Imran Khan: তিনদিনের স্বস্তি, আগাম জামিন মঞ্জুর ইমরান খানের, গ্রেফতার করা যাবে না ২৫ অগাস্ট অবধি 

imran_final

মাধ্যম নিউজ ডেস্ক: যে কোনও মুহূর্তে গ্রেফতার (Arrest) হতে পারেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান (Imran Khan)। এরকম খবর আগেই ছিল। জঙ্গি দমন আইনে এফআইআর দায়ের করা হয়েছে পিটিআই (pakistan tehreek-e-insaf) সুপ্রিমোর বিরুদ্ধে । ইসলামাবাদে র‍্যালিতে বিচারপতি সহ দুই শীর্ষ আধিকারিককে প্রকাশ্যে হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে প্রাক্তন ক্রিকেটারের বিরুদ্ধে। ইমরান খানের গ্রেফতারি আটকাতে বিক্ষোভে সামিল হয়েছিলেন সমর্থকরা। ইতিমধ্যেই পিটিআই কর্মী সমর্থকরা ভিড় করেছেন ইমরান খানের বাড়িতে। কিন্তু আপাতত তিনদিনের স্বস্তি। 

আরও পড়ুন: বিলম্বিত বোধোদয় পাকিস্তানের! কাশ্মীর নিয়ে কী বললেন শাহবাজ শরিফ জানেন?

আভাস পেয়েই গ্রেফতারি এড়াতে ইসলামাবাদ হাই কোর্টে আগাম জামিনের (Transit Bail) আবেদন করেন। এর প্রেক্ষিতেই ২৫ অগাস্ট পর্যন্ত তিন দিনের জন্য ট্রানজিট জামিন পেলেন তিনি। এর ফলে আগামী অন্তত তিনদিন ইমরান খানকে গ্রেফতার করা যাবে না। 

গত শনিবার ইসলামাবাদে একটি জনসভায় প্রাক্তন পাক-প্রধানমন্ত্রী ইমরান খান উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি দেন। একজন মহিলা ম্যাজিস্ট্রেট, পাকিস্তানের নির্বাচন কমিশন এবং রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধেও আক্রমণ শানান তিনি। ইমরানের সহযোগী শেহবাজ গিলকে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আর সে বিষয় নিয়েই বিরোধী এবং সরকারি আধিকারিকদের নিশানা করেন তিনি। শাসকদলের অভিযোগ, পাক সেনাকে কটূক্তি করেছেন ইমরান।

আরও পড়ুন: ভারত বিরোধী প্রচার, ৮ ইউটিউব চ্যানেল ব্লক করল কেন্দ্র, একটি পাকিস্তানের  

ইমরানের বক্তব্যের লাইভ সম্প্রচারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে পাক সরকার। ইমরানের বক্তব্য লাইভ না দেখানোর নির্দেশ দেওয়া হয়েছে স্যাটেলাইট টিভি চ্যানেলগুলিকে। পাকিস্তান ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি জানিয়েছে, সবদিক খতিয়ে দেখে সম্পাদকীয় নিয়ন্ত্রণের পরেই দেখানোর অনুমতি দেওয়া হবে। সাধারণত, ইমরান খান কোনও বড় জনসভা করলে তা সরাসরি সম্প্রচার করে পাক মিডিয়া। এবার পাক সরকার নির্দেশ দিয়েছে, পিটিআই -এর চেয়ারম্যানের কোনও বক্তৃতার সরাসরি সম্প্রচার করা যাবে না।  

পিটিআই ভাইস-চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি সাংবাদিকদের বলেন, “ইমরান খান যদি গ্রেফতার হন, তবে তাঁর দল আন্দোলনে নামতে প্রস্তুত। যড়যন্ত্রকারীদের পরিণতি ভোগ করতে হবে।” 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share