Instagram: ইনস্টাগ্রামের ‘মেকওভার’! লোগো পরিবর্তন! জেনে নিন কী কী পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামে..

insta

মাধ্যম নিউজ ডেস্ক: নতুন রূপে ইনস্টাগ্রাম। মার্ক জুকেরবার্গের সংস্থা মেটার অধীনস্থ এই জনপ্রিয় ফটো ও ভিডিও শেয়ারিং অ্যাপে একাধিক পরিবর্তন করা হয়েছে। আরও আকর্ষণীয় করে তুলতে যোগ করা হয়েছে একগুচ্ছ ফিচার। 

ইনস্টাগ্রামের চেহারাকে সত্যিই এক নতুন রূপ দেওয়া হয়েছে, এক কথায় বলতে গেলে এর ‘ভিজুয়াল রিফ্রেশ’ (Visual refresh) করা হয়েছে। ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা লক্ষ্য করেছেন যে, অ্যাপের রঙ আগের থেকে অনেক উজ্জ্বল দেখাচ্ছে, এমনকি ইনস্টাগ্রাম স্টোরির রিং-এর রঙগুলোও আগের থেকে অনেক বেশী উজ্জ্বল। তবে এসব ছাড়াও অনেক নতুন বৈশিষ্ট্য যোগ করা হয়েছে। ইনস্টাগ্রামে কী কী পরিবর্তন নিয়ে এসেছে মেটা, তার একটি সংক্ষিপ্ত বর্ণনা নিচে দেওয়া হল-

ইনস্টাগ্রাম গ্রেডিয়েন্ট (Gradient): ইনস্টাগ্রামের লোগোতে বিভিন্ন রঙ তো ছিলই কিন্তু এখন সেগুলিকে আরও বেশি উজ্জ্বল করা হয়েছে। লোগো-কে আরও বেশি করে প্রাণবন্ত করার জন্যই উজ্জ্বল রঙ ব্যবহার করা হয়েছে। এই অ্যাপের গ্রেডিয়েন্টকে আরও জীবন্ত করতে থ্রিডি মডেলিং প্রক্রিয়াও ব্যবহার করা হবে। এই গ্রেডিয়েন্টকে স্টোরি রিং -এও ব্যবহার করা হয়েছে।

ইনস্টাগ্রাম টাইপফেস : ‘Instagram Sans’ নামে একটি নতুন টাইপফেস অন্তর্ভুক্ত করা হয়েছে ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রাম থেকে বলা হয়েছে, ইনস্টাগ্রাম টাইপফেস পরিবর্তন করা হয়ছে যাতে সমস্ত ভাষার মানুষেরা এটিকে ব্যবহার করতে পারেন। অ্যাপে বিভিন্ন ভাষা যেমন- আরবি, জাপানি, থাই ইত্যাদি অন্তর্ভুক্ত করার জন্য ভাষা বিশেষজ্ঞদের সঙ্গে কাজ করা হচ্ছে। ইনস্টাগ্রামের লোগোটি ক্যামের দ্বারা অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছিল এবং এই নতুন টাইপফেসটিও এর ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে। এই টাইপফেসটির তিন রকমের প্রকার আছে। এই নতুন টাইপফেসটি ইনস্টাগ্রাম স্টোরি ও রিলেও ব্যবহার করা হবে।

ইনস্টাগ্রাম ডিজাইন: মেটা  এবারের ইনস্টাগ্রাম লেআউট এবং ডিজাইনে এক অভিনব পদ্ধতির সাহায্যে পরিবর্তন আনতে চলেছে এবং মোবাইল ফোনের জন্য এই বিশেষ পরিবর্তন করা হয়েছে। ব্যবহারকারীরা যাতে খুব সহজেই এটি ব্যবহার করতে পারে সেদিকেও বিশেষ নজর রাখা হয়েছে। 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share