Imran Khan: দেশ দেউলিয়া হলে কী হবে! ইমরানের কপ্টার চড়ার খরচ ১০০ কোটি

গতবছরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে শুরু করেছে
imran
imran

মাধ্যম নিউজ ডেস্ক: আর্থিক দেউলিয়ার মুখে পাকিস্তান, কয়েকদিন আগেই তেল সংস্থাগুলিকে টাকা না দিতে পারার কারনে সেদেশে পেট্রোল পাম্পগুলি বন্ধ হতে বসেছিল। ঠিক এমন সময়ই উঠে এল এক চাঞ্চল্যকর তথ্য। একটি রিপোর্টে দেখা যাচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের (Imran Khan) হেলিকপ্টার চড়ার জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন সেসময় এই বিপুল অর্থ ব্যয় করা হত পাক কোষাগার থেকে। একটি পাক সংবাদমাধ্যমের প্রতিবেদনে ছাপা হয়েছে,  ইমরানের এই হেলিকপ্টার ভ্রমণে বিপুল পরিমাণ খরচ নিয়ে ইতিমধ্যে তদন্তের নির্দেশ দিয়েছে বর্তমানের শাহবাজ শেরিফ সরকার। ওই পাক সংবাদ মাধ্যম দাবি করেছে, ২০১৯ থেকে ২০২১ সাল পর্যন্ত ইমরানের (Imran Khan) হেলিকপ্টার ভ্রমণের জন্য খরচ হয়েছে ১০০ কোটি টাকা। 

আরও নানা অভিযোগ রয়েছে ইমরানের (Imran Khan) বিরুদ্ধে

গতবছরে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই ইমরান খান (Imran Khan) সম্পর্কে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসতে শুরু করেছে। কয়েকদিন আগেই অভিযোগ উঠেছে, প্রধানমন্ত্রী হিসেবে উপহার পাওয়া একটি নেকলেস ১৮ কোটি টাকায় বিক্রি করেছিলেন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ পার্টির প্রধান ইমরান খান। গত বছর এপ্রিল মাসে আরও এক মারাত্মক অভিযোগ ওঠে ইমরানের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী থাকাকালীন ইমরান ইসলামাবাদের নিজের বাড়ি থেকে প্রধানমন্ত্রী দপ্তরে যেতেন কপ্টারে চড়ে। আর তার জন্য সে দেশের কোষাগার থেকে খরচ হয়েছে কোটি কোটি টাকা। এই অভিযোগ এনেছিলেন পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইল। শুধু তাই নয়। সরকারি তহবিল থেকে ইমরান খান (Imran Khan) নিজের দিয়েছিলেন দলকে আড়াই কোটির সাহায্য।

বর্তমানে পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি  খুবই খারাপ। পাক অর্থনীতির দেউলিয়া হওয়ার সম্ভাবনা প্রবল। একটি মার্কিন সংস্থার রিপোর্টে বলা হয়েছে যে বর্তমানে পাকিস্তানে বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে দাঁড়িয়েছে, ভারতীয় মুদ্রায় ৪০০ কোটি টাকা, গত বেশ কয়েক মাসের মধ্যে এটাই সর্বনিম্ন। জানা যাচ্ছে, বেহাল অর্থনীতিকে ঠিক করতে সরকারি কর্মচারিদের বেতনের ১০ শতাংশ কাটার সিদ্ধান্ত নিতে চলেছে পাক সরকার। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Share:

Facebook
Twitter
WhatsApp
LinkedIn

You may also like

+ There are no comments

Add yours

Recent Articles