ICC World cup 2023: রোহিত অধিনায়ক, হার্দিক সহকারী! বিশ্বকাপের জন্য ১৫ জনের দল ঘোষণা ভারতের

F5LT_GlbsAEyjHh

মাধ্যম নিউজ ডেস্ক: নেই কোনও চমক। আসন্ন একদিনের বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) জন্য ১৫ জন সদস্যের দল (India Squard) ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। এশিয়া কাপের ১৭ জনের দল থেকে দু’জনকে বাদ দেওয়া হয়েছে। এশিয়া কাপের দল থেকে বাদ দেওয়া হয়েছে তিলক বর্মা এবং প্রসিদ্ধ কৃষ্ণকে। জায়গা হয়নি রিজার্ভ সদস্য হিসাবে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে যাওয়া সঞ্জু স্যামসনেরও। ভারতের মাটিতে আগামী ৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ। ২০১১ সালের পর ফের একবার ভারতে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে।

কাদের নিয়ে আলোচনা

এদিন দুপুরে শ্রীলঙ্কার ক্যান্ডি শহরে সাংবাদিক বৈঠক করে দল ঘোষণা করেন রোহিত শর্মা ও নির্বাচক কমিটির প্রধান অজিত আগারকার। দল ঘোষণার আগে অজিত বলেন, সবদিক বিবেচনা করেই দল বাছা হয়েছে। ভারত-পাকিস্তান ম্যাচের পর অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে বিশ্বকাপের দল নিয়ে আলোচনা করেছিলেন প্রধান নির্বাচক অজিত আগারকার। গত শনিবার মধ্যরাতের আলোচনায় যে ১৫ জনের নাম চূড়ান্ত হয়েছিল, তাঁরাই জায়গা পেয়েছেন বিশ্বকাপের প্রাথমিক দলে। জাতীয় নির্বাচকদের বৈঠকে বিভিন্ন ক্রিকেটারের বিভিন্ন নাম নয়ে আলোচনা হলেও বিশ্বকাপ দলে তেমন বড় কোনও পরিবর্তন করল না বিসিসিআই। সবথেকে বেশি আলোচনায় ছিল কেএল রাহুল, যুজবেন্দ্র চাহল ও রবিচন্দ্র অশ্বিনকে নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল, শুধু রাহুলই সুযোগ পেলেন। রাহুলকে দলে রাখা হয়েছে উইকেটরক্ষক-ব্যাটার হিসাবে।

আরও পড়ুন: রবিবার ফের ভারত-পাক মহারণ! নেপালকে হারিয়ে এশিয়া কাপের সুপার ফোরে রোহিতরা

দলে রইলেন কারা

 ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের নিয়ম অনুযায়ী ৫ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করতে হবে অংশগ্রহণকারী দেশগুলিকে। সেই মতো দল ঘোষণা করল ভারত। ঘোষিত ১৫ জনের দলে অবশ্য প্রয়োজনে পরিবর্তন করা যাবে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করতে হবে ২৮ সেপ্টেম্বরের মধ্যে। ১৫ জনের দলে রয়েছেন পাঁচ জন ব্যাটার, দু’জন উইকেটরক্ষক-ব্যাটার, চার জন অলরাউন্ডার, তিন জন জোরে বোলার এবং এক জন স্পিনার। দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ অধিনায়ক হার্দিক পান্ডিয়া। দল ঘোষণার পর রোহিত বলেন, ‘ব্যাটিং, বোলিং সব বিভাগের সেরা বেছে নেওয়া হয়েছে।’ 

ভারতের ১৫ জনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঈশান কিশান, কেএল রাহুল, হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, শার্দূল ঠাকুর, জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share