Indian Navy: ২৩ জানুয়ারি নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হচ্ছে সাবমেরিন ভগির, জানুন বিস্তারিত

sub

মাধ্যম নিউজ ডেস্ক: মোদি সরকারের উদ্যোগে নৌবাহিনীকে (Indian Navy) ঢেলে সাজানোর কাজ চলছে। কয়েকদিন আগেই প্রতিরক্ষা মন্ত্রক জাহাজ ধ্বংসকারী মিসাইল বরাদ্দ করেছে নৌবাহিনীর (Indian Navy) জন্য। এবার ২৩ জানুয়ারি মুম্বাইতে কালভরি-শ্রেণির পঞ্চম সাবমেরিন ‘ভগির’ অন্তর্ভুক্ত হতে চলেছে নৌসেনায়, এমনটাই জানা যাচ্ছে বিভিন্ন সূত্রে। জানা যাচ্ছে ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত  থাকবেন ভারতীয় নৌবাহিনীর (Indian Navy) প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার। সাবমেরিনটি ফ্রেঞ্চ নেভাল গ্রুপের সহযোগিতায় মুম্বই-এর মাজগাঁও ডক শিপবিল্ডার্স লিমিটেড তাদের ‘প্রজেক্ট ৭৫’-এর অধীনে নির্মাণ করেছে বলে জানা গেছে। সাবমেরিনটি প্রায় এক মাস আগে মুম্বইতে আনা হয়েছিল।

আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা! 

সাবমেরিনটির খুঁটিনাটি তথ্য

সাবমেরিনের দৈর্ঘ্য ৬৭.৫ মিটার এবং প্রস্থ যথাক্রমে ৬.২ মিটার। ‘আইএনএস ভগির’-এর গতি প্রতি ঘণ্টায় ২০ কিমি এবং নিমজ্জিত হয় ৩৭ কিমি প্রতি ঘণ্টায়। এই সাবমেরিনটি অত্যাধুনিক স্টিল দিয়ে নির্মিত হয়েছে বলেই জানা যাচ্ছে। এই ডুবোজাহাজটিতে রয়েছে স্টেলথ প্রযুক্তি। 

আরও পড়ুন: আজ হঠাৎ পারদ পতন! তবে সরস্বতী পুজো কাটবে গরমেই! কী বলছেন আবহবিদরা?

ভারতের নৌবাহিনীর (Indian Navy) ইতিহাসে ভগির

১৯৭৩ সালের ১ নভেম্বর প্রথম ভগিরের উদ্বোধন হয়েছিল। বেশ কয়েকটি অপারেশনাল মিশনে অংশগ্রহণ করেছিল ভগির।  প্রায় তিন দশক ধরে দেশকে সেবা করার পরে ২০০১ সালে সাবমেরিনটি অবসর নেয়।
পরবর্তীকালে, নৌসেনার ঐতিহ্য মেনে পুরনো ভগিরের নামেই নামাঙ্কিত করা হয় নতুন সাবমেরিনের।  ১২ নভেম্বর, ২০২০ সালে নতুন ভগিরের উদ্বোধন করা হয়। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ভগির প্রথম সমুদ্র যাত্রা শুরু করে। গত ১ বছর ধরে সমুদ্রে ট্রায়ালে ছিল ভগির।

আরও পড়ুন: সিবিআই জিজ্ঞাসাবাদের পর এবারে তৃণমূলের যুবনেতা কুন্তলের জোড়া ফ্ল্যাটে ইডির হানা!

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share