India vs South Africa: রাহুলের সেঞ্চুরির পর এলগারের শতরান, চালকের আসনে দক্ষিণ আফ্রিকা

parliament_(48)

মাধ্যম নিউজ ডেস্ক: প্রথম টেস্টের দ্বিতীয় দিনের শেষে চালকের আসনে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। ডিন এলগারের শতরানে ভর করে বুধবার খেলা শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকা করল পাঁচ উইকেটে ২৫৬ রান। এর মধ্যে এলগারের একারই ১৪০ রান। ভারতের ইনিংসের হাল ধরেছিলেন লোকেশ রাহুল। তাঁর শতরান দলকে লড়াই করার মতো জায়গায় নিয়ে গিয়েছিল। প্রোটিয়াদের ইনিংসে সেই কাজ করলেন এলগার।

দুরন্ত এলগার

ভারতের শেষ দক্ষিণ আফ্রিকা সিরিজে ডিন এলগার একা দলকে টেনে ছিলেন। এবারও সেটাই করলেন তিনি। এক সময় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। এখন অবশ্য তিনি নেতা নন। তবে এদিন দলের ব্যাটিংকে নেতার মতোই সামলালেন এলগার। প্রথম টেস্টে তিনি দুর্দান্ত শুরু করলেন। সেঞ্চুরি করতে তিনি নিলেন মাত্র ১৪০ বল। ১৯টা চার মেরে তিনি সেঞ্চুরি করলেন। বাকি ব্যাটারদের ব্যর্থতার দিনে তিনি জ্বলে উঠলেন।  এদিন বল হাতে জসপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ দারুণ ছন্দে ছিলেন। ডিন এলগার টার্গেট করলেন প্রসিদ্ধ কৃষ্ণা ও শার্দূল ঠাকুরকে। রানও করে গেলেন স্বছন্দে। এলগার ছাড়া দক্ষিণ আফ্রিকার হয়ে ৫৬ রান করেছেন ডেভিড বেডিংহাম।

রাহুলের শতরান

৮ উইকেটে ২০৮ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সেই সময় ৭০ রানে ব্যাট করছিলেন রাহুল। সঙ্গে ছিলেন সিরাজ। মেঘলা আবহাওয়ায় দ্রুত রান তোলা সহজ ছিল না। কাগিসো রাবাডা প্রথম দিনের ছন্দেই বল করছিলেন। তাই বাকি বোলারদের বিরুদ্ধে রান করার পরিকল্পনা করেন রাহুল। সেই মতো খেলছিলেন তিনি। তাঁকে সঙ্গ দেন সিরাজ। ৮৯ রান থেকে ছক্কা মেরে ৯৫ রানে পৌঁছন রাহুল। এরপর ছক্কা মেরে শতরান পূরণ করেন। টেস্টে এটি তাঁর অষ্টম শতরান। আগের দক্ষিণ আফ্রিকা সফরেও এই মাঠেই শতরান করেছিলেন রাহুল। সেই স্মৃতি ফিরিয়ে আনলেন তিনি। ১০০ রানের মধ্যে ৮০ রানই এসেছে বাউন্ডারিতে। ১৪টি চার ও চারটি ছক্কা মেরেছেন তিনি।

আরও পড়ুন: স্বাগত নয় চিনা কোম্পানি! আইপিএলের স্পনসরশিপে একগুচ্ছ সিদ্ধান্ত বিসিসিআই-এর

বড় রানের লক্ষ্যে দক্ষিণ আফ্রিকা

এদিন বল হাতে শুরুটা ভালই করেছিলেন সিরাজ ও বুমরা। কিন্তু তৃতীয় ও চতুর্থ পেসার হিসাবে শার্দূল ঠাকুর ও প্রসিদ্ধ কৃষ্ণ দাগ কাটতে পারলেন না। মহম্মদ শামির অভাব টের পেল ভারত। দিনের শেষে আপাতত ভারতের থেকে ১১ রানে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। হাতে রয়েছে আরও পাঁচ উইকেট। তৃতীয় দিনের শুরুতে দ্রুত রান তুলে বড় লিড নেওয়াই হবে প্রোটিয়াদের লক্ষ্য। 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share