Instagram New Feature: এবার ইনস্টাগ্রাম রিলস হবে আরও মজাদার, আসতে চলেছে একাধিক নতুন ফিচার

106747364-1602836839452-gettyimages-1228865133-dicola-notitle201003_npbdv

মাধ্যম নিউজ ডেস্ক: ছবি এবং ভিডিও শেয়ারের জন্যই বিশ্বজুড়ে জনপ্রিয় ইনস্টাগ্রাম (Instagram)। আর যতদিন যাচ্ছে ততদিন ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বেড়েই চলেছে। এবার এই সোশ্যাল মিডিয়া অ্যাপের (Social Media) একটি ফিচার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, সেটি হল ইনস্টাগ্রাম রিলস (Instagram Reels)। চিনা অ্যাপ টিকটক ব্যানের পর থেকেই এই তরুণ প্রজন্ম ইনস্টাগ্রামের রিলসেই মেতে উঠেছেন। এবার তাই এই রিলসকে আর বেশি আকর্ষণীয় করে তুলতে নতুর ফিচার আনতে চলেছে ইনস্টাগ্রাম। রিলস পোস্টের ক্ষেত্রে আরও বেশি সুবিধা পাবেন ব্যবহারকারীরা, এমনটাই জানানো হয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষের তরফে।

আরও পড়ুন: ইনস্টাগ্রামের ‘মেকওভার’! লোগো পরিবর্তন! জেনে নিন কী কী পরিবর্তন এসেছে ইনস্টাগ্রামে..

এবারে কোনও ব্যক্তির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি পাবলিক হয়, তবে সেই পাবলিক অ্যাকাউন্টের ছবি অন্য কোনও ব্যক্তি তাঁর রিলসে ব্যবহার করতে পারবেন। রিলস রিমিক্স করার জন্য সেটি ব্যবহার করা যেতে পারে। শুধুমাত্র ছবি নয়, পাবলিক অ্যাকাউন্টের ভিডিও অন্য কেউ তাঁর রিলসে ব্যবহার করতে পারবে। ফলে একজনের রিলসের সঙ্গে অন্যজনের রিলসের রিমিক্স করা সহজ হবে। তবে, এই রিলসের ক্ষেত্রে এই পরিবর্তন অনেকেই অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সুতরাং যারা এই নতুন ফিচারে খুশী নন, তাঁদের জন্যও রয়েছে সুখবর। কারণ আপনি যদি না চান যে আপনার ছবি বা ভিডিও অন্য কেউ ব্যবহার করুক, তার জন্য আপনি অ্যাকাউন্ট সেটিং এ গিয়ে রিমিক্স করার অপশনটি বন্ধ করে রাখতে পারেন। ফলে আপনার ইচ্ছে ছাড়া কেউই আপনার কোনও ছবি বা রিলস অন্য কেউ ব্যবহার করতে পারবে না।

আরও পড়ুন: নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে পাঠানো যায় মেসেজ? জেনে নিন পদ্ধতি

তবে এখানেই শেষ নয়, আরও একটি ফিচার আসতে চলেছে ইনস্টাগ্রামে। সেটি হল, এখন থেকে ১৫ মিনিটের কম সময়ের যেকোনও ভিডিও ইনস্টাগ্রামে রিলস হিসেবে আপলোড করা যাবে। খুব শীঘ্রই এই নতুন পরিবর্তন ইনস্টাগ্রামে দেখা যাবে বলে জানা গিয়েছে। সাধারণত বর্তমানে ৯০ সেকেন্ড পর্যন্ত ভিডিও রিলস হিসেবে আপলোড করা যায় এই প্ল্যাটফর্মে। কিন্তু এবার এই অ্যাপটির তরফে জানানো হয়েছে, ১৫ মিনিটের কম যে সমস্ত ভিডিও ইনস্টাগ্রামে আপলোড করা হয়, তা এবার সরাসরি শেয়ার করা যাবে রিলসেও। ব্যবহারকারীদের আকর্ষণ করতে এরকমই অনেক নতুন নতুন ফিচার ইনস্টাগ্রাম রিলসে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

[tw]


[/tw]

 

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share