মাধ্যম নিউজ ডেস্ক: দুদিনের আইপিএল নিলামের (IPL 2025 Auction) স্লগ ওভারে পৌঁছে দল সাজিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স। পুরনো ক্রিকেটারদের মধ্যে কয়েক জনকে যেমন ফিরিয়ে নিল তারা, তেমনই বেশ কিছু নতুন ক্রিকেটারকেও দলে নিয়েছে কেকেআর (KKR)। গত বারের আইপিএল জয়ী দলের মোট ১১ জনকে রেখে এবারের দল তৈরি করেছে কেকেআর। নিলামের আগে ছ’জনকে রিটেন করা হয়। নিলামের প্রথমদিন সাতজনকে কেনে শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি। দ্বিতীয়দিন বাকি কোটা পূর্ণ করা হয়। কেনা হয় আটজনকে। মেগা নিলাম (IPL 2025 Auction) থেকে মোট ১৫ জন ক্রিকেটার কিনল কেকেআর।
নাইটদের নেতা কে
নিলামের প্রথম দিনই ভেঙ্কটেশ আইয়ারের জন্য বিশাল অঙ্ক খরচ করে সবাইকে চমকে দেয় নাইট শিবির। দলের প্রাক্তন প্লেয়ারদের ফিরিয়ে আনার দিকে নজর দেওয়া হয়। কয়েকজনকে বাদ দিলে, ফিরিয়ে আনা হয়েছে আইপিএল জয়ী কোর গ্রুপকে। তবে নেই সেই দলের নেতা। অতএব নতুন নেতার খোঁজে নাইটরা। নিলামের (IPL 2025 Auction) আগে শোনা গিয়েছিল, রিঙ্কু সিংকে অধিনায়ক করা হতে পারে। তবে তাতে কোনও সিলমোহর পড়েনি। ক্যারিবিয়ান লিগে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে আন্দ্রে রাসেলের। দ্রে রাসের কথাও ভাবতে পারে কেকেআর।
দ্বিতীয় দিনেও চমক কেকেআর-এর (KKR)
দ্বিতীয় দিনে আচমকাই এই তালিকায় ঢুকে পড়েছেন অজিঙ্ক রাহানে। সোমবার নিলামের (IPL 2025 Auction) শুরুতে অবিক্রিত থাকলেও, শেষদিকে তাঁকে কেনে কলকাতা। অধিনায়কের দৌড়ে ঢুকে পড়তে পারেন অভিজ্ঞ ক্রিকেটারও। তাঁর নেতৃত্বে আগেরবার অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি জেতে ভারত। তাই নেতা হিসেবে তাঁর নামও ভাবা হতে পারে। কুইন্টন ডি কক দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছিলেন। কেকেআর চাইলে তাঁকে অধিনায়ক করতেই পারে। অলরাউন্ডার ভেঙ্কটেশকে এত টাকা দিয়ে কেনায় ধারণা তাঁকে কেকেআর অধিনায়ক করবে। তিনি নিজেও নেতৃত্বের দায়িত্ব নিতে আগ্রহী।
𝙅𝙖𝙢𝙢𝙪 𝙀𝙭𝙥𝙧𝙚𝙨𝙨 has now arrived to Kolkata 🚅 pic.twitter.com/dZBikzOCxS
— KolkataKnightRiders (@KKRiders) November 25, 2024
একনজরে কেকেআর (KKR)
উইকেটকিপার: কুইন্টন ডি কক (৩.৬০ কোটি), রহমানুল্লা গুরবাজ (২ কোটি)।
ব্যাটার: রিঙ্কু সিং (১৩ কোটি), অঙ্গকৃশ রঘুবংশী (৩ কোটি), রোভমান পাওয়েল (১.৫০ কোটি), অজিঙ্ক রাহানে (১.৫০ কোটি), মনীশ পাণ্ডে (৭৫ লক্ষ), লাভনীত শিশোদিয়া (৩০ লক্ষ)।
অলরাউন্ডার: ভেঙ্কটেশ আইয়ার (২৩.৭৫ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), অনুকূল রায় (৪০ লক্ষ), রমনদীপ সিং (৪ কোটি), মঈন আলি (২ কোটি)।
পেসার: হর্ষিত রানা (১২ কোটি), বৈভব অরোরা (১.৮০ কোটি), আনরিখ নোখিয়ে (৬.৫০ কোটি), স্পেন্সার জনসন (২.৮০ কোটি), উমরান মালিক (৭৫ লক্ষ)।
স্পিনার: বরুণ চক্রবর্তী (৪ কোটি), মায়াঙ্ক মারকান্ডে (৩০ লক্ষ)।
কলকাতার সম্ভাব্য একাদশ: সুনীল নারিন (বিদেশি), কুইন্টন ডি’কক (বিদেশি/উইকেটরক্ষক), বেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, আন্দ্রে রাসেল (বিদেশি), রিঙ্কু সিং, রমনদীপ সিং, আনরিখ নোখিয়ে (বিদেশি), হর্ষিত রানা, বৈভব আরোরা এবং বরুণ চক্রবর্তী।
অধিনায়কের দৌড়ে: রিঙ্কু সিং, ভেঙ্কটেশ আইয়ার, কুইন্টন ডি কক, অজিঙ্ক রাহানে
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।
Leave a Reply