মাধ্যম নিউজ ডেস্ক: নিয়মরক্ষার ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে উড়িয়ে দিল অস্ট্রেলিয়া। যা সেমি-ফাইনালের আগে কামিন্সদের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। বিশ্বকাপের (ICC World Cup 2023) শুরুতে পর পর দু’টি ম্যাচ হেরে গিয়েছিল ক্যাঙারু বাহিনী। পাঁচবারের চ্যাম্পিয়নদের নিয়ে অনেকেই তখন প্রশ্ন তুলতে শুরু করেছিলেন। কিন্তু শেষ সাতটি ম্যাচ জিতে ওয়ার্নার, মিচেল মার্শরা বুঝিয়ে দিলেন এবারও খেতাব জয়ের প্রবল দাবিদার তাঁরা। আগামী ১৬ নভেম্বর ইডেনে দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। যে মাঠে সাতাশির বিশ্বকাপে অ্যালন বর্ডারের নেতৃত্বে খেতাব জিতেছিল ডন ব্র্যাডম্যানের দেশ। সেই ইডেনে প্রোটিয়া বাহিনীকে হারিয়ে ফাইনালে ওঠার জন্য ঝাঁপাবে অস্ট্রেলিয়া। তবে দারুণ ছন্দে ম্যান্ডেলার দেশও। তাই দুর্দান্ত এক লড়াইয়ের সাক্ষী থাকতে চলেছে কলকাতাবাসী।
আরও পড়ুন: সেমিফাইনালের আগে অনুশীলনের ধরন বদলালেন বিরাট! কিসের প্রস্তুতি?
সহজেই প্রত্যাশিত জয়
শনিবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। বাংলাদেশ ৮ উইকেটে ৩০৬ রান তোলার পর মনে হয়েছিল কপালে দুঃখ রয়েছে কামিন্স বাহিনীর। শাকিবহীন বাংলাদেশের ব্যাটিংকে পথ দেখান তৌহিদ হৃদয় (৭৪)। অল্পবিস্তর রান পেয়েছেন তানজিদ হাসান (৩৬), লিটন দাস (৩৬), শান্তো (৪৫)। অস্ট্রেলিয়ার বোলাররা এদিন তেমন সুবিধা করতে পারেননি। জবাবে অস্ট্রেলিয়া যে সহজেই লক্ষ্য হাশিল করবে তা ছিল অপ্রত্যাশিত। আসলে মিচেল মার্শের ঝোড়ো ব্যাটিংয়ের সামনে বাংলাদেশের বোলাররার দাঁড়াতে পারলেন না। ৪৪.৪ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয়ের কড়ি জোগাড় করে নেয় অস্ট্রেলিয়া।
Taking a peek into the crystal ball 🔮
The @oppo shot of the day 📸 #CWC23 #AUSvBAN pic.twitter.com/u8U5YBK6zM
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 11, 2023
মার্শ ১৩২ বলে ১৭৭ রানে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন ১৭টি চার ও ৯টি ছক্কা। বড় রান পেলেন স্টিভ স্মিথও। ৬৪ লবলে তাঁর সংগ্রহ অপরাজিত ৬৩। তবে অস্ট্রেলিয়ার শুরুটা ভালো হয়নি। ওপেনার ট্রাভিস হেড মাত্র ১০ রানে তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে মাঠে ছাড়েন। ডেভিড ওয়ার্না ৫১ রান করে আউট হন। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) বাংলাদেশ ৯টি খেলে সাতটিতে হারল। তাঁরা শেষ করল ৪ পয়েন্ট নিয়ে। আর অস্ট্রেলিয়া ৯টি ম্যাচে ১৪ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানেই থাকল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।
Leave a Reply