ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

rohit_(2)

মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক মহারণের পর এবার মোতেরায় মহাযুদ্ধ! অস্ট্রেলিাকে হারিয়ে কাপ জয়ের অপেক্ষায় আমেদাবাদ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ঠিক হবে এ বারের বিশ্বকাপ জিতবে কোন দেশ। ইতিমধ্যেই  আমদাবাদে পৌঁছে গিয়েছে রোহিতরা। ভারতীয় দল শহরে পা রাখতেই চড়চড় করে বাড়ছে হোটেল ভাড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদ যাওয়ার বিমান-খরচও আকাশ ছুঁইছুঁই। বিশেষ সূত্রে খবর, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

ফাইনালে বিশিষ্ট অতিথিরা

রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও। বলিউডের বেশ কয়েকজন তারকাও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন। এদিন নানা অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন বিশেষ অনুষ্ঠান হবে, তেমনই ম্যাচ চলাকালীনও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

ভারতের অনুশীলন

আজ, শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। তবে তা ঐচ্ছিক অনুশীলন। তাই সকলকে সেখানে দেখা না-ও যেতে পারে। টানা ম্যাচ খেলে চলেছেন বিরাটেরা। শুক্রবার বিশ্রাম নিতে পারেন তাঁরা। শনিবার অনুশীলনের সুযোগ রয়েছে তাদের কাছে। ইতিমধ্যেই আমেদাবাদগামী বিমানগুলির অধিকাংশ আসনই বুক হয়ে গিয়েছে। মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ১৮-২০ নভেম্বর ভাড়া পড়ছে ৪৫ হাজারের বেশি।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই সময়ের বিমানের ভাড়া একেবারে চড়তে শুরু করেছে। হোটেলগুলিতেও ঠাঁই নেই অবস্থা। যে হোটেলের কিছু ঘর খালি রয়েছে, তার ভাড়া সাধারণ সময়ের থেকে ১০ গুণ।

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share