Indian Navy: ভারতীয় নৌসেনার অভিযানে পশ্চিম ভারত মহাসাগরে উদ্ধার ২৫০০ কেজি মাদক!

indian navy seized 2500 kg narcotics mission deployed warship ins tarkash

মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় নৌসেনার (Indian Navy) অভিযানে এবার পশ্চিম ভারত মহাসাগর থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক। গোপন খবরের ভিত্তিতে সম্প্রতি ভারত মহাসাগরে অভিযান চালায় ভারতীয় নৌসেনা। পশ্চিম ভারতীয় মহাসাগরে ২৫০০ কেজিরও বেশি মাদক উদ্ধার করতে সফল হয়েছে।

মাদক পাচার রোধ নৌসেনার

জানুয়ারি ২০২৫ থেকে পশ্চিম ভারত মহাসাগরে মেরিটাইম সিকিউরিটি অপারেশনে নিযুক্ত ভারতীয় নৌবাহিনীর ফ্রিগেট আইএনএস তর্কশ। এটি কম্বাইনড টাস্ক ফোর্স (CTF) ১৫০ এর অধীনে কাজ করছে, যা বাহরিনে অবস্থিত কম্বাইনড মেরিটাইম ফোর্সেস (CMF) এর অংশ। এই জাহাজটি অপারেশন “অ্যানজ্যাক টাইগার”-এ অংশগ্রহণ করছে। নৌসেনা (Indian Navy) সূত্রে জানা যাচ্ছে,৩১ মার্চ পেট্রোলিংয়ের সময়, ভারতীয় নৌবাহিনীর ওই জাহাজ থেকে সন্দেহজনক নৌকাগুলি দেখতে পায় সেনা। এরপর মহাসাগরে অভিযানে নামে নৌসেনার পি-৮আই নজরদারি বিমান। মাঝসমুদ্রে সন্দেহজনক নৌকাগুলির চলাচল নিশ্চিত করেন পাইলটরা। এই নৌযানগুলিকে অবৈধ কার্যকলাপ, বিশেষত মাদক পাচার, এর সঙ্গে যুক্ত মনে করা হয়েছিল। সেগুলির দিকে যাওয়ার জন্য আইএনএস তর্কশ তার পথ পরিবর্তন করে। সমস্ত সন্দেহভাজন নৌযানকে পরীক্ষা করার পর, আইএনএস তর্কশ একটি সন্দেহজনক “ঢো” বা নৌকা আটক করে। পি৮আই বিমান এবং মুম্বইয়ের মেরিটাইম অপারেশন সেন্টারের সমন্বয়ে এই অভিযানটি চালানো হয়। আরও সুরক্ষা নিশ্চিত করতে, জাহাজটি একটি হেলিকপ্টারও পাঠায়, যাতে সন্দেহজনক নৌযানের কার্যকলাপ মনিটর করা যায় এবং এলাকায় অন্যান্য সন্দেহভাজন নৌযান সনাক্ত করা যায়।

সদা সক্রিয় ভারতীয় নৌবাহিনী

এরপর বিশেষজ্ঞ এবং মেরিন কমান্ডোদের একটি দল সন্দেহজনক নৌকায় উঠতে সক্ষম হয়। এখান থেকেই বিভিন্ন সিল করা প্যাকেট উদ্ধার করা হয়। পরবর্তীতে, অনুসন্ধান এবং জিজ্ঞাসাবাদে ২৫০০ কেজিরও বেশি মাদক (২৩৮৬ কেজি হাশিশ এবং ১২১ কেজি হেরোইন) উদ্ধার হয়। এই অভিযান ফের ভারতীয় নৌবাহিনীর দক্ষতা এবং পেশাদারিত্বকে তুলে ধরেছে। সমুদ্রে মাদক পাচার এবং অন্যান্য অবৈধ কার্যকলাপকে রুখে দিতে সদা সক্রিয় ভারতীয় নৌবাহিনী।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share