ICC World Cup 2023: জিততে মরিয়া সকলে! প্রয়োজনে ধরে খেলবেন, ম্যাচ শেষে আর কী বললেন রোহিত?

indiawin

মাধ্যম নিউজ ডেস্ক: কোনওদিন রোহিত তো কোনওদিন বিরাট! কখনও বুমরাহ-সামি তো কখনও কুলদীপ-জাদেজা! দলগত সাফল্যেরই উদাহরণ বিশ্বকাপের (ICC World Cup 2023) প্রথম ছটি ম্যাচের ছটিতেই অপ্রতিরোধ্য ভারত। দলে আত্মতুষ্টিরও কোনও জায়গা নেই। সকলেই প্রতিটি ম্যাচই জিততে মরিয়া মানলেন অধিনায়ক রোহিত। প্রথম পাঁচ ম্যাচে পরে ব্যাট করে জিতেছে ভারত। এদিন প্রথমে ব্যাট করে চ্যালেঞ্জের মুখে পড়ে ভারতীয় ব্যাটাররা।‌ তাই পরের ম্যাচ থেকে এ বিষয়ে সতর্ক থাকার কথাও বললেন হিট-ম্য়ান।

সতর্ক রোহিত

রবিবার, ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করতে গিয়ে বেকায়দায় পড়েন রোহিতরা। দ্রুত ফিরে যান গিল-কোহলি। চতুর্থ উইকেটে রোহিত এবং রাহুলের জুটিতে ৯১ রান যোগ না হলে দল সমস্যায় পড়ে যেত, মেনে নেন রোহিত। তিনি জানান, চোখ বন্ধ করে মোটেও আক্রমণাত্মক খেলবেন না। বরং পরিস্থিতি অনুযায়ী আক্রমণাত্মক খেলবেন। প্রয়োজনে ইনিংস গড়ে তোলার কাজ করবেন। রোহিত বলেন, ‘প্রথম ১০ ওভারের পর পার্টনারশিপ গড়ার প্রয়োজন ছিল। শুধুমাত্র নিজের শট খেললে চলত না, পরিস্থিতি অনুযায়ী ব্যাট করতে হত। সেই অভিজ্ঞতা থাকলে কাজে লাগানো উচিত। তাও আমার মনে হয়েছিল ২০-৩০ রান কম হয়েছে। নতুন বলে ব্যাট করা চ্যালেঞ্জিং ছিল। ম্যাচের বয়স বাড়ার সঙ্গে বল কিছুটা নরম হয়ে যায়। তাই স্ট্রাইক রোটেট করা সহজ ছিল না।’

দুরন্ত বোলিং

লখনউয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০ রানে তিন উইকেট পড়ে গিয়েছিল ভারতের। সেখান থেকে রাহুলের সঙ্গে জুটি বেঁধে ভারতের ইনিংসের হাল ধরেন রোহিত। সেইসময় একেবারে দেখেশুনে খেলতে থাকেন। সেরকম ঝুঁকি নিচ্ছিলেন না। ১০১ বলে ৮৭ রানে আউট হয়ে যান। তিনি থাকলে ভারতের রানটা ২২৯ থেকে বেড়ে অত্যন্ত ২৫০-২৬০ হতে পারত বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। তবে এত অল্প রানের পুঁজি নিয়েও যে এতো সহজে ম্যাচ জেতা যায় তা দেখিয়ে দেয় রোহিত-ব্রিগেড। ম্যাচের শেষে তাই আলাদা করে বোলারদের প্রশংসা করলেন ভারতের নেতা। রোহিত বলেন, ‘এত কম রানের পুঁজিতে এইধরনের বোলিং প্রতিদিন দেখা যায় না। আমাদের পেসাররা পিচের কন্ডিশন ব্যবহার করেছে। উইকেট থেকে সুইং এবং মুভমেন্ট পেয়েছে। পেসাররা এবং স্পিনাররা নিজেদের অভিজ্ঞতা কাজে লাগায়। এরকম বোলিং আক্রমণ থাকলে ব্যাটারদের কর্তব্য ওদের লড়াইয়ের জন্য ন্যূনতম রানটুকু করা। তারপর ওদের ম্যাজিকের অপেক্ষা করা।’ 

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share