Gold Reserve: এগোচ্ছে মোদির ভারত, চলতি বছর রিজার্ভ ব্যাঙ্ক কত সোনা কিনল জানেন? 

reserve_bank

মাধ্যম নিউজ ডেস্ক: নরেন্দ্র মোদির (PM Modi) জমানায় ক্রমেই উন্নত হচ্ছে দেশ। দেশের হাঁড়ির হাল ঘুঁচে গিয়ে ভারত (India) যে আর্থিক দিক দিয়ে বিশ্বের উন্নত দেশের তালিকায় জায়গা করে নিয়েছে, সে খবর আমরা জানি। আমরা এও জানি, এই মুহূর্তে ভারত বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতির দেশ। দীর্ঘ দিন ধরে এই জায়গাটা দখল করে রেখেছিল ব্রিটেন। সেই ব্রিটেনকে হটিয়ে পঞ্চম স্থান দখল করে নিয়েছে মোদির ভারত।

সোনার ভাণ্ডার…

কেবল আর্থিক দিক দিয়ে নয়, মোদির ভারত এই মুহূর্তে বিশ্বের নবম সোনার ভাণ্ডারের (Gold Reserve) দেশও। অর্থনীতিবিদদের মতে, যা ইঙ্গিত দেয় ভারত ক্রমেই স্বাবলম্বী হয়ে উঠছে অর্থনৈতিক দিক দিয়ে। যার ফলে বিশ্ব অর্থনীতিতেও কদর বাড়ছে ভারতের। বিশ্বের বিভিন্ন দেশ ইতিমধ্যেই ভারতীয় মুদ্রায় লেনদেন করতে শুরু করেছে। কেবল তাই নয়, বিশ্বের অন্যতম বিশ্বাসযোগ্য মুদ্রা যে ভারতীয় মুদ্রা, তা-ই প্রমাণিত হয়েছে নানাভাবে। সাতের দশকে ভারতের গোল্ড স্ট্যান্ডার্ড হাওয়া হয়ে গিয়েছিল। সেটাই এখন ফিরে আসছে বহুগুণ হয়ে। ২০১৪ সালে কেন্দ্রের ক্ষমতায় আসে নরেন্দ্র মোদির সরকার। তার পর থেকে দেশজুড়ে শুধুই উন্নয়ন। ভারতের হৃত গৌরব ফেরাতে কার্যত প্রাণপাত করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াকিবহাল মহলের মতে, তারই সুফল ফলছে অর্থনীতি সহ নানা ক্ষেত্রে।

আরও পড়ুন: করোনা সংক্রমণ রুখতে সক্রিয় কেন্দ্র, কলকাতায় জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী মোদি

জানা গিয়েছে, গত প্রায় এক দশক ধরে ভারত সোনা কিনে চলেছে। বিশ্বের টালমাটাল অর্থনীতির সময়ও সোনা কিনেছে ভারত। এই সোনা জমানোর (Gold Reserve) দিক থেকে ভারত বিশ্বের নবমতম সোনার ভাণ্ডারের দেশের মর্যাদা লাভ করেছে। এটা মোটেই হেলাফেলা করার নয়। কারণ নয়ের দশকে ভারতকে লন্ডনের ব্যাঙ্কে সোনা বন্ধক দিতে হয়েছিল। এও জানা গিয়েছে, ২০২১ সালে দেশের শীর্ষ ব্যাঙ্ক কিনেছে ৪৩৬ টনের বেশি সোনা। চলতি বছর এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৭০৪ টনে। জানা গিয়েছে, ২০২২ সালের মার্চ মাসের শেষে রিজার্ভ ব্যাঙ্কে সঞ্চিত সোনার পরিমাণ ছিল ৭৬০.৪২ মেট্রিক টন। সেপ্টেম্বরে এর পরিমাণ দাঁড়ায় ৭৮৫.৩৫ মেট্রিক টন। ২০২১ সালে এর পরিমাণ ছিল ৬৯৫.৩১ মেট্রিক টন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share