মাধ্যম নিউজ ডেস্ক: গতকাল কার্গিল বিজয় দিবসের ২৩ বছর পূর্ণ হল। ১৯৯৯ সালে আজকের দিনেই কার্গিল যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে জয়লাভ করেছিল আমাদের ভারতবর্ষ। আর যাঁরা এই জয় এনে দিয়েছিলেন, সেই সব বীর শহীদদের স্মরণে এই দিনটি আমাদের প্রতিটি ভারতীয়দের কাছে একটি স্মরণীয়। প্রতিবছর ২৬ জুলাই দিনটি কার্গিল বিজয় দিবস (Kargil Vijay Diwas) হিসেবে উদযাপন করা হয়। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে লড়াকু ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন গোটা ভারতবাসী। এদিন এর মধ্যে বলিউডের তারকারাও সেনাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।
বলিউড অভিনেতা অক্ষয় কুমার ট্যুইটে লিখেছেন, অক্ষয় কুমার টুইটারে লিখেছেন, “ভারতের এই বীরদের জন্যে আজ আমরা নিরাপদ।”
[tw]
भारत के वीरों को नमन है
Today we are safe because of them. We can never bow down enough in gratitude. #KargilVijayDiwas
— Akshay Kumar (@akshaykumar) July 26, 2022
[/tw]
অজয় দেবগণ একটি ভিডিও পোস্ট করে লিখেছেন, কার্গিল বিজয় দিবসে ভারতের শহীদ বীরদের আমার সেলাম। জয় হিন্দ।“
[tw]
कारगिल विजय दिवस पर भारत के शहीद वीरों को मेरा सलाम।
जय हिंदhttps://t.co/azkKm9IunR
— Ajay Devgn (@ajaydevgn) July 26, 2022
[/tw]
অভিষেক বচ্চন টুইট করেছেন, “কারগিল বিজয় দিবসে, যারা আমাদের মাতৃভূমিকে রক্ষা করেছেন সেই বীর শহীদদের শত-শত প্রণাম। জয় হিন্দ। কার্গিল বিজয় দিবস।”
[tw]
कारगिल विजय दिवस के अवसर पर मातृभूमि के अमर शहीदों को शत-शत नमन।
जय हिंद|#KargilVijayDiwas pic.twitter.com/DgozfNbDn8— Abhishek 𝐁𝐚𝐜𝐡𝐜𝐡𝐚𝐧 (@juniorbachchan) July 26, 2022
[/tw]
অভিনেতা ফারহান আখতার তাঁর পরিচালনা করা ছবি ‘লক্ষ্য’-এর একটি ক্লিপ শেয়ার করেছেন ও কার্গিলে ভারতীয় সেনা ও শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন।
[tw]
With respect and gratitude to the Indian Army and in remembrance of our brave soldiers and fallen heroes. Your courage, dedication and sacrifice accomplished the impossible. #KargilVijayDiwas
— Farhan Akhtar (@FarOutAkhtar) July 26, 2021
[/tw]
রাজকুমার রাও লিখেছেন, যারা ভারতের জন্য প্রাণ দিয়ছেন, সেইসব সাহসী যোদ্ধাদের স্যালুট।
অভিনেত্রী তাপসী পান্নু ট্যুইটে কার্গিল যোদ্ধাদের শ্রদ্ধা জানিয়েছেন।
[tw]
The grit and glory !
The victory and the void.
The courage and compassion.#KargilVijayDiwas2021
For the victory they left us with.— taapsee pannu (@taapsee) July 26, 2021
[/tw]
অনুপম খের সেনাদের কিছু ছবি শেয়ার করেছেন ও হিন্দিতে একটি কবিতা লিখে তাঁদের প্রণাম জানিয়েছেন।
[tw]
किसी गजरे की ख़ुशबू को महकता छोड़ आया हूँ मेरी नन्ही सी चिड़िया को चहकता छोड़ आया हूँ मुझे छाती से अपनी तू लगा लेना है ऐ भारत माँ
मैं अपनी माँ की बाहों को तरसता छोड़ आया हूँ..भारत के वीर सपूतों को नमन एवं भावपूर्ण श्रधांजलि! जय हिंद! जय भारत।
#KargilVijayDiwas pic.twitter.com/0MZDeW62b7
— Anupam Kher (@AnupamPKher) July 26, 2022
[/tw]
Leave a Reply