ICC World Cup 2023: সংস্কার কথা বলে! বিশ্বকাপের মর্যাদা কি রাখতে পারলেন মার্শ?

rohitkohli_(2)

মাধ্যম নিউজ ডেস্ক: টানা ১০টি ম্যাচ জিতে টুর্নামেন্টে অপরাজিত ছিল ভারত। একটি দিন খারাপ যেতেই পারে, হতে পারে সেটা ফাইনাল। যোগ্য দল হিসেবে ট্রফিটা ভারতেরই প্রাপ্য ছিল। একদিন হিসেবে ভুল হয়ে গিয়েছে। কিন্তু যাঁরা ট্রফি পেলেন, ২২ গজে চরম পেশাদারিত্বের ফলে যাঁরা বিশ্ব সেরা তাঁরা কী করলেন? বিশ্বকাপ জিতে কি বিশ্বকাপ ট্রফির মর্যাদাটাই ভুলে গেলেন অজি তারকা মিচেল মার্শ? যে ট্রফি এক বার হাতে তোলার জন্য সারাটা জীবন অপেক্ষা করে থাকেন খেলোয়াড়েরা, সেই ট্রফির উপর দিব্যি দু’পা তুলে ছবি তুললেন তিনি। আর সেটাও ফলাও করে দেখালেন দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনিও কী সহবৎ ভুলে গিয়েছেন?

ভারতীয় সংস্কৃতি বলে অন্য কথা

১৯৮৩-তে বিশ্বকাপ জিতে তা মাথায় করে রেখেছিলেন কপিল। বিশ্বকাপে চুম্বন দিয়েছিলেন সচিন। বিশ্বকাপকে আলিঙ্গন করেছিলেন ধোনি। আর সেখানে বিশ্বকাপের উপর পা তুলে বসে রইলেন মার্শ। তাঁর ভাবটা এমন কেমন দিলাম! বিশ্বকাপ জেতার পরে দলের উল্লাসের বেশ কয়েকটি ছবি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দেন কামিন্স। সেখানেই একটি ছবিতে দেখা যায়, গলায় মেডেল পরা অবস্থায় দেশের জার্সিতে একটি সোফায় বসে রয়েছেন মার্শ। হাতে রয়েছে পানীয়ের বোতল। বাঁ হাত মুষ্টিবদ্ধ। ঘরের মেঝেতে রাখা বিশ্বকাপের উপর জোড়া পা তুলে বসে ছিলেন তিনি।

নেটিজেনদের সমালোচনা

মার্শের এই ছবি সামনে আসতেই সমালোচনার ঝড় ওঠে। তাঁকে ক্রিকেটের পাশাপাশি শালীনতা শিখতেও পরামর্শ দিয়েছেন অনেকে। একজনের কথায় ‘এই ছবিটি শুধুমাত্রই অহঙ্কারকে প্রতিফলিত করছে।’ অন্য একজন লিখেছেন, ‘বিশ্ব জয়ের অর্থ এই নয় যে, তারা সেই জয়কে সম্মান করে। অস্ট্রেলিয়ান ক্রিকেট খেলোয়াড়ের পায়ের নীচে ট্রফি অসম্মানজনক। ভারতীয় দলের এই জয়টা প্রাপ্য ছিল।’

আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসির বিশ্বকাপ জড়িয়ে শুয়ে থাকার ছবিটি সেই সময়ে ভাইরাল হয়েছিল। সকলে তাতে মুগ্ধ হয়েছিল। সেই ছবিও শেয়ার করে এক নেটিজেন লিখেছেন, ‘যারা ট্রফির মূল্য বোঝে, এটা তাদেরই প্রাপ্য।’

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share