FIFA: তিন মহাদেশের ৬টি দেশে মহাযজ্ঞ! ২০৩০ বিশ্বকাপ ফুটবল কোথায় কোথায় হবে, জানাল ফিফা

parliament_(33)

মাধ্যম নিউজ ডেস্ক: ফিফা বিশ্বকাপের শতবর্ষ পূর্তিকে স্মরণীয় করে রাখতে ২০৩০ সালে ফুটবল বিশ্বকাপ হবে ৬টি দেশ মিলিয়ে। ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বুধবার একসঙ্গে পর পর দুটি বিশ্বকাপের আয়োজক দেশের নাম ঘোষণা করেছে। ২০৩০ সালের বিশ্বকাপ (FIFA Worlfd Cup 2030) আয়োজন করবে ইউরোপ, আফ্রিকা ও লাতিন আমেরিকার ৬টি দেশ। অন্যদিকে, ২০৩৪ সালের বিশ্বকাপ এককভাবে আয়োজন করবে সৌদি আরব। উল্লেখ্য, ২০২৬ সালের বিশ্বকাপ হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়।

২০৩০ বিশ্বকাপের আয়োজক

১৯৩০ সালে উরুগুয়েতে প্রথমবার ফুটবল বিশ্বকাপের বল গড়িয়েছিল। সেই নিরিখে বিচার করলে ২০৩০ সালে শতবর্ষ বিশ্বকাপ ফুটবলের। সেই কারণে মরোক্কো, স্পেন ও পর্তুগালের পাশাপাশি দক্ষিণ আমেরিকার তিনটি দেশেও ম্যাচ আয়োজন করা হবে। ২০৩০ বিশ্বকাপ (FIFA Worlfd Cup 2030) আসলে তিন মহাদেশের ছ’টি দেশে হবে। ফিফার বিশেষ কংগ্রেসে ভার্চুয়াল ভোটাভুটির মাধ্যমে বুধবার এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। মূল আয়োজক হিসেবে থাকছে স্পেন, পর্তুগাল ও মরক্কো। শতবর্ষ উদযাপনের ম্যাচগুলি আয়োজিত হবে উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে।

সৌদি আরবে প্রথমবার

অন্যদিকে, ২০৩৪ সালের বিশ্বকাপের (FIFA Worlfd Cup 2034) জন্য সৌদি আরব ছিল একমাত্র আবেদনকারী দেশ। তাই ভোটাভুটির প্রক্রিয়া ছিল সহজ। একক আয়োজক হিসেবে পশ্চিম এশিয়ার এই দেশটিকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয়। বুধবার ভার্চুয়াল কংগ্রেসে ফিফার ২১১টি সদস্য দেশের প্রতিনিধিরা ভিডিও লিঙ্কের মাধ্যমে ভোটাভুটিতে অংশ নেন। প্রস্তাবিত আয়োজকদের নাম আনুষ্ঠানিকভাবে পেশ করা হয় এবং প্রতিনিধিদের সমর্থন জানানোর আহ্বান জানানো হয়। আয়োজক দেশের তালিকায় কোনও প্রতিদ্বন্দ্বী না থাকায় প্রক্রিয়াটি খুবই স্বচ্ছ ও সহজ ছিল। মধ্যপ্রাচ্যের দ্বিতীয় দেশ হিসেবে বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব। ২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হয়েছিল বিশ্বকাপ। ২০৩৪ সালে ফের মধ্যপ্রাচ্যেই ফিরছে বিশ্বকাপ ফুটবল। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share