ICC ODI World Cup 2023: কোহলি-রাহুল জুটিতে একাধিক রেকর্ড! এক নজরে ভারতের ভালো-খারাপ নজির

F77Ls1AbwAEEYVx

মাধ্যম নিউজ ডেস্ক: অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। চেন্নাইয়ে এই ম্যাচে একাধিক রেকর্ড তৈরি হল। একদিকে একের পর এক কীর্তি গড়লেন কিং কোহলি। অন্যদিকে টিম ইন্ডিয়া তৈরি করল অনভিপ্রেত রেকর্ড। কোহলি-রাহুল জুটিতেও রেকর্ডের বন্যা।

কোহলি-রাহুল জুটির রেকর্ড

জুটিতে লুটি। কেএল রাহুল এবং বিরাট কোহলির পার্টনারশিপে একেবারে জয়ধ্বজা ওড়াল ভারত। ২ রানে ৩ উইকেট থেকে এই জুটি ১৬৭-তে নিয়ে গেল স্কোর। চতুর্থ উইকেট পড়ে ১৬৭ রানে। কোহলি-রাহুল মিলে করে ১৬৫ রানের পার্টনিরশিপ। ভারতের হয়ে বিশ্বকাপের মঞ্চে চতুর্থ উইকেটে এটাই কোহলি-রাহুলের সর্বোচ্চ পার্টনারশিপের রেকর্ড। এর আগে ১৯৯৬ বিশ্বকাপে জিম্বাবোয়ের বিরুদ্ধে চতুর্থ উইকেটে ১৪২ রান করেছিলেন নভজোৎ সিং সিধু এবং বিনোদ কাম্বলি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কোহলি-রাহুলের জুটিতে ১৬৫ রান ভারতের সর্বোচ্চ পার্টনারশিপেরও নজির হয়ে থাকল।  এর আগে ১৯৯৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে অজয় জাদেজা এবং রবিন সিং মিলে ১৪১ রানের পার্টনারশিপ করেছিলেন। এটাই ছিল এতদিন বিশ্বকাপে অজিদের বিরুদ্ধে পুরুষ টিমের সর্বোচ্চ পার্টনারশিপ। সেই নজির এদিন ভাঙলেন কোহলি-রাহুল। এছাড়াও ২০১৯ বিশ্বকাপে রোহিত শর্মা-শিখর ধাওয়ান মিলেও অজিদের বিরুদ্ধে করেছিলেন ১২৭ রানের পার্টনারশিপ। 

লজ্জার নজির টপ অর্ডারের

প্রথম ম্যাচেই লজ্জার নজির গড়ল ভারত। এক দিনের ক্রিকেটে এই প্রথম বার ভারতের প্রথম চার ব্যাটারের তিন জন শূন্য রানে আউট হলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্যাট করতে নেমে দুই ওপেনার ঈশান কিশন, রোহিত শর্মা ও চার নম্বরে নামা শ্রেয়স আয়ার শূন্য রানে ফেরেন। ফলে এই নজির হয়েছে ভারতের। বিশ্বকাপে এই নিয়ে সাত বার কোনও ম্যাচে দুই ওপেনারই শূন্য রানে আউট হয়েছেন। ভারতের হয়ে প্রথম বার এই ঘটনা ঘটল। 

কোহলিয়ানায় ভাসল চিপক

ম্যাচের তৃতীয় ওভারেই স্লিপে ফিল্ডিং করার সময় জসপ্রীত বুমরাহর বলে অজি ওপেনার মিচেল মার্শের অনবদ্য ক্যাচ ধরেন বিরাট কোহলি। সেই সুবাদে তিনি ওয়ান ডে বিশ্বকাপের ইতিহাসে সব থেকে বেশি ক্যাচ ধরা ভারতীয় ফিল্ডারে পরিণত হন। বিশ্বকাপে কোহলির এটি ১৫ নম্বর ক্যাচ। এই নিরিখে তিনি ভেঙে দেন অনিল কুম্বলের রেকর্ড। কুম্বলে ওয়ান ডে বিশ্বকাপে মোট ১৪টি ক্যাচ ধরেছেন। 

বিরাট কোহলি এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে ৩ নম্বরে ব্যাট করতে নেমে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ১১ হাজার রান পূর্ণ করেন। উল্লেখযোগ্য বিষয় হল, তিনি বিশ্বের দ্রুততম ক্রিকেটার হিসেবে ৩ নম্বরে ব্যাট করে ১১ হাজার ওয়ান ডে রান সংগ্রহ করেন। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে নন-ওপেনার হিসেবে সব থেকে বেশিবার ব্যক্তিগত ৫০ রানের গণ্ডি টপকে যান বিরাট কোহলি। ইনিংসের ওপেন না করে কোহলি এই নিয়ে মোট ১১৩ বার ৫০-এর গণ্ডি টপকান। 

আরও পড়ুন: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

রান তাড়া করে জয় তুলে নেওয়া ওয়ান ডে ম্যাচের ইতিহাসে সব থেকে বেশি রান করা ব্যাটসম্যানে পরিণত হন বিরাট। এই নিরিখে তিনি ভেঙে দেন সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ড। রান তাড়া করে জয় তুলে নেওয়া ম্যাচে কোহলির সার্বিক সংগ্রহ ৫৫১৭ রান। সচিন রান তাড়া করে জয় তুলে নেওয়া ওয়ান ডে ম্যাচে সাকুল্যে ৫৪৯০ রান সংগ্রহ করেছেন।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share