মাধ্যম নিউজ ডেস্ক: টেস্ট ক্রিকেটের বধ্যভূমি আইপিএল (IPL 2024)! ক্রীড়া বিনোদনের মশলাদার মেলবন্ধন! দিশেহারা বোলাররা! নির্বিচারে বাউন্ডারি, ওভার বাউন্ডারি! কী নেই সানরাইজার্স হায়দরাবাদ বনাম মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচে! হায়দরাবাদের মাঠে ৩৫ হাজার দর্শক দেখলেন ৪০ ওভারে উঠল ৫২৩ রান। যা রেকর্ড। ২৭৭ রান করেও স্বস্তির জয় পেল না সানরাইজার্স। বড় রানের লক্ষ্য তাড়া করে মুম্বই ইন্ডিয়ান্স তুলল ২৪৬ রান। হারল ৩১ রানে।
রেকর্ড রান
টস জিতে হায়দরাবাদকে (IPL 2024) ব্যাট করতে পাঠিয়েছিলেন হার্দিক। শুরুটা করেছিলেন বিশ্বকাপ ফাইনালের নায়ক ট্রেভিস হেড। ২৪ বলে ৬২ রান করেন। ন’টি চার এবং তিনটি ছক্কা মারেন তিনি। তিন নম্বরে নেমে অভিষেক শর্মা ২৩ বলে ৬৩ রান করেন। সাতটি ছক্কা মারেন তিনি। তিনটি চার মারেন অভিষেক। এডেন মার্করাম ২৮ বলে ৪২ রান করেন। মুম্বইয়ের কোনও বোলারই ছাপ ফেলতে পারেননি। তাঁদের দুর্দশা আরও বেড়ে যায় হেনরিখ ক্লাসেন মাঠে নামার পর। দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার ৩৪ বলে ৮০ রান করেন। সাতটি ছক্কা, চারটি চার মারেন ক্লাসেন। প্রথমে ব্যাটিং করে হায়দরাবাদ ২৭৭ রান করে আইপিএলের ইতিহাসে এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল।
WHAT. A. MATCH! 🔥
Raining sixes and 500 runs scored for the first time ever in #TATAIPL 💥
Hyderabad is treated with an epic encounter 🧡💙👏
Scorecard ▶️ https://t.co/oi6mgyCP5s#SRHvMI pic.twitter.com/hwvWIDGsLh
— IndianPremierLeague (@IPL) March 27, 2024
লড়াই মুম্বইয়ের
বিরাট রানের পুঁজি নিয়েও হায়দরাবাদ শেষ ওভার পর্যন্ত স্বস্তিতে থাকতে পারল না। ট্র্যাভিস হেড, অভিষেক শর্মা, হেনরিখ ক্ল্যাসেন, আইডেন মার্করামদের আগুনে ইনিংসের পাল্টা এল রোহিত শর্মা, ঈশান কিষান, টিম ডেভিড, তিলক ভার্মা, নমন ধীরদের ছোটখাটো সুনামি ইনিংসে। তবে তাতে অবশ্য শেষ রক্ষা হল না। রোহিত-ঈশানের ব্যাট পাওয়ার প্লেতেই ঝড় তুলেছিল। তবে রোহিত (১২ বলে ২৬), ঈশান কিষান (১৩ বলে ৩৪), নমন ধীর (১৪ বলে ৩০)-কেউই নিজেদের স্কোর বড় রানে টেনে নিয়ে যেতে পারেননি। তিলক ভার্মা শুরুর জড়তা কাটিয়ে ৩৪ বলে ৬৪ করে যান। শেষদিকে ওভার পিছু ১৬ রানের বেশি আস্কিং রেট নিয়ে ব্যাট করতে নেমে টিম ডেভিডের ব্যাট ঝলসে উঠল ২২ বলে ৪২ করে। হার্দিক আউট হওয়ার পর ইমপ্যাক্ট প্লেয়ার হিসাবে নামানো হয় রোমারিও শেফার্ডকে। তিনিও ৬ বলে ১৫ করে যান।
ফের অধিনায়ক রোহিত!
বলের মতই ব্যাট হাতে শোচনীয় হার্দিক পান্ডিয়া। ২০ বল খেলে অবদান মাত্র ২৪। তাঁর ব্যাটিংই এই রান চেজ করতে নেমে ফারাক গড়ে দিল। ব্যাট, বল, অধিনায়কত্ব সব দিক থেকেই এদিন ডাহা ফেল হার্দিক। অন্যদিকে বোলারদের বধ্যভূমিতেও স্বপ্রতিভ প্যাট কামিন্স। ৪ ওভারে ৩৫ দিয়ে তুললেন ২ উইকেট। বুঝিয়ে দিলেন তিনি কেন বিশ্বজয়ী অধিনায়ক। আর মুম্বইয়ের অলিগলিতে ফের দাবি উঠল ‘প্লিজ ব্যাক রোহিত’। আইপিএলে এটা ছিল রোহিতের ২০০তম ম্যাচ।
A moment for the ages! 💙#MumbaiMeriJaan #MumbaiIndians #SRHvMIpic.twitter.com/2cdXw1GkzQ
— Mumbai Indians (@mipaltan) March 27, 2024
একনজরে রেকর্ড
-ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সর্বোচ্চ স্কোর-২০ ওভারে ২৭৭/৩
-টি-২০ ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রান
-একটি আইপিএল ম্যাচে সর্বাধিক ছক্কা-৩৮টি ছক্কা।
-একটি টি২০ ম্যাচে সর্বাধিক ছক্কা-৩৮টি ছক্কা
-আইপিএল ম্যাচে সর্বোচ্চ রান-৫২৩ রান
-একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ রান-৫২৩ রান
-১০ ওভার শেষে দলের সর্বোচ্চ স্কোর-এসআরএইচ (১৪৮ রান)
-আইপিএলের দ্রুততম অর্ধশতরান করলেন অভিষেক শর্মা (১৬ বল)
-এসআরএইচ-এর দ্বিতীয় দ্রুততম অর্ধশতরান-ট্র্যাভিস হেড (১৮ বল)
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
Leave a Reply