মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরুর আগেই বিপত্তি! চেন্নাই আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান ডেঙ্গিতে আক্রান্ত। বিসিসিআই সূত্রে খবর, শুক্রবার ফের একবার শুভমানের ডেঙ্গি পরীক্ষা করা হবে। তিনি না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন ঈশান কিষান। বোর্ড সূত্রে খবর, চেন্নাই এসে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে গিল। ডেঙ্গি ধরা পড়েছে। শুক্রবার ফের পরীক্ষা হবে। তারপরই গিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
রোহিতের সঙ্গে শুরুতে কে
রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। শুভমান যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।
কবে খেলবেন গিল
ভারতীয় শিবিরে আশঙ্কা, ডেঙ্গি আক্রান্ত গিল কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না। কারণ সেক্ষেত্রে পুরো সুস্থ হতে গিলের ৭ থেকে ১০ দিন লাগবে। বোর্ড সূত্রে খবর, ‘গিলকে নিয়ে সিদ্ধান্ত দলের চিকিৎসকরা নেবেন।’ প্রসঙ্গত, গত এক বছরে গিল ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। সেক্ষেত্রে ১৪ অক্টোবর গুজরাটে পাকিস্তান ম্যাচের আগে গিলকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। চলতি বছরের শুরুতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের খারাপ পারফরম্যান্স ছেড়ে দিলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে।
আরও পড়ুন: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের
স্টোইনিসের চোট
এদিকে, চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। ভারতের বিরুদ্ধে অনিশ্চিত এই অজি অলরাউন্ডারও। জানা গেছে হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে স্টোইনিসের। ভারতের বিরুদ্ধে মোহালি ম্যাচে খেলার সময় স্টোইনিসের টান ধরে। তবে তা খুব গুরুতর নয় বলেই মনে করছে অজি শিবির।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply