মাধ্যম নিউজ ডেস্ক: নাতির সাফল্যে যাতে কোনও নজর না লাগে তার ব্যবস্থা করলেন ঠাকুমা। সেই ভিডিও নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন ভারতের বংশোদ্ভূত নিউজিল্যান্ডের ক্রিকেটার রাচিন রবীন্দ্র। তিনি লিখেছেন ‘জয় শ্রী রাম’। বলেছেন, ‘এমন অসাধারণ পরিবার পেয়ে আমি ধন্য। দাদু-দিদিমা হলেন ঈশ্বরের দুত, যাদের স্মৃতি ও আশীর্বাদ চিরকাল আমাদের সঙ্গে থাকবে।’
বেঙ্গালুরুতে পৈতৃক বাড়ি রাচিনের
চলতি বিশ্বকাপে দুরন্ত ফর্মে রয়েছেন রাচিন রবীন্দ্র। এখনও পর্যন্ত ৫৬৫ রান করে তিনিই ব্যাটারদের তালিকায় শীর্ষে। নিউজিল্যান্ডের ওয়েলিংটনে জন্ম নেন রাচিন। তাঁর ভারতীয় বাব-মা কিংবদন্তি সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের নাম মিলিয়ে ছেলের নাম রাখেন। আসলে রাচিনের বাবা রবি কৃষ্ণমূর্তি একজন ক্রিকেট অনুরাগী এবং নিউজিল্যান্ডে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব-স্তরের খেলোয়াড়ও ছিলেন। তাই ছেলেকেও ক্রিকেটার বানিয়েছেন তিনি।
जय श्री राम 🕉
Blessed to have such an amazing family. Grandparents are angels whose memories and blessings stay with us forever. pic.twitter.com/haX8Y54Sfm— Rachin Ravindra (@RachinRavindra_) November 10, 2023
বেঙ্গালুরুতে তাঁর বাবার জন্ম। এই শহরেই থাকেন রাচিনের আত্মীয়রা। স্বাভাবিক ভাবেই বেঙ্গালুরুতে খেলতে নামলেই, কিছুটা আবেগতাড়িত হয়ে পড়েন নিউজিল্যান্ড ক্রিকেটার। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পরও রাচিন জানিয়েছেন, তিনি আরও বেশি এই শহরে খেলতে চান। শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জয়ের পর পৈতৃক ভিটেতে গিয়েছিলেন রাচিন। দেখা করেন পরিবারের সদস্যদের সঙ্গে।
কী বললেন রাচিন
তিনি বলেন, “বেঙ্গালুরুতে খেলতে পেরে ভাল লাগছে। অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। লোকে আমার নাম ধরে চিৎকার করছে। এটা ভুলতে পারব না। ছোটবেলায় এটাই তো স্বপ্ন দেখতাম। খুব ভাল লাগছে। এক বছর আগে জানতাম না বিশ্বকাপ খেলার সুযোগ পাব। ছোটবেলায় ভারতে এসে আমি ক্লাব ক্রিকেটও খেলেছি। সেটা আমাকে খুবই সাহায্য করেছে। এখানে ব্যাট করতে ভাল লাগে। ইতিবাচক ক্রিকেট খেলার পুরস্কার পাচ্ছি।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।
Leave a Reply