Dumka Murder: ‘‘ইসলাম ধর্ম গ্রহণ করো, নইলে…!’’ হুমকি দিয়েছিল উত্যক্তকারী, দাবি নিহত কিশোরীর বাবার

ankita_(1)

মাধ্যম নিউজ ডেস্ক: বন্ধুত্বের প্রস্তাব ফেরানোয় বছর ষোলোর এক কিশোরীকে (Teen) গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগে উত্তপ্ত ঝাড়খণ্ডের (Jharkhand) দুমকা (Dumka)। নয়া বিপাকে ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) জোট সরকার। ঘটনাটিকে লাভ জেহাদ (Love Jihad) বলে অভিহিত করেছেন বিজেপি নেতৃত্ব। অভিযুক্ত মুসলিম যুবককে বাঁচানোর চেষ্টা করছেন দুমকার ডিএসপি নুর মুস্তাফা, অভিযোগ গেরুয়া শিবিরের।

২২ অগাস্ট রাতে দুমকার জারুয়াডি কসবার ঘরে ঘুমোচ্ছিলেন বছর ষোলোর অঙ্কিতা সিং। অভিযোগ, বছর ২৩ শাহরুখ হুসেন গভীর রাতে জানালা দিয়ে পেট্রোল ছুড়ে দেয় ওই কিশোরীর গায়ে। পরে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে ২৮ অগাস্ট মৃত্যু হয় ওই কিশোরীর।

ঘটনার জেরে সরব হয়েছেন হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠন। দোষী যুবকের শাস্তির দাবিতে মিছিল করেছে করণী সেনা। মৃতদেহের অন্ত্যেষ্টিতেও বাধা দেয় তারা। শেষমেশ সোমবার সকালে হয় শেষকৃত্য। ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বিশ্ব হিন্দু পরিষদও (VHP)। পরিষদের ঝাড়খণ্ডের প্রান্ত প্রচারক বীরেন্দ্র সাহু অভিযুক্ত জিহাদির ফাঁসির সাজা দাবি করেন। মৃতের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবিও জানানো হয়। ঘটনার জেরে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গ্রেফতার করা হয়েছে ছোট্টু খান নামে আরও একজনকে। অশান্তি এড়াতে এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। স্পেশাল ইনভেস্টিগেশন টিম, সংক্ষেপে সিট গঠন করেছে ঝাড়খণ্ড পুলিশ। মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। অভিযুক্তের দ্রুত সাজা দেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।

আরও পড়ুন : সরকার বাঁচাতে জোটের বিধায়কদের নিয়ে অতিথিশালায় সোরেন, ফের কোথায় যাচ্ছেন জানেন?

এদিকে, মৃত কিশোরীর পরিবারের দাবি, শাহরুখ একটি বস্তিতে থাকত। এক বছরেরও বেশি সময় ধরে সে অঙ্কিতাকে উত্যক্ত করে চলেছিল। স্কুল যাওয়ার পথেও তার পিছু নিত। কোনওভাবে ফোন নম্বর জোগাড় করে অঙ্কিতাকে বিরক্ত করত। অঙ্কিতার বাবা সঞ্জীব বলেন, মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়তে চেয়েছিল শাহরুখ। মেয়ে না বলায় তাকে পুলিশ অফিসার বানিয়ে জীবনে প্রতিষ্ঠিত করে দেওয়ার টোপও দিয়েছিল শাহরুখ। তাঁর দাবি, শাহরুখ প্রায়ই মেয়েকে বলত, আমাকে বিয়ে কর, ইসলাম ধর্ম গ্রহণ কর। না হলে তোমার লাইফ হেল করে দেব। তাঁর দাবি, অঙ্কিতা ছেলেটিকে ভালবাসত না। সে ছিল উত্যক্তকারী।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Please follow and like us:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

LinkedIn
Share