India: দুর্দান্ত কামব্যাক টিম ইন্ডিয়ার! পারথ টেস্টে অস্ট্রেলিয়াকে ২৯৫ রানে হারাল ভারত

Untitled_design(1011)

মাধ্যম নিউজ ডেস্ক: নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে চুনকাম হওয়ার পরে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে দূর্দান্ত কামব্যাক করল টিম ইন্ডিয়া (India)। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথে প্রথম ইনিংসে ব্যাপক ভরাডুবি হয় ভারতের। মাত্র দেড়শো রানে শেষ হয়ে যায় টিম ইন্ডিয়ার ইনিংস। এরপর ভারতের বোলারদের সামনে গুটিয়ে যায় অস্ট্রেলিয়াও। ১০৪ রানেই শেষ হয় অজিদের ইনিংস। বুমরা সিরাজদের বোলিংয়ে আগুন ঝরে। এরপরে দুর্দান্ত ব্যাটিং দেখা যায় ভারতীয় ব্যাটারদের। যশস্বী-বিরাটরা রানের পাহাড় গড়ে দেন অস্ট্রেলিয়ার সামনে। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেটে ৪৮৭ রানে ডিক্লেয়ার দেয় ভারত। অস্ট্রেলিয়ার সামনে ৫৩৪ রানের বিরাট লক্ষ্যমাত্রা রেখে। প্রথম টেস্টে খেলেননি অধিনায়ক রোহিত শর্মা। চোটে বাদ পড়েছেন ক্রিকেটার শুভমন গিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পারথের মাঠে নামতে হয় ভারতকে, যেখানে অসিরা কোনও দিন হারেনি। পরিস্থিতি পুরোটাই ছিল ভারতের বিপক্ষে। এই আবহে চাপ বাড়ছিল গৌতম গম্ভীর, বিরাট কোহলির ওপরে। তবে চার দিন পরে হাসতে হাসতে মাঠ ছাড়লেন ভারতের ক্রিকেটাররা।

পারথ টেস্ট ভারত (India) জেতে ২৯৫ রানে

দ্বিতীয় ইনিংসে ফের একবার বুমরা-সিরাজদের বোলিংয়ের সামনে ম্রিয়মান হয়ে পড়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন। চা-পানের বিরতি পর্যন্ত অস্ট্রেলিয়া ৮ উইকেট খুইয়ে তোলে ২২৭ রান। এরপরে ২৩৮ রানেই শেষ হয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। পারথ টেস্ট ভারত (India) জেতে ২৯৫ রানে। বুমরা-সিরাজ প্রত্যেকেই তিনটি করে উইকেট নেন। অন্যদিকে, ওয়াশিংটন সুন্দর নেন দুটি উইকেট। হর্ষিত রানা ও নীতীশ রেড্ডি একটি করে উইকেট নেন।

ভরসা হয়ে উঠছেন যশস্বী

ভারতীয় (India) ব্যাটিং লাইনআপে ইতিমধ্যে ভরসা হয়ে উঠছেন তরুণ ওপেনার যশস্বী। দেশ-বিদেশের সব পিচে সমানভাবে স্বচ্ছন্দ তিনি। পারথের দ্রুতগতির পিচে অস্ট্রেলিয়ার (Australia) জোরে বোলারদের সামলে নিজের ব্যাটিং প্রতিভার পরিচয় দিলেন যশস্বী। ১৬১ রানের এক অনবদ্য ইনিংস। ২৯৭ বলের ইনিংসে ১৫টি চার এবং ৩টি ছয় রয়েছে। সুইং বলের মোকাবিলা করলেন ব্যাক ফুটে খেলে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share