মাধ্যম নিউজ ডেস্ক: শনিবার শহর কলকাতায় খেলবে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians)। কেকেআর-এর সঙ্গে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হবে মুম্বই। তার আগেই চলতি টুর্নামেন্ট থেকে ছিটকে গেল হার্দিকরা। বুধবার সানরাইজার্স হায়দরাবাদ বনাম লখনউ সুপার জায়ান্টসের খেলা শেষ হওয়ার পরেই প্রথম দল হিসাবে চলতি আইপিএল থেকে বিদায় নিল মুম্বই ইন্ডিয়ান্স।
বিদায় মুম্বইয়ের
আইপিএলের (IPL 2024) ইতিহাসে অন্য়তম সফল দল মুম্বই। পাঁচ বারের চ্যাম্পিয়ন তারা। পাঁচ বারই রোহিত শর্মার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। গত মরসুমে সেই রেকর্ডে ভাগ বসায় চেন্নাই সুপার কিংস। তারাও পঞ্চম আইপিএল ট্রফি জেতে। তেমনই মহেন্দ্র সিং ধোনি পাঁচ বার আইপিএল জয়ী অধিনায়ক হিসেবে রোহিতের পাশেই। এবার রোহিতের বদলে হার্দিককে ক্যাপ্টেন করে নীতা আম্বানির দল। টুর্নামেন্টের শুরু থেকেই ছন্নছাড়া দেখায় মুম্বইকে। দলে তারকার আধিপত্য থাকলেও চলতি টুর্নামেন্টে কখনওই দলগত পারফরম্যান্স মেলে ধরতে পারেনি মুম্বই।
On our way to Kolkata with the Paltan cheering us on 💙👉 https://t.co/j1So7oB8VH
Catch it all on #MIDaily now, available on our website and the MI app! 📹#MumbaiMeriJaan #MumbaiIndians pic.twitter.com/86CtQhpBGG
— Mumbai Indians (@mipaltan) May 9, 2024
বুধবার ঘরের মাঠে লখনউকে হারিয়েছে হায়দারাদ। তার ফলে ১২ ম্যাচ খেলে ১৪ পয়েন্ট হয়েছে প্যাট কামিন্সদের। এদিন ঘরের মাঠে ২০ ওভারের খেলা হায়দরাবাদ শেষ করে দিল ১০ ওভারেই। লখনউয়ের দেওয়া ১৬৬ রানের টার্গেটকে তুচ্ছ মনে হল হেডদের সামনে। ১০ উইকেটে ম্যাচ জিতলেন ট্রাভিস হেড-অভিষেক শর্মারা। আইপিএলের (IPL 2024) পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা কলকাতা নাইট রাইডার্সের পয়েন্ট ১৬। দ্বিতীয় স্থানে থাকা রাজস্থান রয়্যালসের পয়েন্টও ১৬। তিন নম্বরে রয়েছে হায়দরাবাদ। চার নম্বরে রয়েছে চেন্নাই সুপার কিংস। মহেন্দ্র সিং ধোনিদের পয়েন্ট ১২। পাঁচ নম্বরে থাকা লখনউ সুপার জায়ান্টসের পয়েন্টও ১২। ছ’নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের পয়েন্টও ১২। মুম্বই ইন্ডিয়ান্স রয়েছে নবম স্থানে। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ৮। মুম্বই ইন্ডিয়ান্সের মাত্র দুটি ম্যাচ বাকি। দু-ম্যাচ যত বড় ব্যবধানেই জিতুক মুম্বই, ১২ পয়েন্টের বেশি সম্ভব নয়। ফলে এ বারের মতো প্লে-অফ অভিযান শেষ মুম্বই ইন্ডিয়ান্সের।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply