এই ভাইরাসের।

আরও পড়ুন: দেশে মিলল করোনার নতুন ভ্যারিয়েন্ট! রাজ্যে কোভিড নজরদারিতে বিশেষ কমিটি

বিএফ. ৭ (Omicron BF.7) সাব ভ্যারিয়েন্টের অন্যতম প্রধান বৈশিষ্ট্য হল, এটি অত্যন্ত সংক্রমণশীল। শরীরে এই ভাইরাসের স্থায়িত্ব তুলনামূলকভাবে অনেকখানি কম। ফলে দ্রুত যেমন সংক্রমণ ছড়াতে পারে, তেমনই সংক্রমিত হল, দ্রুত তা ছড়িয়ে পড়ে গোটা শরীরে। জানা গিয়েছে, করোনার এই সাব ভ্যারিয়েন্ট এতই শক্তিশালী যে যাঁরা টিকাপ্রাপ্ত, তাঁরাও যে কোনও সময় করোনা সংক্রমিত হতে পারেন। তবে এই সংক্রমণ প্রাণঘাতী রূপ নিতে পারে কি না, তা এখনও জানা যায়নি।

এদিকে, দেশে করোনার (Covid 19) বাড়বাড়ন্ত রুখতে বুধবার জরুরি বৈঠকে বসে কেন্দ্র। এমতাবস্থায় জনবহুল স্থানে মাস্ক পরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে দেশবাসীকে। সরকারের তরফে এও জানানো হয়েছে, অযথা ভীত হওয়ার কোনও প্রয়োজন নেই। এদিন বৈঠক শেষে ট্যুইট করেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনশুখ মাণ্ডব্য। ট্যুইট বার্তায় তিনি লেখেন, কোভিড এখনও অতীত হয়নি। আমি সংশ্লিষ্ট সব মহলকে এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি। আমরা যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share