FIFA World Cup 2026: কাতারের বিরুদ্ধে নিখুঁত ফুটবল খেলবে ভারত, কুয়েতকে হারিয়ে আত্মবিশ্বাসী স্টিম্যাচ

1700469416_new-project-1

মাধ্যম নিউজ ডেস্ক: রোহিতদের পর এবার সুনীলদের প্রেরণা জোগানোর পালা। সদ্য শেষ হওয়া ক্রিকেট বিশ্বকাপের শেষ লগ্নে এসে আশাহত হয়েছেন রোহিতরা। মন ভেঙেছে ১৪০ কোটির। ক্রিকেট বিশ্বে ভারত দাপট দেখালেও বিশ্ব ফুটবলে ভারত বেশ কিছুটা পিছিয়ে। তবে আশায় বুক বাঁধতে দোষ নেই। ভালো ছন্দে রয়েছে ভারতীয় ফুটবলাররা। একের পর এক ম্যাচে ভালো পারফর্ম করে চলেছে। ইগর স্টিম্যাচের কোচিংয়ে দল নতুন রূপ পেয়েছে।

সতর্ক স্টিম্যাচ

ভারতীয় ফুটবল তাঁর কোচিংয়ে বিশ্বকাপের বাছাই পর্বে বিদেশের মাটিতে পেয়েছে ভালো ফল। চার বছর আগে, বিদেশের মাটিতে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে গোলশূন্য ড্রয়ের পর, গত সপ্তাহে কুয়েতের বিরুদ্ধে জয় মনবল বাড়িয়ে দিয়েছে ভারতীয় ফুটবল দলের। আগামীকাল ভারত মুখোমুখি হতে চলেছে কাতারের। ম্যাচের আগে কোচ স্টিম্যাচ জানান, কাতারের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। রক্ষণ ভাগকে ঠিকঠাক থাকতে হবে এবং মনোযোগ দিয়ে খেলতে হবে। ২১ নভেম্বর, মঙ্গলবার স্টিম্যাচ বাহিনী মুখোমুখি হবে এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের। স্টিম্যাচ জানান, ‘কাতার খুবই ভালো টিম। ওরা অত্যন্ত শক্তিশালী। ওরা আফগানিস্তানের বিরুদ্ধে আরো ৮ গোল করতে পারত। আমি জানি ম্যাচটা অত্যন্ত কঠিন হবে আমাদের জন্য, তবুও আমাদের খেলতে হবে। আমাদের রক্ষণ ভাগকে ঠিকঠাক খেলতে হবে এবং ম্যাচের উপর মনোযোগ দিতে হবে। আমরা জানি আমাদের কি করতে হবে।’

আরও পড়ুন: বিহ্বল শামিকে জড়িয়ে ধরলেন মোদি! প্রধানমন্ত্রী প্রেরণা জুগিয়েছেন বললেন জাদেজা

প্রসঙ্গ কুয়েত-ম্যাচ

গত সপ্তাহে ১-০ গোলে কুয়েত সিটিরর বিরুদ্ধে জয় এসেছিল ভারতের। সেই জয় প্রসঙ্গে ভারতের কোচ বলেন, ‘বিদেশের মাটিতে কুয়েতের বিরুদ্ধে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। সেই ম্যাচ জিততে পেরে আমরা খুবই খুশি হয়েছি। কুয়েতও একটি শক্তিশালী দল। তবে, সেদিন আমাদের ছেলেদের মধ্যে যে আত্মবিশ্বাস, যে মাইন্ডসেট ছিল, আমি আশাবাদী ছিলাম জয় আমাদেরই হবে। তবে কিছু ক্ষেত্রে আমি চিন্তিত ছিলাম যেমন বল পাস করা, বল নিয়ন্ত্রণ করা, কারণ আমাদের তিনজন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই এই মুহূর্তে।’

ভারতের পরবর্তী ম্যাচের সূচি

১) ভারত বনাম কাতার: ২১ নভেম্বর, সন্ধ্যা ৭ টা, ভুবনেশ্বর। 
২) আফগানিস্তান বনাম ভারত: ২০২৪ সালের ২১ মার্চ। 
৩) ভারত বনাম আফগানিস্তান: ২০২৪ সালের ২৬ মার্চ। 
৪) ভারত বনাম কুয়েত: ২০২৪ সালের ৬ জুন। 
৫) কাতার বনাম ভারত: ২০২৪ সালের ১১ জুন।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share