মাধ্যম নিউজ ডেস্ক: চিন সীমান্তের কাছে উত্তরাখণ্ডের আউলিতে যৌথ সামরিক মহড়ার আয়োজন করেছে ভারত ও আমেরিকা। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে ভারতের এই পার্বত্য অঞ্চলে ১৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত সামরিক মহড়া চলবে বলে জানা গিয়েছে। লাদাখ ও অরুণাচলে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে চিনের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা মধুর নয়। দুই বছর আউলিতে ইন্দো-চিন সীমান্তে ভারত সেনা মোতায়েন করছে। সম্প্রতি মার্কিন কংগ্রেসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ঘিরে চিন ও আমেরিকার মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। অন্যদিকে, ভারতের সঙ্গে গত দুই বছর ধরে চাপা উত্তেজনা চলছে চিনের। এই পরিস্থিতিতে উত্তরাখণ্ডে চিন সীমান্তের কাছে ভারত ও আমেরিকার যৌথ মহড়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন: অভিবাদন প্রিয়তমা! যুদ্ধ ভুলে ভারতে হিন্দু রীতিতে বিয়ে ইউক্রেনীয়-রুশ যুগলের
নয়াদিল্লির তরফে জানানো হয়েছে, দুই দেশের মধ্যে সামরিক সম্পর্ক আরও মজবুত করতে এই যৌথ সামরিক মহড়ার আয়োজন করা হয়েছে। বেশ কয়েক মাস আগেই এই যৌথ সামরিক মহড়ার আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত এই সামরিক মহড়ায় সন্ত্রাস বিরোধী অভিযান চালানোর কৌশল রপ্ত করা হবে। দুই দেশের মধ্যে সম্পর্ক আরও ঘনিষ্ঠ করতে ভারত ও আমেরিকার এটি ১৮ তম যৌথ সামরিক মহড়া। এর আগে তুরস্কের রাজধানী আঙ্কারাতে ভারত ও আমেরিকার একসঙ্গে সামরিক মহড়ায় অংশ নিয়েছিল। সূত্রের খবর, এবারে আমেরিকার সঙ্গে ভারতের যৌথ সামরিক মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এত উচ্চতায় আগে আমেরিকার সঙ্গে ভারত সামরিক মহড়ায় অংশ নেয়নি। এই মহড়ার ফলে উচ্চ পার্বত্য অঞ্চলে যুদ্ধের কৌশল দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আদানপ্রদান করা যাবে। পাশাপাশি দুই দেশের সেনা এখানে বেশ কিছু নতুন প্রযুক্তির সামরিক কৌশল রপ্ত করবে।
আরও পড়ুন: ফের রেপোরেট বাড়াল রিজার্ভ ব্যাংক, কত হল জানেন?
মার্কিন কংগ্রেসের হাউস স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর ইতিমধ্যে শেষ হয়েছে। এ নিয়ে আন্তর্জাতিক স্তরে চিন-আমেরিকার চাপা উত্তেজনা সকলের সামনে এসেছে। গত দুই বছর ধরে এলএসি-তে ভারত ও চিনের মধ্যে উত্তেজনা চলছে। পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় দুই দেশের সেনারা নিজেদের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ফলে ভারতের ২০ জন সেনা শহিদ হন। এরপর থেকে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে পড়ে। দুই দেশের কূটনৈতিক ও সামরিক স্তরে একাধিক বৈঠক হয়। তবে এখনও পর্যন্ত কোনও ফলপ্রসূ সমাধান পাওয়া যায়নি।
Leave a Reply