মাধ্যম নিউজ ডেস্ক: বড়সড় সাফল্য পেল ‘মেক ইন ইন্ডিয়া’ (Make In India)। এক মাসে ভারত (India) থেকে মোবাইল ফোন (Mobile Phone) রফতানি হয়েছে এক মার্কিন বিলিয়ন ডলারেরও বেশি। সেপ্টেম্বর মাসে প্রথমবারের জন্য রফতানি হয়েছে এত বিলিয়ন মূল্যের মোবাইল হ্যান্ডসেট।
সরকারের প্রোডাকশন লিংকড ইনসেনটিভ স্কিমে মোবাইল ফোন (Mobile Phone) রফতানির পরিমাণ বেড়েছে। এই স্কিমে অ্যাপেল এবং সামসংয়ের মতো স্মার্টফোন প্রস্তুতকারীরা স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনে জোর দিয়েছে। এতে একদিকে যেমন দেশের মোবাইল ফোনের চাহিদা মিটেছে, তেমনি চাহিদা মিটেছে আন্তর্জাতিকও। পূরণ করেছে বাজারের চাহিদাও। মেক ইন ইন্ডিয়া ভারত সরকারের একটি সদর্থক উদ্যোগ। এটি মূলত বিদেশি বহুজাতিক সংস্থাকে ভারতে তাদের পণ্য উৎপাদন করতে উৎসাহিত করার একটি প্রয়াস।
একটি সংবাদ মাধ্যমের রিপোর্টে প্রকাশ, ২০২১ সালে ভারতে মোবাইল ফোন (Mobile Phone) রফতানির পরিমাণ ছিল ১.৭ বিলিয়ন মার্কিন ডলার। চলতি বছর এপ্রিল এবং সেপ্টেম্বরে সেটাই বেড়ে হয়েছে ৪.২ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের ডিসেম্বরেও স্মার্টফোন রফতানির পরিমাণ ছিল চোখ ধাঁধানো। ওই মাসে ৭৭০ মিলিয়ন ডলার মূল্যের হ্যান্ডসেট রফতানি হয়েছে ভারত থেকে। চলতি বছরের জুন থেকে অগাস্ট এই ত্রৈমাসিকের প্রতি মাসে ভারত থেকে মোবাইল রফতানি হয়েছে প্রায় ৭০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের। সংবাদ মাধ্যম সূত্রে পাওয়া ডেটা থেকে জানা যাচ্ছে, গত এক বছরে ভারত থেকে মোবাইল হ্যান্ডসেট (Mobile Phone) রফতানির পরিমাণ দুশো শতাংশেরও বেশি। গত বছরের সেপ্টেম্বর থেকে চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ওই পরিমাণ মোবাইল হ্যান্ডসেট রফতানি হয়েছে ভারত থেকে।
আরও পড়ুন: মুদ্রাস্ফীতির দিকে চোখ রেখে তৈরি হবে আগামী বাজেট, জানালেন সীতারমন
২০১৬-১৭ অর্থবর্ষে ভারতে উৎপন্ন হওয়া মোবাইল হ্যান্ডসেটের মাত্র এক শতাংশ রফতানি হত বিদেশে। ২০২১-২২ অর্থবর্ষে শতাংশের হিসেবে এটাই বেড়ে হয় ১৬। আইসিইএ প্রদত্ত ডেটা থেকেই এই তথ্য মিলেছে। ২০২২-২৩ অর্থবর্ষে এই হার বেড়ে ২২ শতাংশ হবে বলেও ভবিষ্যদ্বাণী করেছে আইসিইএ (ICEA)। ভবিষ্যদ্বাণী মিলে গেলে আক্ষরিক অর্থেই আরও বেশি চাঙা হবে এ দেশেরে মোবাইল হ্যান্ডসেটের বাজার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Leave a Reply