মাধ্যম নিউজ ডেস্ক: ব্যর্থ বাবররা দেশে ফিরতেই বিমানবন্দরে শুরু হয়ে গেল ধাক্কাধাক্কি। পুলইশ পাহারায় শেষ পর্যন্ত বিমানবন্দর ছাড়লেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। বিশ্বকাপের শুরুটা ভাল হলেও ভারতের কাছে হেরে যায় পাকিস্তান। আর ঠিক এখান থেকেই বেলাইন হয়ে যায় পাকিস্তান ক্রিকেট দলের সাফল্য যাত্রা। ভারতের বিরুদ্ধে এই পরাজয়ের পর চূড়ান্ত হতাশাই বাবরদের সঙ্গী হয়েছে।
লাহোরে ফিরলেন বাবররা
সোমবার সকালেই পাকিস্তানে ফিরেছে দল। বাবর আজমেরা বিমানবন্দরে নামার পরেই হুলস্থূল পড়ে যায় সেখানে। শুরু হয় ধাক্কাধাক্কি। কলকাতা থেকে দুবাই হয়ে পাকিস্তানের লাহোরে ফিরেছেন বাবরেরা। দল সেখানে নামার পরেই দেখা যায়, অনেকে ক্রিকেটারদের দিকে ছুটে যাচ্ছেন। পাক ক্রিকেটারদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা তাঁদের আটকে দেন। কাউকে কাছে যেতে দেওয়া হয়নি। ভিড় ক্রমশ বাড়তে থাকে। এই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিতে চাননি নিরাপত্তারক্ষীরা। তবে দলের উপর রাগ থেকে এই ভিড় জড়ো হয়নি। তাঁরা পাকিস্তান দলকে স্বাগত জানাতেই গিয়েছিলেন। কারণ, বেশির ভাগকেই দেখা যায় বাবরের ছবি তুলছেন।
আরও পড়ুন: বিশ্বকাপে প্রথম উইকেট বিরাটের! গ্যালারি মাতালেন অনুষ্কা
কত টাকা পেলেন পাক ক্রিকেটাররা
নকআউটের আগে দেশের ফিরে গেলেও এবারের বিশ্বকাপ থেকে বাবর আজমরা ভারতীয় মুদ্রায় মোট ২ কোটি ১৬ লাখ টাকা (২,৬০,০০০ মার্কিন ডলার) উপার্জন করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুসারে, চলতি বিশ্বকাপের গ্রুপ পর্বে প্রত্যেকটা দল যতগুলো করে ম্যাচ খেলবে ততবার ৪০,০০০ ডলার করে পাবে। অর্থাৎ ম্যাচ প্রতি বাবররা ভারতীয় মুদ্রায় ৩৩ লাখ টাকা করে রোজগার করেছেন। ফলে প্রত্যেকটা ম্যাচ যোগ করে এই আকাশছোঁয়া অঙ্কই বাবরদের হাতে এসেছে। পাশাপাশি, যারা সেমিফাইনালে উঠতে পারবে না সেই দলগুলোকে ১ লাখ ডলার করে দেওয়া হবে, অর্থাৎ ভারতীয় মুদ্রায় এককালীন ৮৩ লাখ টাকা পাবেন বাবররা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply