RBI Recruitment: রিজার্ভ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ! বেতন শুনলে চোখ কপালে উঠবে

job

মাধ্যম নিউজ ডেস্ক: রিজার্ভ ব্যাঙ্কে নিয়োগের (RBI Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশ। শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। বেতন মিলবে লক্ষাধিক টাকা। আবেদন জানাতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে।

নিয়োগের খুঁটিনাটি

কোন পদে নিয়োগ:

নিয়োগ হবে গ্রেড ‘বি’ অফিসার (জেনারেল), গ্রেড ‘বি’ অফিসার (ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড পলিসি রিসার্চ) এবং গ্রেড ‘বি’ অফিসার (ডিপার্টমেন্ট অব স্ট্যাটিস্টিক্স অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট) পদে

শূন্যপদের সংখ্যা:

২৯১ টি পদে হবে এই নিয়োগ

নিয়োগস্থল:

দেশজুড়েই করা হবে নিয়োগ

শিক্ষাগত যোগ্যতা:

গ্রেড ‘বি’ অফিসার (জেনারেল) পদের জন্য প্রার্থীদের যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন বা সমতুল টেকনিক্যাল বা পেশাদারি কোর্সে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। যদি যে কোনও বিষয়ে গ্র্যাজুয়েশন বা সমতুল টেকনিক্যাল বা পেশাদারি কোর্সে ন্যূনতম ৫৫ শতাংশ নম্বর থাকে, তা হলেও আবেদন জানাতে পারবেন প্রার্থীরা

বয়স সীমা:

প্রার্থীকে অবশ্যই ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে

বেতন:

নিয়োগের পর প্রাথমিক ভাবে মোট মাসিক বেতন হবে ১,১৬,৯১৪ টাকা

নির্বাচন পদ্ধতি:

অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নিয়োগ করা হবে

আবেদন পদ্ধতি:

আগ্রহী প্রার্থীদের অনলাইনেই করতে হবে আবেদন। আরবিআই-র অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে করতে হবে আবেদন

আবেদন শুরুর তারিখ:

৯ মে থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া

আবেদনের শেষ তারিখ:

৯ জুন আবেদনের শেষ তারিখ

কীভাবে করবেন আবেদন?

প্রথমেই আপনাকে ঢুকতে হবে ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট opportunities.rbi.org.in এ

এরপরে হোম পেজে আপনাকে দেখাবে বর্তমান শূন্যপদ, সেখানে ক্লিক করতে হবে

এখানে আপনাকে একটি লিংক দেখাবে, অফিসার্স ইন গ্রেড বি

এই লিংকে ক্লিক করার পরে অ্যাপ্লিকেশন ফর্ম এর লিংক দেখাবে

এরপরে যাবতীয় তথ্য এবং নথি দিয়ে আবেদন পত্রটি ফিলাপ করতে হবে

তারপর ফি অনলাইনে জমা দিতে হবে

সবকিছু সম্পন্ন হওয়ার পরে আপনাকে একটি প্রিন্ট কপি বের করতে হবে

আবেদন ফি:

জেনারেল এবং ওবিসি প্রার্থীদের আবেদন ফি ৮৫০ টাকা এবং তপশিলি জাতি এবং তপশিলি উপজাতিদের আবেদন ফি ১০০ টাকা

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share