মাধ্যম নিউজ ডেস্ক: ইন্ডিয়ান সুপার লিগের শেষ ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডের কাছে হেরে গিয়েছিল ইস্টবেঙ্গল। মঙ্গলবার ঘরের মাঠ যুবভারতীতেও মুম্বই সিটি এফসির কাছে ফের হার। ০-১ ব্যবধানে হেরে গেল কার্লেস কুয়াদ্রাতের দল। মুম্বইয়ের আগ্রাসী ফুটবলের সামনে কোনও সময়ই দানা বাঁধল না লাল-হলুদ ব্রিগেডের ফুটবল। রক্ষণ, মাঝমাঠ, আক্রমণ— তিন ক্ষেত্রেই পিছিয়ে থাকল সুপার কাপ চ্যাম্পিয়নেরা। এ দিনের হারের ফলে আইএসএলের শেষ পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখতে পেল না ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ১০ নম্বরে থাকল লাল-হলুদ শিবির।
খেলার এপার-ওপার
প্রথম ১০ মিনিট সমানে সমানে লড়াই হলেও খেলার বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণ নিয়ে নেয় মুম্বই। ২৪ মিনিটে ইস্টবেঙ্গল রক্ষণের ভুলেই সহজ গোল করেন ইকের।বিক্ষিপ্ত ভাবে দু’একটা সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি ইস্টবেঙ্গল। অন্য দিকে, মুম্বইয়ের সংগঠিত আক্রমণের সামনে একাধিক বার ভেঙে পড়ার উপক্রম হয়েছে ইস্টবেঙ্গল রক্ষণের। কুয়াদ্রাতকে দলের রক্ষণ সংগঠন নিয়ে এই ম্যাচের পর নিশ্চিত ভাবেই চিন্তা করতে হবে।মঙ্গলবার যুবভারতীতে ইস্টবেঙ্গলকে দেখে কখনও মনে হয়নি, জিততে পারে। খেলায় পরিকল্পনার অভাব ছিল স্পষ্ট। রক্ষণের মধ্যে বোঝাপড়ার অভাব দেখা গিয়েছে একাধিক বার। আবার আক্রমণও ছিল নির্বিষ। গোটা ম্যাচে মুম্বইয়ের গোল লক্ষ্য করে মাত্র চারটে শট মেরেছেন লালহলুদ ফুটবলারেরা।
Fighting for every second! ✊#EBFCMCFC #JoyEastBengal #EastBengalFC #ISL10 #LetsFootball pic.twitter.com/CTxtIlZGv3
— East Bengal FC (@eastbengal_fc) February 13, 2024
বিধ্বস্ত ইস্টবেঙ্গল
জোড়া হারে বর্তমানে বিধ্বস্ত ইস্টবেঙ্গল। এই ম্য়াচেই কার্ড সমস্যার জন্য খেলতে পারেননি ক্লেইটন সিলভা। দলের অন্যতম সেরা স্ট্রাইকার না থাকলে যা হওয়ার সেটাই হয়েছে। গোলে একটাও বল রাখতে পারেনি লাল হলুদ। ফেলিসিও দলে এলেও তাঁর গতি হতাশ করছে। পরের ম্যাচে খেলবেন ক্লেইটন। আর পরের ম্যাচ থেকে ছিটকে গেলেন নওরেম মহেশ সিং ও লালচুনুনঙ্গা। কার্ড সমস্য়ায় পরের ম্যাচে খেলতে পারবেন না এই দুই তারকা। ১৭ ফেব্রুয়ারি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ রয়েছে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।
+ There are no comments
Add yours