মাধ্যম নিউজ ডেস্ক: ধর্মশালা টেস্টে দ্বিতীয় দিনের (India vs England) শেষে স্বস্তিতে ভারত। ৮ উইকেট হারালেও ইতিমধ্যেই ২৫৫ রানে লিড নিয়েছে রোহিত শর্মারা। প্রথম সেশনে রোহিত ও শুভমনের জোড়া শতরানের পর দ্বিতীয় সেশনে সরফরাজ খান এবং দেবদত্ত পাড়িক্কল দলকে ভরসা দেন। দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ৮ উইকেটে ৪৭৩। ক্রিজে রয়েছেন কুলদীপ যাদব (২৭) এবং যশপ্রীত বুমরা (১৯)।
Of hundreds and celebrations!
![]()
Rohit Sharma
Shubman Gill
Follow the match
https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @ImRo45 | @ShubmanGill | @IDFCFIRSTBank pic.twitter.com/yTZQ4dAoEe
— BCCI (@BCCI) March 8, 2024
রোহিত-শুভমনের শতরান
এদিন শুরুটা দুর্দান্ত করেন রোহিত শর্মা এবং শুভমন গিল। ধর্মশালায় দ্বিতীয় দিনের (India vs England) শুরুতে জোড়া শতরান পায় ভারত। শুক্রবার প্রথম সেশনে বিনা উইকেটে ১২৯ রান যোগ করে এই জুটি। শুক্রবার শুরু থেকেই স্বমহিমায় খেলতে থাকে ভারতীয় জুটি। বিপক্ষের বোলারদের রীতিমত শাসন করেন তাঁরা। দ্বিতীয় সেশনে জোড়া উইকেট হারায় ভারত। মধ্যাহ্নভোজের পরই ফিরে যান রোহিত শর্মা। লাঞ্চের বিরতিতে ১০২ রানে অপরাজিত ছিলেন রোহিত। মাত্র এক রান যোগ করে বেন স্টোকসের বলে বোল্ড হন ভারত অধিনায়ক। ১৬২ বলে ১০৩ করে আউট হন রোহিত। পরের ওভারেই ফেরেন শুভমন গিল। ১৫০ বলে ১১০ রানে অ্যান্ডারসনের বলে বোল্ড হন তরুণ ব্যাটার।
Stumps on Day 2 in Dharamsala!#TeamIndia extend their first-innings lead to 255 runs as they reach 473/8
Kuldeep Yadav & Jasprit Bumrah with an unbeaten 45*-run partnership
Scorecard
https://t.co/OwZ4YNua1o#INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/6gifkjgSKJ
— BCCI (@BCCI) March 8, 2024
সরফরাজ-পাড়িক্কল জুটি
মধ্যাহ্নভোজের পরই দু”জন সেট ব্যাটারকে হারিয়ে সাময়িক সমস্যায় পড়ে ভারত। কিন্তু অভিষেকে ভরসা যোগালেন দেবদত্ত পাড়িক্কল। সরফরাজ খানের সঙ্গে জুটি বেঁধে চতুর্থ উইকেটে ৯৭ রান যোগ করেন। আগের দুই টেস্টে জাদেজাকে আগে পাঠানো হয়েছিল। কিন্তু এদিন পাঁচ নম্বরেই নামানো হয় সরফরাজকে। রাজকোট টেস্টের মতো আরও একটি আগ্রাসী ইনিংস উপহার দেন। একদিনের মেজাজে খেলেন। ৫৫ বলে অর্ধশতরানে পৌঁছে যান। তাতে ছিল ১টি ছয়, ৮টি চার। অভিষেক ম্যাচ খেলতে নামা পাড়িক্কল ৬৫ রান করেন।একটা সময় ভারতের ৪২৮ রানে ৮ উইকেট পড়ে গিয়েছিল।
Maiden Test
Maiden Test fifty
Welcome to Test cricket, Devdutt Padikkal
![]()
Follow the match
https://t.co/jnMticF6fc #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank pic.twitter.com/pkDgbvtVIF
— BCCI (@BCCI) March 8, 2024
মনে হচ্ছিল হয়তো শুক্রবারই শেষ হয়ে যাবে ভারতের ইনিংস। কিন্তু যশপ্রীত বুমরা এবং কুলদীপ যাদব মিলে ৪৫ রান যোগ করেছেন। কোনও অঘটন না ঘটলে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চম টেস্টও (India vs England) জেতা উচিত ভারতের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply