Virat Kohli: সাধারণ যাত্রীদের সঙ্গে বিমান সফর কোহলির! কোথায় গেলেন বিরাট?

Virat_1

মাধ্যম নিউজ ডেস্ক: নিজের ৩৫তম জন্মদিনে কলকাতার মাটিতে ৪৯তম শতরান করেছেন বিরাট কোহলি। দল জিতেছে, ম্যাচে সেরার সম্মান পেয়েছেন, স্পর্শ করেছেন নিজের আদর্শ সচিন তেন্ডুলকরের রেকর্ডও। নিজেই নিজেকে জন্মদিনের সেরা উপহার দিয়েছেন। কিন্তু মনের কোথাও কি ইচ্ছা ছিল জন্মদিনে স্ত্রী অনুষ্কা শর্মা ও কন্যা ভামিকার সঙ্গে সময় কাটানোর। থাকতেই পারে! আরে, তিনিই তো মানুষ! তাই হয়তো ম্যাচের পরে কিছু সময়ের জন্য মুম্বই ফিরে গিয়েছেন  কোহলি। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় দেখা যাচ্ছে বিমানে সাধারণ যাত্রীদের সঙ্গে বসে আছেন বিরাট। তারপরই শুরু হয় নানা জল্পনা।

এ কোন রূপে কোহলি!

কলকাতা থেকে সোমবার ইন্ডিগো বিমানে কোহলি বেঙ্গালুরু গিয়েছেন ইকোনমিক ক্লাসের আসনে বসে। বিমানের একেবারে প্রথম আসনে তিনি বসেছিলেন। প্রথমে কেউ বুঝতে পারেননি। তার কারণ, কোহলি চোখ গগলস ও মুখে সাদা মাস্ক পরে ছিলেন। পরে ধীরে ধীরে যখন সবাই বুঝতে পারলেন, তখন মোবাইল ফোনে সেই মুহূর্ত বন্দী করেন। অনেকে ভিডিও তোলেন। উল্লেখ্য, রবিবার কোহলির ৩৫ তম জন্মদিন ছিল। সেদিন ম্য়াচের শেষে হোটেলে ফিরে কেক কেটে জন্মদিন পালন করেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। এরপরই সোমবার সাধারণ যাত্রীদের পাশে বসেই বেঙ্গালুরু পাড়ি দেন ভারতীয় ক্রিকেটের আইকন।

অনেকের মতে, ভারতের পরের ম্যাচ আগামী রবিবার। মাঝে বেশ কয়েক দিন সময় থাকায় বাড়ি গিয়েছেন কোহলি।  জন্মদিনের পরের দিন পরিবারের সঙ্গে সময় কাটাতে গিয়েছেন তিনি। চলতি বিশ্বকাপে খুব ভাল ছন্দে রয়েছে ভারতীয় দল। নিজেদের প্রথম ৮ ম্যাচের ৮টিতেই জিতেছে তারা। ব্যাট হাতে ছন্দে রয়েছেন বিরাট। দু’টি শতরান ও চারটি অর্ধশতরান করেছেন তিনি। বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নিজের ৫০তম শতরান করার লক্ষ্যে নামবেন বিরাট। 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share