ICC World Cup 2023: ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংস! বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা

Maxwell-celebration

মাধ্যম নিউজ ডেস্ক: সেমিফাইনালের একটি লড়াই নিশ্চিত হয়ে গেল। গ্লেন ম্যাক্সওয়েলের অবিশ্বাস্য ইনিংসে ভর করে মঙ্গলবার আফগানিস্তানকে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া। সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে তারা খেলতে চলেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। ১৯৯৯ সালের সেমিফাইনালের রিপ্লে হতে চলেছে এ বারের বিশ্বকাপেও।

একা হাতে রক্ষা

আফগানিস্তানের ২৯২ রান তাড়া করতে নেমে একাই অস্ট্রেলিয়াকে জিতিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি যখন নামেন তখনও ম্যাচ জিততে ২৪৪ রান দরকার। ২৪৪ রানের মধ্যে ১২৮ বলে ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে ২০১ রান একাই করেছেন ম্যাক্সওয়েল। নবম ওভারে ম্যাক্সওয়েল যখন ক্রিজে এলেন, অস্ট্রেলিয়ার অবস্থা তখন বেশ খারাপ। ৪৯ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছে তারা। এরপর ৯১ রানে ৭ উইকেট হারিয়ে ফেলে অজিরা। তখন মনে হচ্ছিল, আফগানিস্তানের বিরাট জয় এবং আরও একটা অঘটন সময়ের অপেক্ষা। ম্যাক্সওয়েল এর পর একটাই সুযোগ দিয়েছিলেন ৩৩ রানের মাথায়। নুর আহমেদের বলে সুইপ করেছিলেন। শর্ট ফাইন লেগে লোপ্পা ক্যাচ মিস্ করেন মুজিব উর রহমান। ওই মিসের জন্যে তিনি সারাজীবন আক্ষেপ করবেন হয়তো! ওই ক্যাচটা ধরতে পারলে শেষ চারে চলে যেতে পারত আফগানিস্তান। এখন তাদের নির্ভর করতে হবে অনেক অঙ্কের উপর।  

কী বললেন ম্যাক্সওয়েল

বিশ্বকাপের ইতিহাসে রান তাড়া করতে নেমে সব থেকে বেশি রান করেছেন ম্যাক্সওয়েল। চলতি বিশ্বকাপে এর আগে দ্রুততম শতরানের বিশ্বরেকর্ড গড়েছিলেন তিনি। ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘‘প্রচণ্ড গরমে ফিল্ডিং করেছি। সেই কারণে সমস্যা হচ্ছিল। ক্র্যাম্প ধরছিল। তাই মাঝে মাঝে শুয়ে পড়ে সেটা ঠিক করার চেষ্টা করছিলাম। শেষ দিকে ব্যথা বাড়ছিল। কিন্তু তার পরেও ব্যাটিং চালিয়ে গিয়েছি।’’

অস্ট্রেলিয়ার ব্যাটার বলেন, ‘‘আমি সব সময় ইতিবাচক থেকেছি। মনের জোর ধরে রেখেছি। মনকে বুঝিয়েছি যে খারাপ বল পেলে মারব। নিজের উপর বিশ্বাস ছিল। বল দেখে খেলছিলাম। একটা সময়ের পরে ব্যাটে বল খুব ভাল ভাবে আসছিল। তাই শট খেলতে সুবিধা হচ্ছিল। প্রথম দুটো ম্যাচে হারার পরে সবাই ভেবেছিল আমরা আর সেমিফাইনালে উঠতে পারব না। অনেক কিছু জবাব দেওয়ার ছিল। সেটাও দিলাম।’’

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share