ICC Champions Trophy: এক দিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ, একাধিক নজিরের সামনে কিং কোহলি

icc champions trophy 2025 india vs new Zealand virat kohli can break many records

মাধ্যম নিউজ ডেস্ক: ফর্মে ফিরেছেন কিং কোহলি। রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে ৩০০তম ম্যাচ খেলতে নামবেন বিরাট (Virat Kohli)। সেই ম্যাচে একাধিক রেকর্ড ভাঙতে পারেন কোহলি। এর আগে সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, এমএস ধোনি এই কৃতিত্ব অর্জন করেছেন।

একাধিক রেকর্ডের সামনে কোহলি

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান করেছিলেন শিখর ধাওয়ান। ১০ ম্যাচে ৭০১ রান করেছিলেন তিনি। দ্বিতীয় স্থানে সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৩ ম্যাচে তিনি করেছিলেন ৬৬৫ রান। কোহলি ১৫ ম্যাচে করেছেন ৬৫১ রান। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৫ রান করলেই টপকে যাবেন সৌরভকে। তবে ৫১ রান করলে ভেঙে দিতে পারেন ধাওয়ানের রেকর্ড। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ১৪২ রান করতে পারলে কোহলি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বেশি রানের মালিক হয়ে যাবেন। কোহলি রবিবার শতরান করলে একক ভাবে নিউজিল্যান্ডের বিপক্ষে সবচেয়ে বেশি ৭টি শতরান করার রেকর্ডটি গড়বেন। কোহলি রবিবার অর্ধশতরান করলে একক ভাবে আইসিসি প্রতিযোগিতায় সবচেয়ে বেশি অর্ধশতরান বা তার বেশি রান করার রেকর্ড গড়বেন।

গ্রুপ শীর্ষে থাকার লড়াই

ম্যাচের আগের দিন কোহলির প্রশংসায় পঞ্চমুখ হলেন তাঁর সতীর্থ লোকেশ রাহুল। কেএল রাহুল (KL Rahul) বলেছেন যে, কোহলির ভারতীয় ক্রিকেটে প্রভাব এতটাই বিশাল যে তা ভাষায় প্রকাশ করা কঠিন। চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ (Champions Trophy 2025)-এর নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে কেএল রাহুল বলেন, ‘৩০০ ওয়ানডে ম্যাচ অনেক বড় সংখ্যা। বিরাট ভারতীয় ক্রিকেটের এক মহান সেবক। তাঁর ক্রিকেট কেরিয়ারের মাহাত্ম্য বোঝাতে শব্দ কম পড়ে যায়।’ রাহুল আরও জানান, সিনিয়র ক্রিকেটারদের ফর্ম দলের জন্য অত্যন্ত ইতিবাচক। কেএল রাহুল বলেন, ‘রোহিত শর্মা (Rohit Sharma), শুভমন গিল (Shubman Gill) ও বিরাট কোহলি দুর্দান্ত ব্যাটিং করছেন। শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে তিনি অসাধারণ ব্যাটিং করেছেন।’ ভারত ইতিমধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর সেমিফাইনালে কোয়ালিফাই করেছে, তবে নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচের ফলের উপর নির্ভর করবে গ্রুপ এ (Group A)-তে ভারতের চূড়ান্ত অবস্থান। এরপরেই ঠিক হবে সেমিফাইনালে কোন দলের বিরুদ্ধে ভারত খেলতে নামবে।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share