ICC World Cup 2023: ‘ভারতের সময় বল বদলে দিচ্ছে’, অদ্ভুত অভিযোগ প্রাক্তন পাক ক্রিকেটারের

teamindia_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: চলতি বিশ্বকাপে সবথেকে ধারাবাহিক দল ভারত। সাতটি ম্যাচের সাতটাতেই জিতেছে তারা। প্রথম দল হিসেবে সেমিফাইনালে প্রবেশ করেছে। চলতি বিশ্বকাপে ভারতীয় ব্যাটরদের নিয়ে দু-একটা প্রশ্ন উঠলেও বোলাররা দুরন্ত। সেই ভারতীয় বোলারদের ধারাবাহিকতায় মুগ্ধ বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা বোলার ওয়াসিম আক্রম থেকে শুরু করে প্রাক্তন নিউজিল্যান্ডের তারকা সাইমন ডুলরা। কিন্তু শামি-সিরাজের বোলিং নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন ফ্লপ পাক ক্রিকেটার হাসান রাজা।

কী বলছেন প্রাক্তন পাক ক্রিকেটার

ভারত-শ্রীলঙ্কা ম্যাচের পর পাকিস্তানের একটি সংবাদমাধ্যমে হাসান প্রশ্ন তোলেন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজরা কীভাবে কেন ভালো বোলিং করছেন? যে পিচে শ্রীলঙ্কা ৩৫০ রান হজম করছে, সেখানে কীভাবে শামিরা এত সুইং এবং সিম করতে পারছেন?ভারত যখন বোলিং শুরু হচ্ছে, তখন কি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি বা ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বল পালটে দিচ্ছে? পাকিস্তানের হাসান রাজা জানান, ভারত ব্য়াটিং করার সময় যেই বলে খেলে, বোলিংয়ের সময় অন্য বলে খেলে। তিনি বলেন, ‘অ্যালন ডোনাল্ড ও মাখায়া এনিটনির মত বল করছে সামি ও সিরাজ। বলের একদিকে শাইন থাকে আর একদিকে থাকে না, এতে বল রিভার্স স্যুইং হয়। আমার ভারতের খেলা দেখার পর মনে হচ্ছে ভারতের বোলিংয়ের সময় বল পরিবর্তন হয়ে যাচ্ছে। আমার মনে হয় আইসিসি বা বিসিসিআই এটা করছে। প্রথম বল থেকে টার্ন পাচ্ছে। এই পিচে ভারত ৩৫০-র বেশি রান করল আর এরপরের দল ব্য়াট করতে নেমে রান করতে পারল না কী করে হয় এটা।’

কড়া জবাব আকাশ চোপড়ার

হাসানের এমন বক্তব্য শুনে এবার বেজায় চটলেন আকাশ চোপড়া (Aakash Chopra)। কড়া জবাব দিলেন ভারতের প্রাক্তন ওপেনার। তিনি এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘এটা কি ক্রিকেট নিয়ে আদৌ সিরিয়াস অনুষ্ঠান? যদি সেটা না হয় তাহলে সেটা চ্যানেলের উল্লেখ করে দেওয়া উচিত। লেখা উচিত এটা ব্যঙ্গাত্মক কিংবা কমেডি অনুষ্ঠান। কারণ সঞ্চালক ও প্রাক্তন ক্রিকেটার কী বলতে চাইছেন সেটা বোঝাই যাচ্ছে না।’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share